বিদ্যুৎ বিলের পরিমাণ বেড়েছে দ্বিগুণেরও বেশি, বাড়ছে স্মার্ট মিটার কেলেঙ্কারি

রাতারাতি লাফিয়ে দ্বিগুণ হচ্ছে বিদ্যুতের বিল। কারো অভিযোগ ৫০০ টাকার বিল বেড়ে হচ্ছে ১২০০ আবার কারো অভিযোগ ১০০০ টাকার বিল বেড়ে হচ্ছে ১৫০০। সব মিলিয়ে গত বেশ কিছুদিন ধরেই অভিযোগের কেন্দ্র বিন্দুতে রয়েছে স্মার্ট মিটারজনিত সমস্যা (Smart Meter Problem)। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকায় এই মিটার লাগানোতে আরও বাড়ছে সমস্যা। ...

Published on:

Smart Meter Problem

রাতারাতি লাফিয়ে দ্বিগুণ হচ্ছে বিদ্যুতের বিল। কারো অভিযোগ ৫০০ টাকার বিল বেড়ে হচ্ছে ১২০০ আবার কারো অভিযোগ ১০০০ টাকার বিল বেড়ে হচ্ছে ১৫০০। সব মিলিয়ে গত বেশ কিছুদিন ধরেই অভিযোগের কেন্দ্র বিন্দুতে রয়েছে স্মার্ট মিটারজনিত সমস্যা (Smart Meter Problem)। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকায় এই মিটার লাগানোতে আরও বাড়ছে সমস্যা। একদিকে সরকারের দাবি এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি অন্যদিকে সাধারণ মানুষের দাবি গোপনে ছুরি বসছে গ্রাহকদের পিঠে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্মার্ট মিটার বিতর্কে (Smart Meter Problem) চলুন জেনে নিই এটি আসলে কি?

আসলে স্মার্ট মিটারের (Smart Meter Problem) লক্ষ্য হলো প্রিপেইড ইলেকট্রিক মিটার। অর্থাৎ মোবাইলে যেমন রিচার্জ করলে তবেই সমস্ত পরিষেবা পাওয়া যায় তেমনি আগে রিচার্জ করলে মিলবে বিদ্যুৎ পরিষেবা। এছাড়া এই মিটার ব্যবহার করলে প্রতি ঘন্টায় কতটা বিদ্যুৎ ব্যবহার হচ্ছে তার তথ্য সরাসরি বিদ্যুৎ অফিসে পৌঁছে যায়। ফলে অনিয়ম বা সন্দেহজনক ব্যবহার দেখলেই নজরে আসে সহজেই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সাধারণ মানুষের প্রতিক্রিয়া

ব্যাখ্যা যাই হোক বাস্তব তার থেকে বিপরীতে রয়েছে এখনও পর্যন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই উঠে আসছে একের পর এক অভিযোগের তালিকা। অনেকের দাবি আগে যেসব গ্রাহকদের ৬০০ টাকার কাছাকাছি বিল আসতো নতুন স্মার্ট মিটার (Smart Meter Problem) লাগানোর ফলে বিলের পরিমাণ উঠছে ১২০০ টাকার কাছাকাছি। অথচ বাড়েনি ব্যবহৃত বিদ্যুতের ইউনিটের পরিমাণ। আবার অনেকের দাবি অনুমতি ছাড়াই বসানো হচ্ছে স্মার্ট মিটার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অবশ্যই দেখবেন: মুঘলদের ত্রাস ছিলেন ভবশঙ্করী! এবার সেই ভূমিকায় শুভশ্রী, কাহিনী শুনলে রোমাঞ্চে কাঁটা দেবে গা

রাজ্য জুড়ে চলছে স্মার্ট মিটার কেলেঙ্কারির (Smart Meter Problem) বিরুদ্ধে প্রতিবাদ

সূত্রের খবর রাজ্য জুড়ে সাধারণ মানুষ এই স্মার্ট মিটার বসানো নিয়ে ইতিমধ্যেই বিক্ষোভ শুরু করেছেন। বিভিন্ন জায়গায় দলগত পদক্ষেপ জমা পড়তে দেখা গিয়েছে বিদ্যুৎ দপ্তরগুলিতে।

তবে কি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে স্মার্ট মিটার (Smart Meter Problem)?

সূত্রের খবর এখনও পর্যন্ত স্মার্ট মিটার (Smart Meter Problem) বাধ্যতামূলক করার জন্য কোনো বিজ্ঞপ্তি দেয়নি রাজ্য অথবা কেন্দ্র সরকার। তবে বিদ্যুৎ দপ্তরের তরফে স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রুনুযায়ী আগামী ২০২৭ সালের মধ্যে গোটা রাজ্যে স্মার্ট মিটার বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে গ্রাহকদের সম্মতি কাম্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

অবশ্যই দেখবেন: ৭% থেকে একঝাঁকিতে ১৭%! OBC নিয়ে হাইকোর্টের রায় মেনে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More