ভোডাফোন আইডিয়ার পুনরুদ্ধারের পথে আশার আলো! ৫ দিনে শেয়ার বেড়েছে ৯%, লগ্নিকারীদের ভরসা ২০,০০০ কোটির তহবিল অনুমোদনে!

Vodafone Idea shares : ভারতের শেয়ার বাজারে অনেক সংস্থা মাঝেমধ্যেই হঠাৎ নজর কাড়ে। তেমনই একটি সংস্থা হল ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। গত কিছু মাস ধরে সংস্থাটিকে নিয়ে নানা জল্পনা থাকলেও হঠাৎ করেই শেয়ার মূল্যে ঊর্ধ্বগতি চোখে পড়ছে বিনিয়োগকারীদের। সাধারণত এমন গতি বড় কোনও সিদ্ধান্ত বা ঘোষণা ঘিরে আসে, আর তা ...

Updated on:

ভোডাফোন আইডিয়ার পুনরুদ্ধারের পথে আশার আলো! ৫ দিনে শেয়ার বেড়েছে ৯%, লগ্নিকারীদের ভরসা ২০,০০০ কোটির তহবিল অনুমোদনে!

Vodafone Idea shares : ভারতের শেয়ার বাজারে অনেক সংস্থা মাঝেমধ্যেই হঠাৎ নজর কাড়ে। তেমনই একটি সংস্থা হল ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। গত কিছু মাস ধরে সংস্থাটিকে নিয়ে নানা জল্পনা থাকলেও হঠাৎ করেই শেয়ার মূল্যে ঊর্ধ্বগতি চোখে পড়ছে বিনিয়োগকারীদের। সাধারণত এমন গতি বড় কোনও সিদ্ধান্ত বা ঘোষণা ঘিরে আসে, আর তা নিয়েই এখন চর্চা। বিনিয়োগকারীদের একাংশ ইতিমধ্যেই এই স্টকে আগ্রহী হয়ে পড়েছেন। কারণ, পাঁচটি সেশন মিলিয়ে শেয়ার প্রায় ৯% বেড়েছে। যেখানে অধিকাংশ লগ্নিকারী এখন নিরাপদ ইনভেস্টমেন্ট খুঁজছেন, সেখানে এই ধরনের মুভমেন্ট একরাশ উৎসাহ জাগায় বিনিয়োগকারীদের মনে।

ভোডাফোন আইডিয়া শেয়ারহোল্ডারদের অনুমোদনে বড়সড় তহবিল (VI Fundraising Plan ₹20,000 Crore)

এই আকস্মিক শেয়ার বৃদ্ধির পেছনে যে বড়সড় সিদ্ধান্ত লুকিয়ে রয়েছে, তা উঠে এসেছে সংস্থার রেগুলেটরি ফাইলিং-এ। ভোডাফোন আইডিয়া জানিয়েছে, তারা তাদের শেয়ারহোল্ডারদের সম্মতি পেয়েছে ₹২০,০০০ কোটি টাকার তহবিল সংগ্রহের পরিকল্পনার জন্য। এই তহবিল আসবে সিকিউরিটিজ ইস্যুর মাধ্যমে। এই বিনিয়োগ পরিকল্পনা ভবিষ্যতের ব্যবসায়িক প্রসারের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। কারণ সংস্থার উপর ঋণের বোঝা এবং বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা, দুইয়ের চ্যালেঞ্জই প্রবল। তাছাড়া, আগের তুলনায় কাস্টমার চর্নের হার কিছুটা কমেছে—মে মাসে গ্রাহক ক্ষতি ২.৭৪ লক্ষ, যেখানে এপ্রিল মাসে তা ছিল ৬.৪৭ লক্ষ।

ভোডাফোন আইডিয়া কেন্দ্রীয় সরকারের প্যাকেজ নিয়ে জল্পনা (Vodafone Idea Government Relief Package Rumours)

বহুদিন ধরেই শোনা যাচ্ছে ভোডাফোন আইডিয়ার জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ কোনও প্যাকেজ আনতে পারে। কারণ সংস্থাটির সামগ্রিক আর্থিক স্বাস্থ্য বেশ দুর্বল। তবে সংস্থা তাদের স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে—এখনও পর্যন্ত সরকারের তরফে তাদের কাছে কোনও ধরনের প্যাকেজ সংক্রান্ত বার্তা আসেনি। তবে এ বিষয়ে জল্পনার পারদ আরও চড়ায় কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-র বক্তব্য। তিনি বলেছেন, ‘‘দু’টি সংস্থা মিলে বাজার চালানো যথেষ্ট নয়। প্রতিটি সেক্টরে প্রতিযোগিতা থাকা জরুরি।’’

Read More: কেন্দ্রীয় চাকরির সুবর্ণ সুযোগ! SSC JE 2025-এ ১,৩৪০ শূন্যপদে নিয়োগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ ও গুরুত্বপূর্ণ তথ্য!

ভোডাফোন আইডিয়ার প্রতিযোগিতার মধ্যে অস্তিত্বের লড়াই (Vodafone Idea Competition with Jio and Airtel)

ভারতের টেলিকম ক্ষেত্র বর্তমানে প্রধানত দুটি সংস্থা—জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Bharti Airtel)—এই দুইয়ের দখলে। উভয়েই ৪জি ও ৫জি পরিষেবায় সারা দেশে শক্ত অবস্থান গড়ে তুলেছে। সেখানে ভোডাফোন আইডিয়ার লড়াই বেশ কঠিন। এই পরিস্থিতিতে ভোডাফোন আইডিয়া সম্প্রতি সুপ্রিম কোর্টে জানিয়েছে, সরকারী সহায়তা ছাড়া তারা ২০২৬ অর্থবর্ষের পর ব্যবসা চালিয়ে যেতে পারবে না। যদিও একাধিক বার এজিআর (AGR dues) মামলায় শীর্ষ আদালত সংস্থার আর্জি খারিজ করেছে।

ভোডাফোন আইডিয়ায় সরকার এখন বৃহত্তম শেয়ারহোল্ডার, তবুও অনিশ্চয়তা (Vodafone Idea Government Stake & Stock Decline)

শুধু তহবিলই নয়, আগেই সংস্থার ইকুইটি কনভার্শনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বর্তমানে ভোডাফোন আইডিয়ার ৪৯% অংশীদার হয়েছে। তবুও বাজারে শেয়ারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ৩০ জুন সকাল ১০:০৫ মিনিটে শেয়ার ছিল ০.৪১% নিচে, ₹৭.৩৫-এ। গত এক বছরে এই শেয়ার ৫৮% পড়ে গিয়েছে। অর্থাৎ, লগ্নিকারীদের আশার আলো থাকলেও, বাস্তব পরিস্থিতি এখনও যথেষ্ট চ্যালেঞ্জিং। তবে ২০,০০০ কোটির তহবিল এবং শেয়ারহোল্ডারদের আস্থা যদি বজায় থাকে, তবে ভোডাফোন আইডিয়া ফের ঘুরে দাঁড়াতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Read More: এই কৌশলেই কোটিপতি! রাকেশ ঝুনঝুনওয়ালার শেয়ার বাজারে সাফল্যের রহস্য

bse vodafone idea current share price of vodafone idea customer care vodafone idea com idea vodafone news idea vodafone share idea vodafone share price idea vodafone share price today indus towers vodafone idea is vodafone idea a good stock to buy today kumar mangalam birla vodafone idea nse vodafone idea p balaji vodafone idea rate of vodafone idea share sebi vodafone idea stock price of vodafone idea sunil mittal on vodafone idea today vodafone idea share price vi vodafone idea Vodafone Idea vodafone idea 5g vodafone idea 5g launch vodafone idea 5g launch plans vodafone idea 5g rollout tariff plans vodafone idea agr vodafone idea agr dues vodafone idea agr supreme court hearing vodafone idea amazon investment vodafone idea app vodafone idea atc vodafone idea bank guarantee vodafone idea bank guarantee waiver vodafone idea bill payment vodafone idea bse vodafone idea ceo vodafone idea customer care number vodafone idea customer service vodafone idea debt vodafone idea egm vodafone idea equity vodafone idea equity conversion vodafone idea house vodafone idea indus towers vodafone idea ipo vodafone idea kkr vodafone idea kumar mangalam birla vodafone idea latest news vodafone idea limited vodafone idea limited share price vodafone idea ltd news vodafone idea ltd share vodafone idea ltd share price vodafone idea moneycontrol vodafone idea near me vodafone idea network issue today Vodafone Idea news vodafone idea news share vodafone idea news today vodafone idea news today live vodafone idea nokia ericsson vodafone idea nokia ericsson news vodafone idea nokia ericsson phone vodafone idea nse vodafone idea office near me vodafone idea owner vodafone idea plans vodafone idea price vodafone idea q1 results vodafone idea q3 results vodafone idea q4 results vodafone idea recharge vodafone idea recharge plans vodafone idea reports q3 results vodafone idea results vodafone idea share vodafone idea share bse vodafone idea share market vodafone idea share news vodafone idea share nse vodafone idea share price vodafone idea share price bse vodafone idea share price history vodafone idea share price nse vodafone idea share price target vodafone idea share price target 2021 vodafone idea share price target 2024 vodafone idea share price target 2025 vodafone idea share price target tomorrow vodafone idea share price today Vodafone Idea shares vodafone idea shutdown vodafone idea stock price vodafone idea stocks vodafone idea store vodafone idea store near me vodafone idea supreme court ভোডাফোন আইডিয়া
WhatsApp Icon