Bharat Taxi: ভারতে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি পরিষেবা নিয়ে মানুষের অভিজ্ঞতা খুব একটা নতুন নয়। দীর্ঘদিন ধরেই ওলা আর উবের আমাদের শহর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। কিন্তু ভাড়া, সার্জ প্রাইসিং আর ড্রাইভারদের কমিশন সমস্যা নিয়ে গ্রাহক থেকে শুরু করে চালক – সকলের মধ্যেই অসন্তোষ তৈরি হয়েছিল। ঠিক সেই জায়গাতেই নতুন আশা নিয়ে আসছে Bharat Taxi।
গৃহমন্ত্রী অমিত শাহ মার্চ মাসে প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি নতুন ট্যাক্সি পরিষেবা চালুর, যার নাম হবে ‘সহকার ট্যাক্সি’। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে চলেছে। নভেম্বর মাসে এর সফট লঞ্চ হবে এবং ডিসেম্বর থেকে দিল্লি ও গুজরাতে পূর্ণাঙ্গ পরিষেবা শুরু হবে।
Bharat Taxi কীভাবে আলাদা?
প্রথমেই আসি ভাড়ার কথায়। Bharat Taxi অ্যাপ-ভিত্তিক হলেও ওলা-উবেরের তুলনায় সস্তা হবে। সবচেয়ে বড় সুবিধা হলো এখানে সার্জ প্রাইসিং থাকবে না। অর্থাৎ অফিস টাইমে, বিয়ের মরশুমে কিংবা হঠাৎ চাহিদা বেড়ে গেলেও ভাড়া বাড়বে না। ফলে যাত্রীদের জন্য খরচ হবে নিয়ন্ত্রিত এবং পূর্বনির্ধারিত।
শুধু তাই নয়, চালকদের জন্যও সুবিধার ব্যবস্থা করা হয়েছে। সাধারণত অন্যান্য অ্যাপ-ভিত্তিক পরিষেবায় চালকদের থেকে অনেক বেশি কমিশন কেটে নেওয়া হয়। কিন্তু Bharat Taxi-তে কমিশনের হার অনেকটাই কম রাখা হবে। ফলে চালকরা আসল আয় থেকে বেশি অংশ নিজের কাছে রাখতে পারবেন। এভাবে যাত্রী ও চালক – উভয় পক্ষই লাভবান হবেন।
অ্যাপ ছাড়াও থাকবে প্রিপেইড বুথ
যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন না, তাঁদের জন্যও রাখা হয়েছে বিশেষ সুবিধা। Bharat Taxi শুধুমাত্র অ্যাপের মাধ্যমে নয়, শহরের গুরুত্বপূর্ণ জায়গায় যেমন বিমানবন্দর, মেট্রো স্টেশন, রেলস্টেশন আর বাসস্ট্যান্ডে প্রিপেইড বুথ থাকবে। সেখানে গিয়েও সহজে ট্যাক্সি বুক করা যাবে। এই উদ্যোগ নিঃসন্দেহে বয়স্ক মানুষ কিংবা স্মার্টফোনে স্বচ্ছন্দ নন এমন যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর।
Bharat Taxi-তে কতজন ড্রাইভার যুক্ত হয়েছেন?
সার্ভিস চালুর আগেই চালকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ইতিমধ্যেই চারটি রাজ্য থেকে ৬১৪ জন চালক রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি চালক দিল্লির – প্রায় ২৫৪ জন। গুজরাত থেকে ১৫০ জন, মহারাষ্ট্র থেকে ১১০ জন এবং উত্তরপ্রদেশ থেকে ১০০ জন চালক যোগ দিয়েছেন।
আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে এবং চালকদের সদস্য করে ভবিষ্যতে ডিরেক্টর পর্যায়ে উন্নীত হওয়ার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ এটি শুধু ট্যাক্সি চালানোর প্ল্যাটফর্ম নয়, বরং চালকদের জন্য দীর্ঘমেয়াদি সুযোগ তৈরি করবে।
Bharat Taxi চালুর পেছনে গবেষণা
শুধু চালক ও যাত্রীদের অভিজ্ঞতার ভিত্তিতেই নয়, বরং একাডেমিক গবেষণার সাহায্যেও Bharat Taxi-র মডেল তৈরি হচ্ছে। আইআইএম বেঙ্গালুরু ইতিমধ্যেই সমীক্ষা শুরু করেছে। কোন শহরে কতটা চাহিদা থাকে, কোন সময়ে মানুষ বেশি ট্যাক্সি বুক করেন – এসব তথ্য বিশ্লেষণ করে পরিষেবাটিকে আরও উন্নত করার পরিকল্পনা চলছে। এছাড়া মার্কেটিং নিয়েও কাজ হচ্ছে, যাতে দেশের আরও বেশি মানুষ দ্রুত এই নতুন পরিষেবা সম্পর্কে জানতে পারেন।
সুরক্ষার বিষয়টি কেমন হবে?
এখনকার দিনে যাত্রীদের কাছে সবচেয়ে বড় চিন্তার বিষয় নিরাপত্তা। বিশেষ করে রাতের বেলায় ট্যাক্সি বুক করার ক্ষেত্রে অনেকে দোটানায় থাকেন। Bharat Taxi শুরু থেকেই নিরাপত্তার ওপর জোর দিচ্ছে। প্রতিটি গাড়ির তথ্য, ড্রাইভারের বিস্তারিত নথি এবং যাত্রার রুট রেকর্ড করা থাকবে। এছাড়া অ্যাপে SOS বাটন এবং ট্রিপ শেয়ার করার মতো অপশনও থাকবে, যাতে প্রয়োজন হলে যাত্রী তাৎক্ষণিকভাবে সাহায্য চাইতে পারেন।
Bharat Taxi-তে শুধু ট্যাক্সি নয়
যদিও নাম ‘ট্যাক্সি’, কিন্তু পরিষেবার মধ্যে থাকবে আরও অনেক কিছু। সাধারণ গাড়ি ছাড়াও ভবিষ্যতে দু’চাকা, অটো, এমনকি লাক্সারি গাড়িও যুক্ত হবে। ঘণ্টা ভিত্তিক বুকিং বা নির্দিষ্ট ট্রিপ ভিত্তিক বুকিং-এর সুবিধাও থাকবে। ফলে একদিনের অফিসিয়াল সফর বা পরিবারের কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও Bharat Taxi ব্যবহার করা যাবে।
অবশ্যই দেখবেন: Weather Update: ঝড়-বৃষ্টির নতুন পূর্বাভাস! বাংলার কোন কোন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস?
কখন এবং কোথায় পরিষেবা শুরু হচ্ছে?
নভেম্বর মাসে হবে এর সফট লঞ্চ। আর ডিসেম্বর থেকে দিল্লি এবং গুজরাতে শুরু হবে পূর্ণাঙ্গ পরিষেবা। এরপর ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। শুরুতেই যদি পরিষেবাটি জনপ্রিয় হয়ে ওঠে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই সারা দেশজুড়ে Bharat Taxi পৌঁছে যাবে বলেই আশা করা হচ্ছে।
অবশ্যই দেখবেন: SSC Exam 2025: SSC পরীক্ষার্থীদের জন্য বড় খবর! রবিবার ট্রেন, মেট্রো ও ফেরির সময়সূচি কী থাকছে?
যাত্রী ও চালক – কারা সবচেয়ে বেশি লাভবান হবেন?
এই নতুন পরিষেবায় সবচেয়ে বড় লাভ যাত্রীদের। একদিকে সস্তা ভাড়া, অন্যদিকে সার্জ প্রাইসিং না থাকার সুবিধা – সব মিলিয়ে যাত্রা হবে আরও সাশ্রয়ী। অন্যদিকে, চালকেরাও পাবেন বেশি কমিশন, যা তাঁদের আয় স্থিতিশীল করবে। একইসঙ্গে যেহেতু তাঁরা এই সমবায়ভিত্তিক সংস্থার সদস্য হবেন, তাই ভবিষ্যতে আরও বড় পর্যায়ে উন্নীত হওয়ার সম্ভাবনা থাকছে।
অবশ্যই দেখবেন: Senior Citizen Scheme: বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত জীবন! এবার মাসে ২০,০০০ টাকা দেবে এই সিনিয়র সিটিজেন স্কিম
আজকের দিনে যখন ওলা-উবের আমাদের যাত্রার অন্যতম নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠেছে, তখন এক নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করছে Bharat Taxi। সস্তা ভাড়া, বেশি আয়, নিরাপত্তার বাড়তি নিশ্চয়তা আর প্রিপেইড বুথের সুবিধা – সব মিলিয়ে এই পরিষেবার সাফল্য অনেকাংশেই নিশ্চিত বলে মনে হচ্ছে। দিল্লি ও গুজরাতে শুরু হলেও আগামী কয়েক বছরের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়বে বলেই আশা করা যায়। যাত্রী ও চালক উভয়ের জন্যই নতুন দিগন্ত খুলে দিতে চলেছে Bharat Taxi।
Disclaimer
এই আর্টিকেলটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে লেখা হয়েছে। এখানে দেওয়া পরিষেবার পরিকল্পনা, ভাড়া, এবং চালক কমিশন সংক্রান্ত তথ্য সরকারি সূত্র ও সংবাদমাধ্যমে প্রকাশিত আপডেটের উপর ভিত্তি করে। ভবিষ্যতে এর শর্তাবলি বা নিয়ম পরিবর্তিত হতে পারে। পাঠকদের অনুরোধ করা হচ্ছে, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অফিসিয়াল সূত্র থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নিন।
অবশ্যই দেখবেন: Post Office MIS Scheme: স্বামী-স্ত্রীর জন্য সুখবর! পোস্ট অফিস MIS স্কিমে গ্যারান্টিযুক্ত মাসিক আয় ₹৯,২৫০ টাকা