ফের নক্ষত্রপতন বাংলা বিনোদন জগতে। না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর। বহুদিন মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল একাধিক বার্ধক্যজনিত সমস্যাও। গত ছয় মাস শয্যাশায়ী ছিলেন তিনি। মঙ্গলবার রাত ১০ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী।
স্টার জলসার গীতা এলএলবি ধারাবাহিকে শেষবারের মতো দেখা গিয়েছিল তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হলে ধারাবাহিক থেকে সরে আসতে বাধ্য হন তিনি। তবে সকল সহ অভিনেতার সঙ্গেই যোগাযোগ ছিল তাঁর। বাড়ির পরিচারিকার সঙ্গেই থাকতেন তিনি। আপাতত বাড়িতেই রাখা রয়েছে অভিনেত্রীর দেহ। অপেক্ষা করা হচ্ছে তাঁর মেয়ের জন্য। মৃত্যুর খবর দেওয়া হয়েছে আর্টিস্ট ফোরামেও।।
গীতা এলএলবি’- ধারাবাহিকে শুটিং-এর সময়েই তিনি জানিয়েছিলেন, অসুস্থতা নিয়ে শুটিং-এ আসতেন। তবে সেটের সকল আর্টিস্টই তাঁর সঙ্গে সহযোগিতা করতেন। জানা গিয়েছে, মাসে ২০ হাজার টাকার ওষুধ খেতেন অভিনেত্রী। এছাড়া ইনজেকশনে খরচ হত ৪৫ হাজার টাকা। এই অসুস্থতা নিয়েই দমদম থেকে সোনারপুরে শুটিং সেটে যেতেন অভিনেত্রী।
গীতা এলএলবি ধারাবাহিকে তাঁর সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় এক বিশ্বস্ত সংবাদ মাধ্যমকে জানান, ‘মঙ্গলবার রাত ১০টা নাগাদ ওঁর মৃত্যুর খবর পাই। আমি শুটিং সেটে থাকাকালীন খবরটা পাই। মনটা খুব ভারী। তবে আমরা সকলেই মনে করছি, তিনি মুক্তি পেয়েছেন। কারণ শেষদিকে খুব কষ্ট পাচ্ছিলেন মানুষটা।’
প্রায় ৭০ বছর অভিনয় জগতের নিজের আধিপত্য বজায় রেখেছিলেন বাসন্তী দেবী। উত্তমকুমার, ছবি বিশ্বাস, সুচিত্রা সেনের সঙ্গেও কাজ করেছিলেন তিনি। জানা গিয়েছে, পেটের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। অচল ছিল একটি কিডনিও। ২০২৫ সালের শুরুর দিকে তিনি ‘গীতা এলএলবি’-র সেটে ফিরেছিলেন এব ধারবাহিকের এক বছরের উদ্যাপনেও অংশগ্রহণ করেছিলেন। যদিও এর পরে তাঁর পাঁজর ভেঙে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর থেকেই মূলত সেটের সঙ্গে দূরত্ব শুরু হয় তাঁর।
চলতি বছরের এপ্রিল মাসে এক বিশ্বস্ত সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘ইন্ডাস্ট্রিতে যখন পা রেখেছি তখন আমার পনেরোর কাছাকাছি বয়স। প্রায় সত্তর বছর হয়ে গেল। কত যে স্মৃতি।’ প্রথমে নাচের গ্রুপে বিভিন্ন অনুষ্ঠান করতেন অভিনেত্রী। পরে ধীরে ধীরে থিয়েটারের মঞ্চ থেকে সিনেমা, সিরিয়াল, টলিপাড়ায় নিজের জায়গা তৈরি করে নেন অভিনেত্রী। বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুতে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।
অবশ্যই দেখবেন: জন্মাষ্টমীতে ঘরে রাখুন ময়ূরের পালক, বদলে যাবে ভাগ্য! জানুন সঠিক জায়গা
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |