Bank Holidays: এপ্রিল থেকে ব্যাংকের সময় বদল? সপ্তাহে মাত্র ৫ দিন খোলা থাকবে, জানুন বিস্তারিত!

Bank Holidays: ব্যাংকে (Bank) গিয়ে প্রয়োজনীয় কাজ করতে গিয়ে লম্বা লাইন, কাজের চাপ এবং ছুটির দিন নিয়ে সাধারণ মানুষের একাধিক অভিযোগ লেগেই থাকে। বিশেষত, যাঁরা চাকরিজীবী, তাঁদের কাছে ব্যাংকের ছুটির দিন (Bank Holidays) মানেই বাড়তি অসুবিধা। এর মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে এবার থেকে ব্যাংক শুধুমাত্র সপ্তাহে ৫ ...

Updated on:

Bank Holidays: ব্যাংকে (Bank) গিয়ে প্রয়োজনীয় কাজ করতে গিয়ে লম্বা লাইন, কাজের চাপ এবং ছুটির দিন নিয়ে সাধারণ মানুষের একাধিক অভিযোগ লেগেই থাকে। বিশেষত, যাঁরা চাকরিজীবী, তাঁদের কাছে ব্যাংকের ছুটির দিন (Bank Holidays) মানেই বাড়তি অসুবিধা। এর মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে এবার থেকে ব্যাংক শুধুমাত্র সপ্তাহে ৫ দিন খোলা থাকবে! অর্থাৎ শনিবার আর ব্যাংক বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই এই খবর শুনে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সত্যিই কি ব্যাংকিং পরিষেবায় (Banking Service) এত বড় বদল আসতে চলেছে?

বিগত কয়েক মাস ধরেই ব্যাংক কর্মীদের একাধিক দাবি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যাংকিং ক্ষেত্র। কর্মসংস্থান বৃদ্ধি, চাকরির স্থায়িত্ব ও কাজের সময় নির্দিষ্ট করার দাবি তুলেছে ব্যাংক কর্মী সংগঠনগুলি। এরই মধ্যে সপ্তাহে ৫ দিন ব্যাংক খোলার সিদ্ধান্ত নিয়ে চর্চা তুঙ্গে। তাহলে কি এবার থেকে শুধুমাত্র সোমবার থেকে শুক্রবারই ব্যাংকিং কাজকর্ম চলবে? নাকি এটি শুধুই গুজব?

সোশ্যাল মিডিয়ার ভাইরাল পোস্ট কতটা সত্যি?

সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিদিন বিভিন্ন খবর ছড়িয়ে পড়ে, যার মধ্যে অনেক সময় বিভ্রান্তিকর তথ্যও থাকে। সম্প্রতি ভাইরাল হওয়া এক পোস্টে দাবি করা হয়, এপ্রিল মাস থেকেই ব্যাংকের নতুন নিয়ম কার্যকর হচ্ছে এবং এখন থেকে শুধুমাত্র ৫ দিন ব্যাংক খোলা থাকবে। তবে এই তথ্যের সত্যতা যাচাই করে PIB Fact Check স্পষ্ট জানিয়েছে, ভারত সরকার (Government of India) বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও ঘোষণা করেনি। অর্থাৎ, ভাইরাল হওয়া খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

সরকারি ঘোষণা ছাড়া এমন কোনও নিয়ম কার্যকর হতে পারে না। PIB-এর তরফে জানানো হয়েছে, এই ধরনের ভুল তথ্য প্রচার করা বন্ধ করা উচিত এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হয়েছে। ফলে যারা মনে করছিলেন এপ্রিল থেকে ব্যাংকের সময়সূচি বদলাচ্ছে, তাঁদের জন্য এটি শুধুই গুজব।

ব্যাংক ধর্মঘট নিয়ে কী বলছে কর্মী সংগঠনগুলি?

এদিকে, ব্যাংক কর্মীরা দীর্ঘদিন ধরে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। United Forum of Bank Unions (UFBU)-এর তরফে জানানো হয়েছে, তারা মূলত তিনটি প্রধান দাবিতে আন্দোলন করছে—

  1. পর্যাপ্ত কর্মী নিয়োগ (Recruitment in Banks): ব্যাংকে ক্রমশ কর্মী সংখ্যা কমছে, যার ফলে পরিষেবার মানের উপর প্রভাব পড়ছে।
  1. অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ (Regularization of Contract Employees): বহু ব্যাংকে অস্থায়ী কর্মীরা কাজ করছেন, যাঁদের স্থায়ী চাকরি দরকার।
  1. সপ্তাহে ৫ দিনের কর্মদিবস (5 Days Banking Week): কর্মীদের চাপ কমানোর জন্য সপ্তাহে ৫ দিনের কাজের ব্যবস্থা করা হোক।

এই দাবিগুলিকে সমর্থন জানিয়ে UFBU-র পাশাপাশি আরও ৯টি ব্যাংক সংগঠন ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। তবে সম্প্রতি জানা যাচ্ছে, আপাতত এই ধর্মঘট স্থগিত রাখা হয়েছে এবং এপ্রিলের তৃতীয় সপ্তাহে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যাংক ধর্মঘট হলে কী প্রভাব পড়তে পারে?

এই মাসের ২৪ এবং ২৫ তারিখ ব্যাংক ধর্মঘটের (Bank Strike) ঘোষণা করা হয়েছিল, যার ফলে একটানা ৪ দিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকার আশঙ্কা ছিল। মার্চ মাস আর্থিক বছরের শেষ হওয়ায় এই সময় ব্যাংক পরিষেবা বন্ধ থাকলে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ গ্রাহকদেরও চরম সমস্যায় পড়তে হতো। তবে আপাতত ধর্মঘট স্থগিত রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

যদি ভবিষ্যতে ব্যাংক কর্মীদের দাবিগুলি মেনে নেওয়া হয়, তাহলে বড় পরিবর্তন আসতে পারে ব্যাংকিং পরিষেবায়। বিশেষ করে সপ্তাহে ৫ দিনের ব্যাংকিং (5 Days Banking) কার্যকর হলে সাধারণ মানুষের জন্য সুবিধা যেমন বাড়বে, তেমনই কর্মীদের কাজের চাপও কমবে। এখন দেখার বিষয়, এপ্রিলের বৈঠকে সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়!

আরও পড়ুন। UPI New Rules: ১লা এপিল থেকে বন্ধ হতে পারে UPI পরিষেবা; কোন নম্বরগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়ম? জানুন বিস্তারিত

WhatsApp Icon