Ekchokho.com 🇮🇳

Best Post Office Scheme: এইবার শুধু সুদেই পাওয়া যাবে ২ লাখ টাকা, ধামাকাদার স্কিম দিচ্ছে পোস্ট অফিস !!

Best Post Office Scheme: আজকাল এমন দিন এসেছে যে সকলেই সঞ্চয়ের পথ অবলম্বন করতে চায়। এর জন্য সাধারণ মানুষ সবসময় ভালো স্কিমের সন্ধান করে থাকেন। এছাড়াও বিনিয়োগ বা সঞ্চয়ের ক্ষেত্রে নিরাপত্তাও একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আর সেই জন্যই আজ আলোচনা করব ভারতীয় পোস্ট অফিসের নতুন একটি স্কিম (Best ...

Published on:

Best Post Office Scheme

Best Post Office Scheme: আজকাল এমন দিন এসেছে যে সকলেই সঞ্চয়ের পথ অবলম্বন করতে চায়। এর জন্য সাধারণ মানুষ সবসময় ভালো স্কিমের সন্ধান করে থাকেন। এছাড়াও বিনিয়োগ বা সঞ্চয়ের ক্ষেত্রে নিরাপত্তাও একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আর সেই জন্যই আজ আলোচনা করব ভারতীয় পোস্ট অফিসের নতুন একটি স্কিম (Best Post Office Scheme) নিয়ে যেখানে শুধু মাত্র সুদের টাকাতেই বাজিমাত করতে পারবেন আপনিও। আজ আলোচনা করব পোস্ট অফিসের টাইম ডিপজিট স্কিম (Best Post Office Scheme) নিয়ে। যেখানে মাত্র ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলেই সুদ হিসেবে ২ লক্ষ টাকা উপভোগ করার সুযোগ পাবেন। চলুন বিশদে জেনে নিই।

কেনো বিনিয়োগের জন্য পোস্ট অফিসের এই স্কিমটি বেছে নেবেন:

১. নিরাপত্তা: সরাসরি ভারতীয় সরকারের অধীনস্থ হওয়ায় আর্থিক নিরাপত্তা থাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২. মোটা রিটার্ন

৩. ৮০(সি) ধারা অনুযায়ী কর ছাড় পাওয়া যায়।

৪. এছাড়াও নিজের পছন্দ মতো সময়সীমা ধরেবিনিয়োগ করা যায়।

সুদের পরিমাণ:

জানা যাচ্ছে ১ বছরের জন্য বিনিয়োগ করার ক্ষেত্রে পোস্ট অফিসের এই স্কিমে (Best Post Office Scheme) ৬.৬৯ শতাংশ সুদ দেওয়া হয়। ২ বা ৩ বছরের বিনিয়োগে ৭ শতাংশ, ৫ বছরের জন্য ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ দীর্ঘমেয়াদি বিনিয়োগে বেশি রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা।

কীভাবে ২ লক্ষ টাকার সুদ পাবেন?

এক্ষেত্রে ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকার বিনিয়োগ করলে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়।এরপর রিটার্ন পাওয়া যায় পাঁচ বছরে ৭,২৪,৯৭৪ টাকা। অর্থাৎ সুদের পরিমাণ দাঁড়ায় ২,২৪,৯৭৪ টাকা। দ্রুত আর্থিক নিরাপত্তার সাথে পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম (Best Post Office Scheme) মুনাফা দিতে পারে।

একাউন্ট খোলার নিয়ম:

পোস্ট অফিসের এই স্কিমে (Best Post Office Scheme) বিনিয়োগ করার জন্য গ্রাহককে প্রথমে পোস্ট অফিসে একটি একাউন্ট খুলতে হবে। এক্ষেত্রে পোস্ট অফিসে গিয়ে ১০০০ টাকা দিয়ে একাউন্ট খোলা যায়। এছাড়াও ১০ বছর বা তার বেশি বয়সী অপ্রাপ্ত বয়স্কদের জন্য তাদের অভিভাবকরা একাউন্ট খুলতে পারবেন। এছাড়াও অনলাইন বা অফলাইনে সুদের পরিমানের উপর নজর রাখা যাবে।

অবশ্যই পড়ুন। LPG subsidy : ব্যাংকে ঢুকছে তো গ্যাস ভর্তুকির টাকা; এবার জানবেন বাড়িতে বসেই