যখন কোনও তরুণ ছেলের আকস্মিক মৃত্যু ঘটে, তখন শুধু একটা পরিবার নয়, গোটা সমাজ স্তব্ধ হয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে যখন মাদক (drug), মানসিক অবসাদ (depression) বা সম্পর্কের জটিলতা (relationship issues) আমাদের যুবসমাজকে গ্রাস করছে, তখন প্রতিটি ঘটনা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। সৃঞ্জয় দাশগুপ্তের আকস্মিক প্রয়াণ সেই প্রশ্নগুলিকেই আবার সামনে নিয়ে এসেছে।
নিউটাউনের অভিজাত আবাসনে তোলপাড় (Shapoorji Housing Complex Incident)
নিউটাউনের সাপুরজি আবাসনে এমন কিছু ঘটবে, তা কেউ ভাবেননি। অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তরুণ সৃঞ্জয়ের নিথর দেহ। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। অনেকেই বলেন, ছেলেটিকে তারা চেনেন, হাসিখুশি, ভদ্র এবং শান্ত স্বভাবের। তাহলে কী এমন হল যে, একমাত্র সন্তানকে হারাল রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষ? উত্তর মিলছে না, শুধু বাড়ছে জল্পনা।
তদন্তে উঠে এল গোলাপি পোশাকের মহিলার নাম (Pink Dress Woman in Srinjoy Case)
সৃঞ্জয়ের মৃত্যুতে নানান সন্দেহ উঁকি দিতে শুরু করে। জানা যায়, মৃত্যুর দিন তাঁর সঙ্গে ফ্ল্যাটে ছিলেন এক মহিলা, যিনি গোলাপি পোশাক (pink dress) পরে ছিলেন। ঠিক সেই জায়গা থেকেই রহস্য আরও ঘনীভূত হতে থাকে। ফেসবুকে ‘আমি ঝুমা’ নামে একটি প্রোফাইল থেকে দাবি করা হয়, ওই মহিলার সঙ্গেই সৃঞ্জয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। লিভ-ইন সম্পর্কে থাকাকালীন মহিলাটি তাঁর থেকে অর্থসাহায্য নিতেন এবং মানসিক অত্যাচারও করতেন—এমনই দাবি সেখানে।
মায়ের অভিযোগ ও মানসিক অবস্থার ইঙ্গিত (Mother Rinku Majumder’s Statement)
সৃঞ্জয়ের মা রিঙ্কু মজুমদার সংবাদমাধ্যমকে জানান, ছেলে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তাঁর কথায়, “ও বলত, মা, আমি আর পারছি না। আমি ভালো নেই।” তিনি নিজেই ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে চাইছিলেন। এমনকি সেই মহিলাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন, যাতে সম্পর্ক সামাজিক স্বীকৃতি পায়। কিন্তু তাতেও কিছু হয়নি। বরং মৃত্যুর আগের দিন পর্যন্ত সৃঞ্জয় চুপচাপ ছিলেন বলে জানান রিঙ্কু।
অবশেষে সামনে এল মৃত্যু ঘিরে মূল তথ্য (Main News – Drug Overdose or Foul Play)
ময়নাতদন্ত (post-mortem report) রিপোর্টে উঠে এসেছে, সৃঞ্জয়ের দেহে মাদকজাত পদার্থের উপস্থিতি ছিল। তবে এটি আত্মহত্যা (suicide) না খুন (murder), তা এখনও স্পষ্ট নয়। যদিও পুলিশ এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে নারাজ, তদন্ত চলছে পুরোদমে। তবে যে ‘গোলাপি জামা’ পরিহিতা মহিলার কথা উঠে আসছে, তিনিই কি এই মৃত্যুর মূল রহস্য? সমাজের প্রশ্ন এখন একটাই—এমন এক তরুণ প্রাণ কি শুধুই দুর্ভাগ্যের শিকার, নাকি এর নেপথ্যে রয়েছে শীতল পরিকল্পনা?
Read More: ছুটির দিনেও মিলবে প্রকল্পের টাকা: পঞ্চায়েত দপ্তরের ‘সহজ সরল’ মোবাইল অ্যাপ আনছে নবান্ন
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |