Ajker Rashifal 24 November: আজ রবিবার বৃষ রাশিতে শুক্রের আগমন হতে দেখা যাবে। সাথে থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র যোগের সিদ্ধি যোগ। এই শুভ সময় আজকের দিনটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আজ ভাগ্যের চাকা ঘুরে যাবে এই চার রাশির। জেনে নিন আজকের রাশিফল।
Ajker Rashifal 24 November 2025
মেষ: আজ দিনটি আপনার শুভ যাবে। ব্যবসায় লাভ হতে চলেছে। সহকর্মীদের সহায়তায় সময়ের কাজ সময়ে শেষ হবে! তর্ক এড়িয়ে চলুন। পরিবারে শান্তি থাকবে। আর্থিক উপার্জন হবে।
বৃষ: আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে। আর্থিক লাভ হবে। নতুন কিছু কেনাকাটি করতে পারেন। কথায় মাধুর্য থাকবে। স্বাস্থ্যের বিষয়ে নজর দিন।
মিথুন: আজ দিনটি আপনার শুভ যাবে। সন্তানদের থেকে সুখবর আসতে পারে। অভিভাবকরা পাশে থাকবে। ব্যবসায়ীরা ভালো ফল পাবেন। আর্থিক অবস্থা ভালো যাবে। মন ভালো থাকবে। পরিবারের সমস্যা মিটবে।
Read More: আসছে বাবা লোকনাথের তিরোধান দিবস! জেনে নিন পুজোর দিনক্ষণ এবং সঠিক নিয়ম
Ajker Rashifal 24 November 2025
কর্কট: আজকের দিনটি আপনার ভালো যাবে। মানসিক শান্তি থাকবে। যানবাহনে সাবধানতা জরুরি। স্বাস্থ্যের সমস্যা হতে পারে। হঠাৎ অর্থাগম হবে। প্রেম ভালো কাটবে।
সিংহ: কিছু ব্যবসায়ী লাভের মুখ দেখবেন। লাভ আসবে। উপার্জনের জন্য শুভ দিন। সরকারি চাকরি করা ব্যক্তিদের উপকার হবে। পরিবারের সমর্থন পাবেন। বিয়ের কথা চলতে পারে।
কন্যা: আজ যেকোনো পরিকল্পনা সফল হবে। সম্পত্তি নিয়ে সমস্যার শেষ হবে। সমাজে সম্মান বাড়বে। শিক্ষার্থীদের দিনটি শুভ। আর্থিক সফলতা আসবে। কাজে সম্মান বাড়বে।
Read More: বর্তমানে বাঙালির ক্যালেন্ডারের অন্যতম উৎসব জামাইষষ্ঠী, জানেন কেনো শুরু হয়েছিল এই রীতি?
Ajker Rashifal 24 November 2025
তুলা: আজ কর্মজীবনে উপকৃত হবেন। পরিশ্রম জারি থাকবে। কাজের সুযোগ আসতে পারে। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করুন। স্ত্রীর সাথে ঝগড়া এড়িয়ে চলুন। অন্ধবিশ্বাস করবেন না।
বৃশ্চিক: আজ আপনার পকেটে লক্ষ্মী ভর করবেন। কাজের জায়গায় কোনো কারণে মেজাজ বিগড়ে যেতে পারে। পুরানো বিনিয়োগের ভালো রিটার্ন পাবেন। সম্পত্তি নিয়ে সমস্যায় জড়িয়ে যেতে পারেন।
ধনু: আজ আপনার কপাল খুলে যাবে। অপ্রত্যাশিত টাকা উপার্জন হতে পারে। দাম্পত্য টানাপোড়েন তৈরি হতে পারে। মেডিটেশন করুন। দূরে ভ্রমণের যোগ রয়েছে।
Read More: জুনের শুরুতেই বড় ধাক্কা! ATM থেকে LPG, বদলে যাচ্ছে সব নিয়ম
Ajker Rashifal 24 November 2025
মকর: আজ মানসিক ও শারীরিক অবস্থা ভালো যাবে। সম্পত্তি কিনতে পারেন। কথা সংযত রাখতে হবে। আত্মবিশ্বাসে পূর্ণ থাকুন। সহকর্মীদের সাথে বিবাদে জড়াবেন না। ভালো অর্থ উপার্জন হতে পারে।
কুম্ভ: আজ আপনার লোক্ষীলাভ হতে পারে। পরিবারে সুখ শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো যাবে। পরিবারে সুখ শান্তি থাকবে। কাজে উন্নতি হবে।
মীন: আজ এই রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে উপার্জনের পথ পাবেন। আজ পরিশ্রমের ফল পাবেন। প্রেমের সম্পর্কে বেশি কথা বলবেন না। দিনটি ভালো যাবে। পরিবারে ভালো সময় যাবে। স্ত্রীর সাথে তৃতীয় ব্যক্তির প্রভাবে ঝগড়া হতে পারে।
Read More: Old 5 Rupee Note: পুরোনো ৫ টাকার নোট রয়েছে? তবে আপনিও হতে পারেন কোটিপতি! জানুন বিস্তারিত
Ajker Rashifal 24 November 2025
আরও পড়ুন: Ajker Rashifal 23 November: শনি দেবের আশীর্বাদে বদলে যাবে ভাগ্য! জেনে নিন আজ কি আছে আপনার কপালে





