Ajker Rashifal 12 November: ইতিমধ্যেই বাতাস ঠান্ডা হতে শুরু করে দিয়েছে। শীতের প্রবেশের আগে আর মাত্র কটা দিন! তাই শহর থেকে রাজ্যবাসী এখন অপেক্ষা করছে শীতের। মূলত ভ্যাপসা গরম আর প্যাচপ্যাচে বৃষ্টির উপর শীতই বেশিরভাগ মানুষের প্রিয় ঋতু। ঠিক তেমনই দুঃখ আর দুর্দশা থেকে মুক্তি পেতে সুদিনের আশা করে মানুষ। কবে সুদিন আসবে সেদিকেই চেয়ে থাকে চাতক পাখির মতো। চলুন জেনে নিই আজকের রাশিফল:
Ajker Rashifal 12 November 2025
মেষ: দিনের মধ্য পর্যায়ে ভালো খবর আসতে পারে। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। পরিশ্রমের ফল পাবেন। আর্থিক উন্নতি হবে। তবে ব্যয় কমাতে হবে। শরীর ভালো যাবে।
বৃষ: কাজে মনোবল বাড়বে। প্রিয় জনের কাছে মনের শান্তি বজায় থাকবে। পরিবারে ভালো সময় কাটবে। বাড়তি বিনিয়োগের পথে যাবেননা। ব্যবসা থেকে ভালো আয় হবে।
মিথুন: আধ্যাত্মিক টান থাকবে। পুরানো কিছু খুঁজে পাবেন। বন্ধু ভাগ্য ভালো যাবে। ভ্রমণের সুযোগ আসতে পারে। শিল্পীদের জন্য দিনটি খুব শুভ হবে।
Read More: ৬ না ৭ জুলাই, কোন দিন পালিত হবে মহরম? পবিত্র দিনের পিছনের ঘটনা জানলে চমকে যাবেন
Ajker Rashifal 12 November 2025
কর্কট: দুপুরের পর থেকে কাজের চাপ কমবে। ভালো খবর আসবে। পরিবারে সুসম্পর্ক বজায় থাকবে। স্ত্রীর সাহায্য পাবেন। সন্ধ্যার পর ভালো সময় কাটবে।
সিংহ: সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে। হঠকারিতা করবেননা। ধৈর্যের ফল পাবেন। কাজে খ্যাতি আসবে। তবে পেটের সমস্যা ভোগাতে পারে তবে সমস্ত বাধা কেটে যাবে।
কন্যা: টানা কাজের পর কিছুটা বিশ্রাম মিলতে পারে আজ। দুরা আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ পেতে পারেন। ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে। শত্রুর সাথে মোকাবিলার মনোবল রাখুন।
Read More: রথযাত্রা শেষেই ঘুমোতে যাচ্ছেন ভগবান! কবে পড়ছে দেবশয়নী একাদশী? জেনে নিন তারিখ ও সময়
Ajker Rashifal 12 November 2025
তুলা: পুরানো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। জলপথ আজ এড়িয়ে চলুন। শরীরের খেয়াল রাখুন। রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন বা। বাড়তি খরচ সংযত করুন।
বৃশ্চিক: আজ আপনার দিনটি শুভ। কর্মে বিবাদ শেষ হতে পারে। নতুন কাজ পেতে পারেন। সম্পত্তির সমস্যা দেখা দিতে পারে। আজ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন।
ধনু: ব্যবসায় ঝুঁকি নিতে পারেন। লাভ হবে। নতুন কাজের চেষ্টা করুন। আর্থিক লাভ হবে আজ। সারাদিন সুযোগ আসবে। সক্রিয় থাকতে হবে। পরিবারে ভালো সময় কাটবে। কাজের নতুনত্ব আনলে পরিচিতি বাড়বে। কর্মক্ষেত্রে নতুন কিছু শুরু হবে।
Read More: একদিনের ভুলে ১৮ বছরের জন্য বন্ধ হয়ে যেতে পারে জগন্নাথ মন্দির! জানুন সেই রহস্যময় রীতি
Ajker Rashifal 12 November 2025
মকর: আজ আপনার উন্নতি হবে। ব্যবসায় লাভ আসবে। সন্তানের ভবিষ্যতের জন্য বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। মন ভালো থাকবে। কাজে চাপ আপনার চিন্তা বাড়াতে পারে।
কুম্ভ: আজ কর্মজীবনে লাভবান হবেন। সাবধানতা অবলম্বন করবেন। জলবায়ু পরিবর্তনে শারীরিক সমস্যা হতে পারে। খাওয়া দাওয়া ভেবে চিন্তে করুন। তাড়াহুড়ো করবেননা। বুঝে অর্থ ব্যয় করুন।
মীন: আজ আপনার দিনটি লাভবান হবে। ব্যবসায় ঝুঁকি নিলে লাভবান হবেন। ধৈর্য্য ধরে কাজ করবেন। বুদ্ধির জোরে অর্থাগম হতে পারে। বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলে আপনি নিজেই উপকৃত হবেন।
আরও পড়ুন: জিও, এয়ারটেলের দিন শেষ! 5G পরিষেবা দিতে টেন্ডার ডাকলো BSNL সংস্থা