Ajker Rashifal 15 November: দৈনিক রাশিফল এমনই একটা গুরুত্বপুর্ণ বিষয় যা আপনার দিন কেমন যাবে তার সম্পর্কে ধারণা দিতে পারে। আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মী আজ পূজিত হন। আজ মা লক্ষ্মীর করা দৃষ্টিতে কোন কোন রাশির কপাল বদলে যাবে চলুন দেখে নিই:
Ajker Rashifal 15 November 2025

মেষ: আজ শরীরের ব্যথা ভোগাবে। বেশি পরিশ্রম করবেননা। পর্যাপ্ত বিশ্রাম নেবেন। বিনিয়োগের ভালো ফল পেতে পারেন। ব্যক্তিগত তথ্য ভাগ করে নেবেন না।
বৃষ: মানসিক দৃঢ়তা বজায় রাখুন। আজ অর্থাভাব আসতে পারে। আজ ভেবে চিন্তে টাকা ব্যয় করুন। জীবনে বড় পরিবর্তন আসবে। সন্ধ্যার পর ভালো খবর আসবে।
Read More: Jagadhatri: কেন সৃষ্টি হলেন জগদ্ধাত্রী! জানুন, দেবীর আবির্ভাবের ইতিহাস
Ajker Rashifal 15 November 2025
মিথুন: আজ অর্থ ব্যয় থেকে বিরত থাকুন। শরীর ভালো থাকবে। স্ত্রীর স্বাস্থ্যে অর্থব্যয় হতে পারে। সঞ্চয় না করলে সমস্যা বাড়বে।
কর্কট: আজ পরিশ্রম এবং পরিবারের সহায়তায় ভালো সময় আসবে। উন্নতির জন্য পরিশ্রম করে যেতে হবে। নতুন কিছু কেনার আগে পুরানো জিনিসের ব্যবহার শেষ করুন।
সিংহ: শরীর ভালো যাবেনা। সবার সাথে ভালো ব্যবহার করুন। অতিরিক্ত আয়ের ক্ষেত্রে বুদ্ধি ব্যবহার করুন। ব্যক্তিগত বিষয় গোপন রাখুন।
Read More: শ্রাবণ মাস কবে শুরু? সোমবার উপবাসের দিন-তারিখ ও গুরুত্ব জেনে নিন এখনই
Ajker Rashifal 15 November 2025
কন্যা: আজ এই রাশির আর্থিক উন্নতির দিন। সরকারি কাজে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। কাছের কারো অপ্রয়োজনীয় অর্থ ব্যয় আপনার মনে প্রভাব ফেলতে পারে। আজ বড় সাফল্য পাবেন। ব্যবসায় লাভ আসবে। সাবধানে গাড়ি চালাবেন।
তুলা: আজ কপাল প্রসন্ন থাকবে। আর্থিক উন্নতি হবে। বাড়িতে অতিথি আসবে। বিবাদে জড়াবেন না। সরকারি অর্থ সাহায্য পেতেও পারেন।
বৃশ্চিক: আজকের দিনটি আপনার ভালো যাবে। অর্থ আয় হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি। বেতন বাড়বে। বাড়ির কোনো প্রয়োজনে ব্যয় হবে বেশি।
Read More:উল্টোরথ উৎসবের পেছনে লুকিয়ে আছে গভীর রহস্য! জানুন পুরো ইতিহাস
Ajker Rashifal 15 November 2025
ধনু: আজ আর্থিক উন্নতির দিন। উপহার লাভের যোগ রয়েছে। কথা ভেবেচিন্তে বলতে হবে।
মকর: পরিবারের দায়িত্ব পালন করতে হবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। পুরানো বন্ধুর সাথে সাক্ষাৎ হবে। আজ অর্থাগম হবে।
কুম্ভ: আজ এই রাশি ধর্মীয় কাজে মন দেবে। আজ আইনি সমস্যায় জিতে যেতে পারেন। পরিবারের সাহায্য পাবেন। স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে। আজ ব্যয় কম করুন।
মীন: আজ পৈতৃক সম্পত্তি পেতে পারেন। বন্ধুর কাছে মূল্যবান উপহার লাভের যোগ রয়েছে। অপ্রত্যাশিত আয় হবে। ব্যবসায় লাভ হবে। বুঝে শুনে ব্যয় করুন।
Read More: শ্রাবণ মাস কবে শুরু? সোমবার উপবাসের দিন-তারিখ ও গুরুত্ব জেনে নিন এখনই