বাংলায় রেলের দারুণ চমক! উত্তরবঙ্গের জন্য ঘোষণা হল ৩টি নতুন রুট

কলকাতা: এবারে রাজ্যের সাধারণ রেল যাত্রীদের জন্য রেল কর্তৃপক্ষের তরফ থেকে রইল দারুণ সুখবর। এবার রাজ্যে শুরু হচ্ছে আরও তিনটি রুটে রেললাইন প্রকল্পের কাজ (Railway Project)। নতুন করে DPR তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। গত শুক্রবার সংসদে দাঁড়িয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এমনিতে এখনো পর্যন্ত এই দুটি রেল ...

Published on:

Railway Project

কলকাতা: এবারে রাজ্যের সাধারণ রেল যাত্রীদের জন্য রেল কর্তৃপক্ষের তরফ থেকে রইল দারুণ সুখবর। এবার রাজ্যে শুরু হচ্ছে আরও তিনটি রুটে রেললাইন প্রকল্পের কাজ (Railway Project)। নতুন করে DPR তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। গত শুক্রবার সংসদে দাঁড়িয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এমনিতে এখনো পর্যন্ত এই দুটি রেল প্রকল্প অনুমোদিত হয়েছে। তবে এবার পালা আরও তিনটি প্রকল্প চালু হতে চলেছে। মূলত আগামী দিনে যাতে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে কোন কোন রুটে কাজ হবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্রের নজরে বাংলার ৩টি রেল রুট

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা (Railway Project) আরও উন্নত করার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল মন্ত্রক। এহেন পরিস্থিতিতে মালদহ টাউন – কুমেদপুর, কুমেদপুর-আলুয়াবাড়ি এবং ঠাকুরগঞ্জ-শিলিগুড়ি, এই তিনটি রুটে রেললাইন প্রকল্পের ডিপিআর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এমনিতে পশ্চিমবঙ্গ সরকারের জন্য রাজ্যের বহু রেল প্রকল্প আটকে রয়েছে বহুদিন ধরে। এমনটাই দাবি করেছেন রবিবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি জমির প্রাপ্যতার সমস্যার কারণে রেলওয়ে পশ্চিমবঙ্গে ৬০টিরও বেশি প্রকল্প সম্পন্ন এবং চালু করতে পারছে না। তিনি পশ্চিমবঙ্গ সরকারকে ব্যস্ত শিয়ালদহ রেলওয়ে স্টেশনকে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি শিয়ালদহ টার্মিনাল স্টেশনে পরিবর্তনের সুপারিশ করার পরামর্শও দিয়েছেন এবং বলেছেন যে কেন্দ্র এই প্রস্তাবের জন্য তার অনুমোদন দেবে। শুক্রবার সংসদে তৃণমূলের তরফে মৌসুম নূর অশ্বিনী বৈষ্ণবকে কিছু প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী যা জানান তা শুনে চমকে যান সকলেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রেলমন্ত্রীকে প্রশ্ন তৃণমূলের

বাংলার রেল প্রকল্প (Railway Project) নিয়ে এবারে লিখিত প্রশ্ন করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য মৌসম নূর। তারই লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নিউ জলপাইগুড়ি-কলকাতা করিডরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ইতিমধ্যেই দু’টি রেল প্রকল্প অনুমোদিত হয়েছে। সেগুলি হল, আলুয়াবাড়ি-নিউ জলপাইগুড়ি থার্ড এবং ফোর্থ লাইন (৫৭ কিলোমিটার), আলুয়াবাড়ি-ঠাকুরগঞ্জ ডাবলিং (২০ কিলোমিটার)। এই প্রসঙ্গেই রেলমন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে আরও তিনটি রুটে ডিপিআর তৈরি করতে সমীক্ষার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

অবশ্যই দেখবেন: পুজোর আগে কি সুখবর? বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর!

এর মধ্যে ৬১ কিলোমিটার দীর্ঘ মালদহ টাউন-কুমেদপুর রুটে তৈরি হবে থার্ড এবং ফোর্থ লাইন। ১১৬ কিলোমিটার দীর্ঘ কুমেদপুর-আলুয়াবাড়ি রুটেও তৈরি হবে থার্ড এবং ফোর্থ লাইন। অন্যদিকে, ৫৭ কিলোমিটার দীর্ঘ ঠাকুরগঞ্জ-শিলিগুড়ি রুটে হবে ডাবলিংয়ের কাজ। অর্থাৎ, উত্তর বাংলায় আরও ২৩৪ কিলোমিটার অংশে রেললাইন পাতার জন্য বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজে হাত দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

অবশ্যই দেখবেন: বাংলাদেশে ইলিশ ২৬০০ টাকা কেজি! কিন্তু পশ্চিমবঙ্গে দাম কম, জানুন কারণ