জন্মদিনে মানুষ ফিরে দেখে নিজের অতীত—কারা পাশে থেকেছেন, কে আজও রয়েছেন একান্তভাবে। এমন অনেক মুহূর্ত জীবনে থাকে যা শুধু ক্যামেরায় ধরা পড়ে না, থেকে যায় হৃদয়ের গহীনে। রোহিত শর্মা (Rohit Sharma) আজ ৩৮-এ পা দিলেন। তাঁর ক্রিকেটজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও একটানা সাফল্যের কাহিনি তাঁকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু জানেন কি, এই সাফল্যের নেপথ্যে ছিলেন একজন বিশেষ মানুষ, যিনি সবসময় পাশে থেকেছেন ছায়ার মতো?
রোহিত শর্মা সফলতার আড়ালে থাকা সেই অব্যক্ত ভালোবাসা (Hidden Love Story, Supportive Partner, Hitman’s Life)
আজকের দিনে দাঁড়িয়ে আমরা রোহিতকে দেখি একজন সফল ক্রিকেটার হিসেবে, কিন্তু মানুষ হিসেবে তিনি কতটা পরিণত, তা বোঝা যায় তাঁর সম্পর্ক থেকে। প্রতিটি সাফল্যের পেছনে যেমন কঠোর পরিশ্রম থাকে, তেমনি থাকে এক অদৃশ্য প্রেরণা। এই প্রেরণা যে শুধুই ব্যাট বা বল নয়, তা আমরা জানতে পারি তাঁর প্রেমের কাহিনি থেকে। জীবনসঙ্গিনী ঋতিকা সাজদে (Ritika Sajdeh) শুধু একজন প্রেমিকা নন, তিনি রোহিতের ম্যানেজার, পরামর্শদাতা এবং প্রেরণাও।
Related: CSP-আপনার কাছেই ব্যাঙ্কের মিনি ব্রাঞ্চ: মাসে ৩০ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ!
রোহিত শর্মা বন্ধুত্ব থেকে প্রেমে, প্রেম থেকে চিরজীবনের বন্ধন(Love Journey, Cricketer Couple, Ritika Sajdeh and Rohit Sharma)
রোহিত-ঋতিকার প্রেমকাহিনি শুরু হয় একেবারে পেশাদার প্রেক্ষাপটে। প্রথম দেখা হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায়, যেখানে ঋতিকা কর্মরত ছিলেন। সেই আলাপ থেকে বন্ধুত্ব এবং ধীরে ধীরে প্রেমে রূপান্তর। দীর্ঘ সাত বছরের সম্পর্কে কাটিয়ে, রোহিত হাঁটু গেড়ে প্রস্তাব দেন মুম্বইয়ের এক প্রাইভেট মুহূর্তে। ঋতিকা তখনও জানতেন না, সামনে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি একদিন ভারতীয় ক্রিকেটের অন্যতম নক্ষত্র হবেন।
রোহিত শর্মা স্বপ্নের বিয়ে, সেলিব্রিটিদের ভিড়ে নজর কেড়েছিল নবদম্পতি (Fairy Tale Wedding, Mumbai Ceremony, Indian Cricketer Marriage)
২০১৫ সালে মুম্বইয়ে রোহিত-ঋতিকার বিয়ে হয় এক রাজকীয় অনুষ্ঠানে। অতিথিদের তালিকায় ছিলেন ক্রিকেট ও বলিউড দুনিয়ার তারকারা। ঋতিকার হালকা গোলাপি লেহেঙ্গা আর রোহিতের সাদা শেরওয়ানিতে ছিল এক নিখুঁত সমন্বয়। বিয়ের পরেও রোমান্সে ভাঁটা পড়েনি একটুও, বরং তাঁদের প্রতিটি ছবিই সোশ্যাল মিডিয়ায় প্রেমের নিদর্শন হয়ে রয়েছে।
রোহিতের জীবনের আসল ম্যাচ জিতিয়েছেন ঋতিকা! (Hitman’s Love Victory, Ritika Sajdeh Support, Relationship Goals)
আজ তাঁর জন্মদিনে স্পটলাইটে শুধু ক্রিকেটার নয়, মানুষ রোহিত শর্মাও। তাঁর জীবনের সবচেয়ে বড় ইনিংস শুরু হয়েছিল যেদিন ঋতিকার ভালোবাসায় নিজেকে সঁপে দিয়েছিলেন। আজও ক্যামেরার ফ্ল্যাশে, ট্রফির ঝলকে কিংবা স্টেডিয়ামের গর্জনে ছাপিয়ে যায় সেই নিঃশব্দ ভালোবাসা—যা চুপিচুপি রচনা করেছে ‘হিটম্যান’-এর সবচেয়ে বড় জয়।
Read More: ছুটির দিনেও মিলবে প্রকল্পের টাকা: পঞ্চায়েত দপ্তরের ‘সহজ সরল’ মোবাইল অ্যাপ আনছে নবান্ন
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |