৭% থেকে একঝাঁকিতে ১৭%! OBC নিয়ে হাইকোর্টের রায় মেনে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

গত দুই বছর ধরে ওবিসি নিয়ে টানাপোড়েন পশ্চিমবঙ্গে নতুন নয়। তবে এবার সেই সমস্যার সমাধান (OBC Issue Solved) হয়েছে বললেই চলে। এদিন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশিকা অনুযায়ী ওবিসি (OBC Issue Solved) সংরক্ষণ নিয়ে নতুন নীতি স্থির করা হয়েছে। এছাড়াও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার এক ধাক্কার বেড়েছে ওবিসি সংরক্ষণের (OBC ...

Updated on:

OBC Issue

গত দুই বছর ধরে ওবিসি নিয়ে টানাপোড়েন পশ্চিমবঙ্গে নতুন নয়। তবে এবার সেই সমস্যার সমাধান (OBC Issue Solved) হয়েছে বললেই চলে। এদিন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশিকা অনুযায়ী ওবিসি (OBC Issue Solved) সংরক্ষণ নিয়ে নতুন নীতি স্থির করা হয়েছে। এছাড়াও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার এক ধাক্কার বেড়েছে ওবিসি সংরক্ষণের (OBC Issue Solved) পরিমানও। যা হাসি ফোটাচ্ছে ওবিসি প্রার্থীদের মুখে।

কলকাতা হাইকোর্টের তরফে কড়া নির্দেশ

গত কিছু মাস ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওবিসি তালিকা নিয়ে মহামান্য আদালতের কাছে পৌঁছায়। যেখানে আদালতের তরফে জানানো হয় যে তালিকার বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে জালিয়াতির ছাপ। যার জন্য নতুন তালিকা সামনে আনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। অবশেষে এদিন সমীক্ষার মাধ্যমে চূড়ান্ত নীতি সামনে আনা হয়। জানা যাচ্ছে আগামী দিনে বিধানসভায় এই বিলের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য সরকার।

তালিকাভুক্ত হলো ১৪০টি জাতি

সূত্রের খবর অনুযায়ী এবার ওবিসির (OBC Issue Solved) নতুন তালিকায় ১৪০টি জাতিকে তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে ৭৬টি জাতিকে নতুন করে ওবিসি তালিকায় আনা হয়েছে। এর আগে থাকা ৬৬টি জাতির মধ্যে ৬৪টি জাতিকে তালিকাভুক্ত করা হলেও দুটি জাতি নিয়ে এখনও চলছে কড়া সমীক্ষা।

অবশ্যই দেখবেন: আজ গণপতির কৃপায় খুলে যাবে ভাগ্যের দরজা এই ৩ রাশির, আজকের রাশিফল, ৪ জুন

বলে রাখি, সম্প্রতি SSC-এর তরফে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে চিন্তায় ছিলেন ওবিসি (OBC Issue Solved) প্রার্থীরা। তবে শেষ পর্যন্ত এই নতুন ওবিসি রায়ের তথ্য সামনে এলেও চিন্তা ছিল সংরক্ষণের পরিমাণ নিয়ে। আর সেই সমস্যার সমাধান করেও এবার সাফ জানিয়ে দেওয়া হলো ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করে দেওয়া হয়েছে। ফলে দীর্ঘ জটিলতার পরে হাসি ফুটেছে ওবিসি (OBC Issue Solved) প্রার্থীদের মুখে।

অবশ্যই দেখবেন: সেনার মাইনে বাড়ছে? কর্নেল সোফিয়া কুরেশির বেতনের হদিশ মিলল অবশেষে!

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon