ভোটের আগে ‘ভাতা যুদ্ধ’! লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে বিজেপির ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, মাসে ৩ হাজার টাকার প্রতিশ্রুতি!

পাড়া-মহল্লার আড্ডা হোক কিংবা লোকাল ট্রেনের কামরা—সব জায়গাতেই এখন একটাই আলোচনা, কে দিচ্ছে বেশি ভাতা? রাজ্যে ভোট যতই ঘনিয়ে আসছে, ততই যেন গতি বাড়াচ্ছে এই ভাতাভিত্তিক প্রতিশ্রুতির খেলা। আজ যেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহিলারা নিজেদের আর্থিক সুরক্ষার কথা বলছেন, কাল সেখানেই শুরু হয়ে যাচ্ছে এক নতুন স্কিম নিয়ে জল্পনা। WhatsApp ...

Updated on:

ভোটের আগে ‘ভাতা যুদ্ধ’! লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে বিজেপির ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, মাসে ৩ হাজার টাকার প্রতিশ্রুতি!

পাড়া-মহল্লার আড্ডা হোক কিংবা লোকাল ট্রেনের কামরা—সব জায়গাতেই এখন একটাই আলোচনা, কে দিচ্ছে বেশি ভাতা? রাজ্যে ভোট যতই ঘনিয়ে আসছে, ততই যেন গতি বাড়াচ্ছে এই ভাতাভিত্তিক প্রতিশ্রুতির খেলা। আজ যেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহিলারা নিজেদের আর্থিক সুরক্ষার কথা বলছেন, কাল সেখানেই শুরু হয়ে যাচ্ছে এক নতুন স্কিম নিয়ে জল্পনা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

একবিংশ শতকের রাজনীতিতে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য—সবকিছু পেছনে ফেলে এখন ‘কে কত টাকা দেবে’ সেটাই যেন হয়ে উঠছে ভোটের প্রধান ইস্যু। সাধারণ মানুষেরও চোখ এখন প্রতিশ্রুতির খতিয়ানেই—কোন দল দিল, আর কোনটা শুধু বলেই থেমে গেল?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভাতা মানেই ভরসা? (Is Monthly Aid the New Trust Factor?)

বর্তমানে বহু গৃহবধূ বা কর্মহীন মহিলা পরিবার চালানোর জন্য নির্ভর করেন এই ভাতা প্রকল্পগুলির উপর। ঘরের খরচ সামলানো, সন্তানের পড়াশোনা কিংবা নিজের প্রয়োজন—সবেতেই একটু হলেও সহায়ক হচ্ছে মাসিক ভাতা। সেই কারণে রাজনৈতিক দলগুলিও বুঝে ফেলেছে, এই ভাতাই হতে পারে ভোট বৈতরণী পার করার বড় অস্ত্র। আর এই সুযোগকেই এবার কাজে লাগাতে চায় বিরোধী দল বিজেপি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Read More: অবস্থার অবনতি! এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে

‘অন্নপূর্ণা ভাণ্ডার’-ভাতা এর প্রতিশ্রুতি (Annapurna Bhandar Scheme by BJP)

যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের মহিলাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে, সেখানে বিজেপিও এবার সামনে আনল এক নতুন স্কিম—‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar)। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য চালু হবে এই প্রকল্প, যার মাধ্যমে তারা প্রতি মাসে পাবেন ৩ হাজার টাকা করে। যদিও এখনই এই প্রকল্পের বিস্তারিত গাইডলাইন প্রকাশ হয়নি, তবে দলীয় নেতৃত্বের দাবি, এটা শুধু ভাতা নয়, এক নতুন আর্থিক স্বাধীনতার সূচনা।

লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা আসছে নতুন পরিবর্তন? (New Update in Lakshmir Bhandar Scheme?)

অন্যদিকে, তৃণমূল শিবিরও বসে নেই। সূত্রের খবর, আগামীদিনে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)-এর ভাতার অঙ্ক বাড়তে চলেছে। বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা যেখানে পান ১০০০ টাকা করে, সেখানে তপশিলি জাতির মহিলারা পান ১৫০০ টাকা। শোনা যাচ্ছে, নতুন হারে এই ভাতা হতে পারে যথাক্রমে ১৫০০ ও ১৮০০ টাকা। যদিও সরকারিভাবে এখনও কোনও ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক মহলের ধারণা, ভোটের আগেই আসতে পারে বড় চমক।

Read More: দৈনিক ৫০ টাকায় ৩৫ লক্ষ! পোস্ট অফিসের বাম্পার ‘গ্রাম সুরক্ষা’ স্কিম(Gram Suraksha Yojana)

বিজেপির ঘোষণায় যে রাজনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। শুভেন্দু অধিকারীর কথায়, “এই ভাতা শুধু অর্থ নয়, সম্মানও।” তবে শুধুই আর্থিক সাহায্য নয়, কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দিচ্ছে দুই পক্ষ। তাই এখন দেখার, এই প্রতিশ্রুতি যুদ্ধের শেষে জয়ী হয় কে, আর কতটা উপকৃত হন রাজ্যের সাধারণ মহিলারা। ভোটের ফলেই ঠিক হবে—‘লক্ষ্মী’ থাকবে কি ‘অন্নপূর্ণা’ এসে ঘর দখল নেবে?