কলকাতা: অবশেষে সকল অপেক্ষার অবসান হলো। পূর্ব রেলওয়ের (Eastern Railway) শিয়ালদহ বিভাগে আজ ৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে দুটি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত ইএমইউ লোকাল ট্রেন চালু হলো। যাত্রীদের আরাম এবং সুবিধা বৃদ্ধির জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ নিল রেল। বিদ্যমান এসি লোকাল (AC Local Train) পরিষেবাগুলির উল্লেখযোগ্য সাফল্য এবং উচ্চ আসন দখলের পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা যাত্রীদের মধ্যে প্রিমিয়াম ভ্রমণ সুবিধার ক্রমবর্ধমান চাহিদা স্পষ্টভাবে প্রদর্শন করেছে।
শিয়ালদহ রানাঘাট এসি ট্রেনের (AC Local Train) বিস্তারিত
নতুন পরিষেবাগুলির মধ্যে একটি শিয়ালদহ, বনগাঁ এবং রানাঘাটের মধ্যে চলবে। ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:১৪ টায় ছেড়ে রানাঘাটে রাত ৮:৪১ টায় পৌঁছাবে, অন্যদিকে ফিরতি পরিষেবাটি রানাঘাট থেকে সকাল ৭:১১ টায় ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে সকাল ৯:৩৭ টায়। অন্য পরিষেবাটি শিয়ালদহকে কৃষ্ণনগরের সাথে সংযুক্ত করবে, শিয়ালদহ থেকে সকাল ৯:৪৮ টায় ছেড়ে কৃষ্ণনগরে দুপুর ১২:০৭ টায় পৌঁছাবে। উভয় ট্রেনই রবিবার ছাড়া সপ্তাহে ছয় দিন চলাচল করবে।
সকল রুটের জন্য প্রতিযোগিতামূলক ভাড়া নির্ধারণ করা হয়েছে
শিয়ালদহ-রানাঘাট ভায়া বনগাঁর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যেখানে শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়া যাত্রীদের জন্য ভাড়া দিতে হবে ১২০ টাকা। শিয়ালদহ-কৃষ্ণনগরের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা, যেখানে শিয়ালদহ-বারাসাত অংশের জন্য ভাড়া ৬০ টাকা। এই পরিষেবাগুলির জন্য সর্বনিম্ন ভাড়া মাত্র ৩৫ টাকা থেকে শুরু হবে, যা এগুলিকে অন্যান্য পরিবহনের বিকল্প হিসেবে গড়ে তুলবে।
অবশ্যই দেখবেন: New ATM Transaction Rules 2025: এটিএম থেকে টাকা তুললেই চার্জ? RBI-র নতুন নিয়মে গ্রাহকদের ধাক্কা
আজ, ৫ সেপ্টেম্বর থেকে বনগাঁ ও কৃষ্ণনগর শাখার চালু হল এসি লোকাল(AC Local Train)। শুক্রবার সকাল সাতটা বেজে ১১ মিনিটে রানাঘাট স্টেশন থেকে ছাড়ে বনগাঁ শাখার ট্রেনটি। ৭টা বেজে ৪৪ মিনিটে বনগাঁ স্টেশনে পৌঁছয়। ঘড়ির কাঁটায় ৭ টা বেজে ৫৫ মিনিটে বনগাঁ থেকে রওনা হয় শিয়ালদার উদ্দেশ্যে।মাঝে ঠাকুরনগর, গোবরডাঙা, হাবরা, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন, বিধান নগর রোড স্টেশনে ট্রেনটি থামে। ৯ টা বেজে ৩৭ মিনিটে পৌঁছয় শিয়ালদহে।
অবশ্যই দেখবেন: September 2025 Bank Holidays: সেপ্টেম্বর ২০২৫-এ ১৫ দিন ব্যাংক বন্ধ! দেখে নিন পূর্ণাঙ্গ লিস্ট
বিকেলে ফের ৬ টা বেজে ১৪ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেনটি (AC Local Train) ছাড়বে। রাত আটটা বেজে ৫ মিনিটে বনগাঁয় পৌঁছাবে। ৮ বেজে ৪১ মিনিটে অন্তিম স্টেশন রানাঘাটে গিয়ে থামবে এই ট্রেন (AC Local Train)। এসি লোকাল (AC Local Train) বহরের এই সম্প্রসারণের মাধ্যমে, শিয়ালদহ বিভাগ যাত্রী-কেন্দ্রিক রেল পরিষেবার ক্ষেত্রে অগ্রগামী হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় করেছে। আধুনিক, সাশ্রয়ী মূল্যের এবং নিরাপদ পরিবহন প্রদানের মাধ্যমে, বিভাগটি আবারও যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের প্রতিশ্রুতিকে তুলে ধরেছে।
অবশ্যই দেখবেন: Aadhaar Card New Rules: আধার কার্ডের নতুন নিয়ম জারি! আজই না করলে হতে পারে বিপদ
অবশ্যই দেখবেন: Gas Cylinder Rates: বড় সুখবর! কমল গ্যাস সিলিন্ডারের দাম, কিন্তু দাম স্থায়ী তো?
অবশ্যই দেখবেন: GST কমতেই দুধ-রুটি-সবজি সস্তা! এবার বাজারে কতটা সেভ করবেন জানেন?