Bank Holiday List 2025: এপ্রিল মাসে ১৪ দিন ব্যাংক বন্ধ! আগেই জেনে নিন ব্যাংকের ছুটির তালিকা

Bank Holiday List 2025: ব্যাংক (Bank) আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ছোট-বড় সব ধরনের লেনদেনের জন্য আমাদের ব্যাংকের ওপর নির্ভর করতে হয়। কিন্তু যদি হঠাৎ করেই ব্যাংকে গিয়ে দেখেন, ব্যাংক বন্ধ! তখন বিপাকে পড়তে পারেন। তাই আগে থেকেই ব্যাংকের ছুটির তালিকা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। WhatsApp Group Join Now Telegram ...

Updated on:

Bank Holiday

Bank Holiday List 2025: ব্যাংক (Bank) আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ছোট-বড় সব ধরনের লেনদেনের জন্য আমাদের ব্যাংকের ওপর নির্ভর করতে হয়। কিন্তু যদি হঠাৎ করেই ব্যাংকে গিয়ে দেখেন, ব্যাংক বন্ধ! তখন বিপাকে পড়তে পারেন। তাই আগে থেকেই ব্যাংকের ছুটির তালিকা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অবাক হবেন শুনে, ২০২৫ সালের এপ্রিল মাসে মোট ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে! এর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি এবং বিভিন্ন রাজ্যের আঞ্চলিক উৎসবের ছুটি। তাহলে এপ্রিল মাসে কবে কবে ব্যাংক বন্ধ থাকবে এবং কবে লেনদেন করা যাবে না? আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এপ্রিল মাসে কেন ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে?

প্রথমত, ১লা এপ্রিল, ২০২৫ ব্যাংকের বার্ষিক হিসাবনিকাশের দিন হওয়ায় সারা দেশে সমস্ত ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে। এই দিন থেকেই ব্যাংকের নতুন অর্থবছর শুরু হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এছাড়া, বিভিন্ন ধর্মীয় ও আঞ্চলিক উৎসব, সরকারি ছুটি এবং সাপ্তাহিক বন্ধের কারণে এপ্রিল মাসে আরও ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে, এতে দুশ্চিন্তার কিছু নেই, কারণ এই সময়েও ATM, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা স্বাভাবিক থাকবে

এপ্রিল ২০২৫: ব্যাংকের ছুটির তালিকা (Bank Holiday List 2025)

আপনি যদি এপ্রিল মাসে কোনো গুরুত্বপূর্ণ ব্যাংক লেনদেনের পরিকল্পনা করে থাকেন, তাহলে নিচের ছুটির তালিকা দেখে নিন—

সর্বভারতীয় ব্যাংক ছুটির তালিকা

📌 ১লা এপ্রিল (মঙ্গলবার) – বার্ষিক হিসাবনিকাশের জন্য ব্যাংক বন্ধ (Bank Annual Closing Day)।

📌 ৬ই এপ্রিল (রবিবার) – সাপ্তাহিক ছুটি + রামনবমী উপলক্ষে ব্যাংক বন্ধ।

📌 ১০ই এপ্রিল (বৃহস্পতিবার) – মহাবীর জয়ন্তী উপলক্ষে সরকারি ছুটি।

📌 ১২ই এপ্রিল (শনিবার) – দ্বিতীয় শনিবার, ব্যাংক বন্ধ।

📌 ১৩ই এপ্রিল (রবিবার) – সাপ্তাহিক ছুটি, ব্যাংক বন্ধ।

📌 ১৪ই এপ্রিল (সোমবার) – ড. বি. আর. আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে ছুটি।

📌 ১৮ই এপ্রিল (শুক্রবার) – গুড ফ্রাইডে উপলক্ষে ব্যাংক বন্ধ।

📌 ২০শে এপ্রিল (রবিবার) – সাপ্তাহিক ছুটি।

📌 ২৬শে এপ্রিল (শনিবার) – চতুর্থ শনিবার, ব্যাংক বন্ধ।

📌 ২৭শে এপ্রিল (রবিবার) – সাপ্তাহিক ছুটি।

আঞ্চলিক উৎসবের কারণে নির্দিষ্ট অঞ্চলে ব্যাংক ছুটি

📌 ১৫ই এপ্রিল (সোমবার) – পয়লা বৈশাখ উপলক্ষে কলকাতা, আগরতলা, গুয়াহাটি, ইটানগর, সিমলা-তে ব্যাংক বন্ধ।

📌 ১৬ই এপ্রিল (মঙ্গলবার) – বোহাগ বিহু উপলক্ষে গুয়াহাটি-তে ব্যাংক বন্ধ।

📌 ১৯শে এপ্রিল (মঙ্গলবার) – ভগবান শ্রী পরশুরামের জন্মজয়ন্তী উপলক্ষে কিছু রাজ্যে ব্যাংক বন্ধ।

📌 ২১শে এপ্রিল (সোমবার) – গড়িয়া পূজা উপলক্ষে আগরতলা-তে ব্যাংক বন্ধ।

📌 ৩০শে এপ্রিল (বুধবার) – অক্ষয় তৃতীয়া উপলক্ষে ব্যাঙ্গালুরু-তে ব্যাংক বন্ধ।

আপনার শহরে ব্যাংক বন্ধ থাকবে কিনা কীভাবে জানবেন?

উল্লেখ্য, এই ছুটিগুলো সারা দেশে প্রযোজ্য নয়। কিছু ছুটি নির্দিষ্ট রাজ্যের জন্য প্রযোজ্য হতে পারে। তাই ব্যাংকে যাওয়ার আগে নিজের শহরের ব্যাংকের ছুটির তালিকা দেখে নেওয়া উচিত

আরও পড়ুন: Top 10 Beautiful Places to Visit in Sikkim: গরমকালে প্রিয়জনের সঙ্গে রোমান্টিক সময় কাটাতে গ্যাংটকের এই ১০টি স্থান ঘুরে আসুন

ব্যাংকের ছুটির তথ্য জানার সহজ উপায়:
✔️ RBI-এর অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন (www.rbi.org.in)।
✔️ নিজের ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে জেনে নিন
✔️ নিজের শহরের স্থানীয় ব্যাংক শাখার নোটিস বোর্ডে ছুটির তালিকা চেক করুন

এপ্রিল মাসে মোট ১৪ দিন ব্যাংক বন্ধ থাকার কারণে আপনার গুরুত্বপূর্ণ লেনদেনের পরিকল্পনা আগে থেকেই করে রাখা বুদ্ধিমানের কাজ। তবে, ATM, মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ট্রানজ্যাকশন পরিষেবা চালু থাকবে বলে চিন্তার কিছু নেই। ব্যাংকে যাওয়ার আগে আপনার নিজের শহরের ছুটির তালিকা অবশ্যই চেক করে নিন

আরও পড়ুন: Jayrambati Station Trial Run: ২৫ বছরের প্রতীক্ষার অবসান! জয়রামবাটিতে প্রথম ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বাস স্থানীয়দের