PM Awas Yojana: মহিলাদের জন্য কেন্দ্রের বড় ঘোষণা! এবার বিনামূল্যে মাথার উপর ছাদ পাবেন লক্ষাধিক নারী

PM Awas Yojana: একটি সুন্দর ও নিরাপদ ঘর প্রতিটি মানুষের মৌলিক চাহিদা। অথচ এখনো দেশের বহু মানুষ নিজেদের মাথার উপর একটি স্থায়ী ছাদ পাওয়ার স্বপ্নই দেখে চলেছেন। বিশেষ করে একক মহিলা, বিধবা ও আর্থিকভাবে দুর্বল নারীদের জন্য এটি এক কঠিন বাস্তবতা। ভাড়া বাড়ির দৌরাত্ম্য, জমির দাম বৃদ্ধি, ব্যাঙ্ক লোনের (Bank ...

Published on:

PM Awas Yojana: একটি সুন্দর ও নিরাপদ ঘর প্রতিটি মানুষের মৌলিক চাহিদা। অথচ এখনো দেশের বহু মানুষ নিজেদের মাথার উপর একটি স্থায়ী ছাদ পাওয়ার স্বপ্নই দেখে চলেছেন। বিশেষ করে একক মহিলা, বিধবা ও আর্থিকভাবে দুর্বল নারীদের জন্য এটি এক কঠিন বাস্তবতা। ভাড়া বাড়ির দৌরাত্ম্য, জমির দাম বৃদ্ধি, ব্যাঙ্ক লোনের (Bank Loan) জটিলতা—সব মিলিয়ে ঘর কেনা অনেকের পক্ষেই দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নারীর ক্ষমতায়নে আবাসন প্রকল্পের বিশেষ ভূমিকা

বিগত কয়েক বছরে কেন্দ্র সরকার মহিলাদের আর্থিক উন্নয়ন ও ক্ষমতায়নে (Women Empowerment) একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। স্বনির্ভর গোষ্ঠী (Self Help Group) থেকে শুরু করে মহিলাদের জন্য বিশেষ ঋণ সুবিধা—সরকারের একাধিক প্রকল্প মহিলাদের স্বনির্ভর করে তুলতে সহায়ক হয়েছে। তবে শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, নারীদের নিরাপদ আবাসন (Affordable Housing) নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। এবার সেই সমস্যা সমাধানের দিকেই আরও এক ধাপ এগোল কেন্দ্র সরকার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

PM Awas Yojana-তে নতুন সিদ্ধান্ত, বাড়ি পাবেন লক্ষাধিক নারী

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের আওতায় এবার দেশের ১০টি রাজ্যে ৩.৫৩ লক্ষ নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিল কেন্দ্র। এর মধ্যে ২.৭৫ লক্ষ বাড়ি শুধুমাত্র মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে। বিশেষ করে বিধবা, একক নারী ও স্বামী থেকে বিচ্ছিন্ন মহিলাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে নারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা (Social & Financial Security) আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোন রাজ্যে কত বাড়ি বরাদ্দ? জেনে নিন বিস্তারিত

এই প্রকল্পের আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, বিহার, হরিয়ানা, রাজস্থান, পুদুচেরি, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা ও ওড়িশার মতো রাজ্যে নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এই বাড়িগুলি মূলত Beneficiary-Led Construction (BLC) এবং Affordable Housing in Partnership (AHP) ক্যাটাগরির মধ্যে পড়বে। পাশাপাশি তৃতীয় লিঙ্গ (Transgender) ব্যক্তিদের জন্যও ৯০টি বাড়ি বরাদ্দ করা হয়েছে।

SC, ST ও OBC ক্যাটাগরির জন্য বিশেষ সুযোগ

এই প্রকল্পের অধীনে শুধুমাত্র মহিলারাই নন, SC (Scheduled Caste), ST (Scheduled Tribe) ও OBC (Other Backward Classes)-দের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, ৮০,৮৫০টি বাড়ি SC ক্যাটাগরির জন্য, ১৫,৯২৮টি ST ক্যাটাগরির জন্য এবং ২,১২,৬০৩টি OBC-দের জন্য বরাদ্দ করা হয়েছে। সরকার ২০২৪ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ১ কোটি নতুন বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে। ফলে গৃহহীন মানুষের স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোল দেশ।

আরও পড়ুন। Indian Railways New Rules: এবার আর স্টেশনে ঢুকতে পারবেন না বন্ধুবান্ধব বা আত্মীয়-পরিজন; রেলের নয়া নিয়মে অসন্তোষ দেশ জুড়ে !!