Ekchokho.com 🇮🇳

Ajker Rasifal 25 November: সোমবারে মহাদেবের আশীর্বাদে এই ৭ রাশির ভাগ্য বদলে যাবে! জানুন আজকের রাশিফল

Ajker Rasifal 25 November: আজ ২৫ শে নভেম্বর সোমবার! আর সোমবার মানেই মহাদেবের আরাধনার দিন। আজ মহাদেবের আশীর্বাদে ৭ রাশির সাফল্যে মোড়া জীবন আসতে চলেছে। আজ মহাদেবের কৃপায় পরিবারের স্বাস্থ্য ও সম্পদ বৃদ্ধি করবে। চলুন জেনে নিই আজকের রাশিফল। মেষ: আজ মন কিছুটা অস্থির থাকবে। নিজেকে সংযত করতে হবে। রাগের ...

Published on:

Rashifal

Ajker Rasifal 25 November: আজ ২৫ শে নভেম্বর সোমবার! আর সোমবার মানেই মহাদেবের আরাধনার দিন। আজ মহাদেবের আশীর্বাদে ৭ রাশির সাফল্যে মোড়া জীবন আসতে চলেছে। আজ মহাদেবের কৃপায় পরিবারের স্বাস্থ্য ও সম্পদ বৃদ্ধি করবে। চলুন জেনে নিই আজকের রাশিফল।

মেষ: আজ মন কিছুটা অস্থির থাকবে। নিজেকে সংযত করতে হবে। রাগের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। আবেগ আজ নিয়ন্ত্রণ করতে হবে। কাজে ভালো ফল পাবেন। উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে হতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বৃষ: আজ মন খুশি থাকবে। পড়াশুনোর মন বসবে। বুদ্ধি ভিত্তিক কাজে আয় আসবে। ব্যবসা ভালো যাবেনা। স্বাস্থ্য ভালো থাকবে।

মিথুন: আজ আপনি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। মনে উত্থান পতন হবে। ব্যবসায় টাকা পয়সা জনিত কাজ সতর্ক হয়ে করুন। চাকরিতে পরিবর্তন হতে পারে। উন্নয়নের সুযোগ আসবে।

কর্কট: আজ আত্মবিশ্বাস কম থাকবে। মন অশান্ত থাকবে। ব্যবসায় মন্দা যাবে। বন্ধুর সহায়তায় বাইরে কোথাও যাওয়া হতে পারে।

সিংহ: সিংহ রাশির জাতকদের কথায় মধুরতা বজায় থাকবে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। চাকরিতে অগ্রগতির সুযোগ পাবেন। আয় বৃদ্ধি পাবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা: আজ আত্মবিশ্বাস ভরা থাকবে আপনার মধ্যে। তবে কোনো বিষয় নিয়ে চিন্তা থাকবে। একাডেমিক কাজে মন দিতে হবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।

তুলা: আজ মন অশান্ত থাকবে। শান্ত থাকতে হবে। ব্যবসায় মন্দা থাকবে। তবে বন্ধুদের সহায়তায় ব্যবসায় উন্নতি হবে। আজ বড়দের থেকে আর্থিক সাহায্য পাবেন।

বৃশ্চিক: আজ জীবনে চড়াই উৎরাই থাকবে। আপনার একগুঁয়ে মনোভাবের জন্য সবার কাছে চক্ষুশূল হতে পারেন। মাইগ্রেইনের সমস্যা ভোগাতে পারে। আজ সম্পদ বৃদ্ধি হতে পারে। তবে সফলতা আসবে।

ধনু: আজ আপনার কেরিয়ারে দারুন গ্রোথ আসবে। তবে দিনটি মিশ্র যেতে চলেছে। সাফল্য পেতে আরও পরিশ্রম করতে হবে। পারিবারিক জীবন ঠিক করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। প্রেম ভাগ্য ভালো।

মকর: আজ সম্মান পাবেন। সকলের আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকবেন। আজ আপনার অর্থ ভাগ্য ভালো যাবে। ভালো কাজের সুযোগ আসতে পারে। বাড়িতে শান্তি থাকবে। ব্যবসায় লাভ হবে। ভাগ্য আপনার সাথে থাকবে।

কুম্ভ: আজ সব দিক দিয়ে আপনি উপকৃত হবেন। রাগ নিয়ন্ত্রণ করতে হবে। বাইরের ঝামেলায় মন খারাপ হতে পারে। ব্যবসা বৃদ্ধি পেতে চলেছে। ভাগ্য ভালো যাবে।

মীন: ব্যবসায়ীদের জন্য বিশেষ দিন হতে চলেছে। আজ ব্যবসায় সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে ভালো খ্যাতি অর্জন হবে। আপনি আপনার কাজে সিরিয়াস থাকলে উন্নতি হবেই।

আরও পড়ুন: Ajker Rashifal 24 November: আজ ২৪ শে নভেম্বর রবিবার সিদ্ধি যোগে ভাগ্যের চাকা ঘুরবে এই চার রাশির, জানুন আজকের রাশিফল