Bank Strike: ২৪-২৫ মার্চ ব্যাংক বন্ধ! ধর্মঘটের ঘোষণায় আতঙ্ক, শেষ মুহূর্তে কী সিদ্ধান্ত নিল কেন্দ্র?

Bank Strike: ব্যাংকের কাজকর্ম নিয়ে অনিশ্চয়তা সবসময়ই সাধারণ মানুষের মধ্যে একধরনের দুশ্চিন্তার সৃষ্টি করে। বিশেষ করে মাসের শেষে যখন লেনদেনের চাপ থাকে বেশি, তখন হঠাৎ ব্যাংক ধর্মঘট (Bank Strike) বা ছুটির খবরে অনেকেই সমস্যায় পড়েন। মার্চ মাসের শেষ দিকে হওয়ায়, কর সংক্রান্ত বিভিন্ন লেনদেন, বিল পেমেন্ট (Bill Payment), বেতন (Salary) ...

Updated on:

Bank Holidays in India September 2025

Bank Strike: ব্যাংকের কাজকর্ম নিয়ে অনিশ্চয়তা সবসময়ই সাধারণ মানুষের মধ্যে একধরনের দুশ্চিন্তার সৃষ্টি করে। বিশেষ করে মাসের শেষে যখন লেনদেনের চাপ থাকে বেশি, তখন হঠাৎ ব্যাংক ধর্মঘট (Bank Strike) বা ছুটির খবরে অনেকেই সমস্যায় পড়েন। মার্চ মাসের শেষ দিকে হওয়ায়, কর সংক্রান্ত বিভিন্ন লেনদেন, বিল পেমেন্ট (Bill Payment), বেতন (Salary) ও অন্যান্য গুরুত্বপূর্ণ লেনদেনের বিষয় সামনে আসে। তাই ২৪ এবং ২৫ মার্চ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট থাকবে কি না, এই প্রশ্ন ঘিরে অনেকেই দোটানায় ছিলেন।

ব্যাংক ধর্মঘটের মূল কারণ কী?

সম্প্রতি, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস (UFBU) এক দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়। মূলত পাঁচ দিনের কর্মসপ্তাহ (Five-Day Work Week) চালুর দাবি, কর্মসংস্থান নিরাপত্তা (Job Security) এবং কর্মীদের জন্য প্রণোদনা সংক্রান্ত (Performance-Linked Incentives) বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেই এই ধর্মঘটের পরিকল্পনা করা হয়েছিল। UFBU-র অন্তর্ভুক্ত অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA), অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন (AIBOC) সহ অন্যান্য ব্যাংক ইউনিয়নগুলো বেশ কিছুদিন ধরেই এই দাবিগুলি নিয়ে আন্দোলন করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে ২৪ ও ২৫ মার্চ ধর্মঘটের ঘোষণা করা হয়, যা নিয়ে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: Post Office MIS Scheme: পোস্ট অফিসের এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট খুললে প্রতি মাসে মিলবে ১০ হাজার টাকা; জানুন কিভাবে

শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল, ধর্মঘট স্থগিত

তবে বড় খবর হলো, শেষ মুহূর্তে ব্যাংক ইউনিয়নগুলোর সঙ্গে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন (IBA) ও অর্থ মন্ত্রণালয়ের বৈঠকের পর এই ধর্মঘট স্থগিত করা হয়েছে। প্রধান শ্রম কমিশনারের (Chief Labour Commissioner) উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে আইবিএ এবং কেন্দ্রীয় সরকার আশ্বাস দেয় যে ব্যাংক কর্মীদের পাঁচ দিনের কর্মসপ্তাহ নিয়ে আলোচনা করা হবে এবং অন্যান্য দাবিগুলোও বিবেচনা করা হবে। সেই কারণেই, আপাতত ২৪ ও ২৫ মার্চ দেশব্যাপী ব্যাংক ধর্মঘট হচ্ছে না।

কবে হবে পরবর্তী আলোচনা?

পিটিআই-এর (PTI) রিপোর্ট অনুযায়ী, পরবর্তী শুনানি আগামী ২২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এই বৈঠকে আইবিএকে ইউনিয়নগুলোর দাবির অগ্রগতি সম্পর্কে রিপোর্ট জমা দিতে হবে। এর মানে, পাঁচ দিনের ব্যাংকিং ব্যবস্থা কার্যকর হবে কি না, তা জানতে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এখনই চিন্তার কিছু নেই, স্বাভাবিক থাকবে ব্যাংক পরিষেবা

যদিও ধর্মঘট বাতিল হয়েছে, কিন্তু ভবিষ্যতে ব্যাংক কর্মীদের দাবির বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে ২৪ ও ২৫ মার্চ ব্যাংক স্বাভাবিকভাবেই খোলা থাকবে। তাছাড়া, ব্যাংক ছুটি থাকলেও অনলাইন ব্যাংকিং (Online Banking), এটিএম (ATM), মোবাইল ব্যাংকিং (Mobile Banking) পরিষেবা সচল থাকে, তাই লেনদেনের ক্ষেত্রে বড় সমস্যা হওয়ার আশঙ্কা নেই। গ্রাহকদের সুবিধার্থে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) প্রতি বছর তাদের ওয়েবসাইটে (Website) সরকারি ছুটির তালিকা প্রকাশ করে, যা দেখে নির্দিষ্ট ব্যাংকের ছুটির তথ্য জানা সম্ভব।

আরও পড়ুন: Ration Card: ভারতে রেশন কার্ডের ধরন ও সুবিধা! জেনে নিন সম্পূর্ণ তথ্য!

WhatsApp Icon