শিয়ালদা থেকে চলবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper), ছুটবে সোজা দিল্লি! কবে শুরু, কোন রুটে চলবে, জানুন সবিস্তারে!

রোজকার একঘেয়ে জীবনে একটু স্বস্তির নিশ্বাস এনে দেয় রেল সফর। তাই তো যখনই নতুন কোনও ট্রেনের খবর সামনে আসে, উৎসাহে ফেটে পড়েন বহু মানুষ। বিশেষ করে যারা রেলভ্রমণের শখ রাখেন, তাদের কাছে এই খবর যেন এক অনন্য পাওনা। শীতল এসি কামরা, আরামদায়ক সিট, ঝকঝকে পরিস্কার ট্রেন, এই সমস্ত কিছু মিললে ...

Updated on:

শিয়ালদা থেকে চলবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper), ছুটবে সোজা দিল্লি! কবে শুরু, কোন রুটে চলবে, জানুন সবিস্তারে!

রোজকার একঘেয়ে জীবনে একটু স্বস্তির নিশ্বাস এনে দেয় রেল সফর। তাই তো যখনই নতুন কোনও ট্রেনের খবর সামনে আসে, উৎসাহে ফেটে পড়েন বহু মানুষ। বিশেষ করে যারা রেলভ্রমণের শখ রাখেন, তাদের কাছে এই খবর যেন এক অনন্য পাওনা। শীতল এসি কামরা, আরামদায়ক সিট, ঝকঝকে পরিস্কার ট্রেন, এই সমস্ত কিছু মিললে যে কোনও দীর্ঘ সফরই হয়ে ওঠে স্মরণীয়। এমনই এক চমকের অপেক্ষায় ছিল বাংলা। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রেলের (Railways) নতুন পরিকল্পনায় বাংলায় বাড়ছে ট্রেনের সংখ্যা

গত কয়েক বছর ধরেই দেশের রেল ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) সেই পরিবর্তনের অন্যতম উদাহরণ। বাংলাতেও ইতিমধ্যেই এই ট্রেনের পরিষেবা শুরু হয়েছে। এবার তার আরও উন্নত সংস্করণ, অর্থাৎ বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) আসতে চলেছে বাংলায়। এই খবরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে ট্রেনপ্রেমী এবং সাধারণ যাত্রীদের মধ্যে। তবে কোন রুটে চলবে এই ট্রেন? কবে থেকেই বা যাত্রা শুরু করবে? সেই উত্তরের অপেক্ষায় দিন গুনছেন সকলেই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) কবে থেকে শুরু হতে পারে পরিষেবা?

ভারতীয় রেল (Indian Railways) সূত্রের খবর, ২০২৬ সালের আগেই এই নতুন বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের পরিষেবা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘ সফরের জন্য এই ট্রেন বিশেষভাবে তৈরি হচ্ছে যাতে যাত্রীরা রাতের বেলাতেও আরামে সফর করতে পারেন। দেশের অন্যান্য অংশে এই ট্রেনের প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে চলছে। এমনকি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি ট্রেনের অন্দরসজ্জার নমুনাও প্রকাশ করেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Related: কয়েক ঘণ্টার মধ্যেই ৫ জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে মিলবে স্বস্তি?

কোন রুটে ছুটবে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Route)? শুরু হতে পারে বাংলা থেকেই

তবে সবচেয়ে বড় খবর হচ্ছে, এই ট্রেনের উদ্বোধন বাংলা থেকেই হতে পারে। রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে, নয়াদিল্লি-হাওড়া (New Delhi-Howrah) এবং নয়াদিল্লি-শিয়ালদহ (New Delhi-Sealdah) এই দুই গুরুত্বপূর্ণ রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলার মানুষের জন্য এটি নিঃসন্দেহে এক বিরাট সুখবর। ইতিমধ্যেই দুটি ট্রেন এই দুই রুটে চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে বলে খবর।

অন্যান্য রুটেও ভাবনা, থাকবে না কোনও প্রভাব পুরনো ট্রেনে (Impact on Existing Trains)

এখানেই শেষ নয়। রেল মন্ত্রকের তরফে আরও তিনটি রুটে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper New Route) চালানোর ভাবনা চলছে। সেগুলি হল নয়াদিল্লি-পুনে (New Delhi-Pune), নয়াদিল্লি-মুম্বই (New Delhi-Mumbai) এবং নয়াদিল্লি-সেকেন্দ্রাবাদ (New Delhi-Secunderabad)। এই ট্রেনের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। অনেকেই আশঙ্কা করছেন, এর ফলে দুরন্ত এক্সপ্রেস (Duronto Express), রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)-এর যাত্রীসংখ্যা কমে যেতে পারে। তবে রেল বোর্ড জানিয়েছে, পুরনো ট্রেনের পরিষেবায় কোনওরকম নেতিবাচক প্রভাব পড়বে না। বরং নতুন ট্রেন আসায় যাত্রীদের কাছে আরও বেশি অপশন থাকবে।

Related: জিও গ্রাহকদের ধাক্কা: গেমিং প্ল্যান থেকে ডেটা সুবিধা সরিয়ে নিল জিও!