Aaliyah Kashyap : বলিউড মানেই গ্ল্যামার, বলিউড মানেই জাঁকজমকপূর্ণ আয়োজন। আর যখন সেই বলিউডের কোনও হাই প্রোফাইল পরিবারে বিয়ের অনুষ্ঠান হয়, তখন তো উৎসাহের পারদ তুঙ্গে ওঠে।

শুধু স্টার কিড বলে নয়, অনেক সময় তাদের নিজেদের স্টাইল, সিদ্ধান্ত, সাজ ও অনুষ্ঠানের ধরণ নিয়েও দর্শকের কৌতূহল বেড়ে যায় বহুগুণ। সম্প্রতি ঠিক এমনই এক বিয়ের সাক্ষী থাকল বলিউড, যেখানে কনের সাজ, বরের স্টাইল এবং সম্পূর্ণ আয়োজন হয়ে উঠল বলার মতো।

Read More: জন্মদিনে ‘দাদা’র রাজত্বের গল্প! সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ২০টি তথ্য !
‘বিয়েটা একবারই হয়’—এই প্রবাদ অনেকেই মানেন। তবে আধুনিক যুগে সম্পর্ক, ভালোবাসা, এবং বিয়ের সংজ্ঞা বদলেছে। আজকের প্রজন্ম অনেক বেশি নিজের মত করে জীবনকে গুছিয়ে নিতে চায়। তারা জানে, জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য কতটা। তাই নিজের ‘বিশেষ দিন’টিকে আরও বেশি রোম্যান্টিক, স্মরণীয় করে তুলতে তাঁরা কোনও কিছুর কমতি রাখেন না। এমনই এক উদাহরণ দেখা গেল অনুরাগ কশ্যপের (Anurag Kashyap) কন্যা আলিয়া কশ্যপ (Aaliyah Kashyap) এবং তাঁর প্রেমিক শেন গ্রেগোর (Shane Gregoire)-এর জীবনে।

Read More: ৫ কোটির মালিক থেকে ফের শূন্য! ‘কেবিসি’ জেতা সুশীল কুমারের জীবনে চরম মোড়!
গত ডিসেম্বরে মুম্বাইতে হিন্দু রীতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন আলিয়া ও শেন। সেই সময় আলিয়া পরেছিলেন হালকা গোলাপি লেহেঙ্গা এবং শেন সাদা শেরওয়ানিতে ছিলেন একদম ট্র্যাডিশনাল লুকে। গোটা অনুষ্ঠান হয়েছিল ঘরোয়া পরিবেশে, শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে। এবার তাঁদের ‘second round’ wedding হল সম্পূর্ণ ভিন্নভাবে, সম্পূর্ণ ওয়েস্টার্ন পদ্ধতিতে। তবে কোথায়, কেমনভাবে এবং কী সাজে এই বিশেষ দিনটি পালন করলেন তাঁরা—সেটাই এখন দর্শকের মূল কৌতূহলের বিষয়।

Read More: ধোনি লেজেন্ড! এই ৭টি কারণেই তিনি শুধুই একজন ক্রিকেটার নন, একটা ইমোশন
সাদা অফ-শোল্ডার গাউনে, মাথায় লম্বা ভেইল, হাতে নরম লেস গ্লাভস ও গলায় ক্লাসিক নেকলেস—এই লুকেই হাজির হলেন আলিয়া। তাঁর এই ‘dreamy white wedding’ এর প্রতিটি ছবিই যেন একেকটা ফ্রেমবন্দি ফেয়ারিটেল। অন্যদিকে, শেন পরেছিলেন কালো টাক্সিডো ও বো টাই—জোড়া মিলে একেবারে রাজপুত্র-রাজকন্যার মতো লাগছিল তাঁদের। অনুষ্ঠানের আরেকটি স্পেশাল মুহূর্ত ছিল যখন আলিয়া তাঁর শাশুড়ির তিন দশকের পুরনো গাউনটি পরে ছবি তোলেন। এই আবেগঘন জেশ্চার মুহূর্তেই জিতে নেয় লাখো হৃদয়।

Read More: রণবীর সিং সম্পর্কে এই ১০টি গোপন তথ্য জানতেন না আপনি! জন্মদিনে রইল চমক
এই বিশেষ দিনে হাজির ছিলেন আলিয়ার বাবা অনুরাগ কশ্যপ নিজে, সঙ্গে উপস্থিত ছিলেন আরও ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা। আলিয়া ও শেন তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একাধিক ছবি শেয়ার করেছেন, যেখানে ক্যাপশনে লেখা, “New beginning with same love”—এই বাক্যটিই যেন তাঁদের সম্পর্কের গভীরতা বোঝায়। সোশ্যাল মিডিয়ায় এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দর্শকরা যেমন প্রশংসা করেছেন তাঁদের সাজের, তেমনই প্রশংসা করেছেন তাঁদের প্রেমের গভীর অনুভবের। নিঃসন্দেহে, এই বিয়ে বলিউডের অন্যতম স্মরণীয় বিয়ের তালিকায় নিজের জায়গা করে নিল।

📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |
অন্যরকম স্বপ্নপূরণ! দ্বিতীয়বার সাদা গাউনে বিয়ে অনুরাগ কন্যা আলিয়ার, বর শেনের চোখে জল!