Ajker Rashifal 11 November: আজকাল যেকোনো কাজে বেরোনোর আগে মানুষ দিন ক্ষণ বিচার করে তবে বের হন। এবার নিজের ভাগ্য কেমন যেতে পারে তা নিয়েও অনেকে রোজ চর্চায় থাকেন। আজ বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর কৃপায় তিন রাশির ভাগ্য চকচক করবে। জেনে নিন রাশিচক্রের বারোটি রাশির কপালে আজ কি আছে:
Ajker Rashifal 11 November
মেষ: দিনের শুরুতে কোনো খারাপ খবর আসতে পারে। আজ ব্যয় বেশি হবে। নতুন কাজ আজ শুরু করার জন্য উপযুক্ত নয়! আজ ঝুঁকি এড়িয়ে চলুন।
বৃষ: আজ ব্যবসার উন্নতি হবে। আয় ও ব্যয় সঠিক মার্জিন মেনে হবে। তবে নতুন বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে।
মিথুন: তৃতীয় ব্যক্তির জেরে সম্পর্কে অশান্তি আসতে পারে। চাকরিতে সম্মানহানি হতে পারে। অর্থভাগ্য ভালো থাকবে। বুদ্ধির জোড়ে বাঁচবেন।
কর্কট: সঠিক সময়ে কাজ শেষ হবে। চিন্তা করার প্রয়োজন নেই। স্ত্রী ভাগ্য ভালো যাবে। অপরিচিত শুভাকাঙ্খী আপনার অনেক সাহায্য করবে। অর্থ চিন্তা থাকবে।
Read More: শ্রাবণ মাস কবে শুরু? সোমবার উপবাসের দিন-তারিখ ও গুরুত্ব জেনে নিন এখনই
Ajker Rashifal 11 November 2025
সিংহ: দূরে কোথাও ভ্রমণে যাবেন না। দিনের শেষার্ধে ভালো খবর আসতে পারে। ব্যক্তিগত জীবনে সমস্যা আসতে পারে।
কন্যা: সম্পত্তি নিয়ে বিবাদের কারণে ভাইবোনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। জল পথে ভ্রমন না করা শ্রেয়। কথা বলার সময় সংযম রাখতে হবে।
তুলা: ফেলে রাখা কাজ আজ দ্রুততার সাথে শেষ হবে। অর্থলাভ হবে। নতুন কাজের সুযোগ হবে। পরিশ্রমের ফল পাবেন।
বৃশ্চিক: ব্যবসায় বিনিয়োগ হবে। পড়ুয়াদের দিনটি ভালো যাবে। পিঠের ব্যাথা ভোগান্তি বাড়াতে পারে। পরিবারের সাথে সময় কাটাতে পারেন।
Read More: উল্টোরথ উৎসবের পেছনে লুকিয়ে আছে গভীর রহস্য! জানুন পুরো ইতিহাস
Ajker Rashifal 11 November 2025
ধনু: বাড়িতে অতিথি আসতে পারে। তর্কে জড়াবেন না। পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। অর্থাভাব দেখা দিতে পারে।
মকর: বড়দের কথা শুনে চলতে হবে। প্রেম জীবন ভাঙনের মুখে পড়তে পারে। কঠিন পরিস্থিতি কাটিয়ে সুনাম অর্জন হবে।
কুম্ভ: আয়ের পথ খুলবে। বাড়িতে ভালো খবর পাবেন। তবে প্রতিবেশীর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আত্মীয়র সাথে ভালো সম্পর্ক থাকবে।
মীন: বাড়িতে বিয়ের কথা এগোতে পারে। গবেষণার কাজে উন্নতি। শেয়ার মার্কেটের বিনিয়োগে ক্ষতি হতে পারে। নিশ্চিত না হয়ে পদক্ষেপ না নেওয়া ভালো হবে।
আরও পড়ুন: Jagadhatri: কেন সৃষ্টি হলেন জগদ্ধাত্রী! জানুন, দেবীর আবির্ভাবের ইতিহাস
Ajker Rashifal 11 November 2025
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |