Sana Khan: বলিউডের ঝলমলে জগৎ মানেই আলো, ক্যামেরা আর গ্ল্যামার। হাজারো তরুণ-তরুণী প্রতিদিন এই দুনিয়ায় জায়গা পাওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু সবাই সেই সুযোগ পান না। আবার অনেক তারকা আছেন, যারা একসময় জনপ্রিয়তার তুঙ্গে থেকেও ইচ্ছে করেই সিনেমার দুনিয়া থেকে দূরে সরে গেছেন। এমনই এক নাম হলো সানা খান (Sana Khan)। সালমান খানের ব্লকবাস্টার ফিল্ম ‘জয় হো’ থেকে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী ২০২০ সালে জীবনের এক বড় সিদ্ধান্ত নেন।
তিনি (Sana Khan) গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে বেছে নেন নতুন জীবন। মৌলানা মুফতি আনাস সাঈদের সঙ্গে নিকাহ করে সানা বেছে নেন ধর্মীয় ও পারিবারিক জীবন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গ্ল্যামার দুনিয়া ছেড়ে যাওয়ার পরও সানা খান আজও আলোচনায়। তাঁর হিজাবি ফ্যাশন, ব্যবসায়ী পরিচয় আর সাদামাটা অথচ রাজকীয় স্টাইল তাঁকে দিয়েছে নতুন পরিচিতি।

গ্ল্যামার থেকে সরলতার পথে: সানার (Sana Khan) রূপান্তর
একসময় টেলিভিশন, বিজ্ঞাপন আর সিনেমায় সানার উপস্থিতি ছিল নজরকাড়া। গ্ল্যামারাস লুকে তিনি ছিলেন ট্রেন্ডসেটার। কিন্তু বিয়ের পর সব পাল্টে গেল।
- গ্ল্যামারাস পোশাকের বদলে এখন তিনি সাধারণত হিজাব ও আবায়াতে দেখা দেন।
- সাদামাটা রঙ আর ক্লাসি ডিজাইনই তাঁর পছন্দের।
- ইনস্টাগ্রামে তিনি নিয়মিত সক্রিয় থাকেন এবং নিজের পরিবারের সঙ্গে মুহূর্তগুলো শেয়ার করেন।
এখনকার সানা গ্ল্যামারকে দূরে সরিয়ে সাদামাটা জীবন বেছে নিলেও, তাঁর আভিজাত্য কমেনি বরং বেড়েছে।
আবায়ার অনন্য কালেকশন: সানার ফ্যাশন স্টেটমেন্ট
সানা খানের নাম এখন শুধু বলিউডেই নয়, বরং মুসলিম ফ্যাশনপ্রেমীদের কাছেও অনুপ্রেরণা। তাঁর আবায়া কালেকশন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।
View this post on Instagram
১. অলিভ গ্রিন আবায়া
অলিভ গ্রিন রঙের আবায়ার সঙ্গে ম্যাচিং হিজাব তাঁকে দিয়েছে এক অনন্য লুক। সরলতায় ভরা এই সাজে ফুটে ওঠে তাঁর ভিন্ন সৌন্দর্য।
২. পার্পল আবায়া
ঢিলেঢালা ডিজাইনের এই আবায়ায় তিনি দেখিয়েছেন কীভাবে সরল পোশাকেও আভিজাত্য প্রকাশ পায়। পুরো অটায়ারে পার্পল শেড বেছে নিয়ে তিনি তৈরি করেছেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট।
৩. ব্লু আবায়া (সিলভার থ্রেডওয়ার্ক)
বিশেষ অনুষ্ঠানের জন্য সানা বেছে নিয়েছিলেন নীল রঙের আবায়া, যার হাতা ও বর্ডারে সিলভার থ্রেড দিয়ে ফুলের নকশা করা। সঙ্গে ব্ল্যাক হিজাবেও একই ধাঁচের কাজ ছিল। ফলে এই লুক পেয়েছিল এক ভিন্ন মাত্রা।
৪. ব্ল্যাক আবায়ার ভিন্ন ভিন্ন লুক
সানার তিনটি আলাদা ব্ল্যাক আবায়া লুক বেশ ভাইরাল হয়।
- একটিতে ছিল ছোট ছোট বুটি ডিজাইন।
- আরেকটিতে সবুজ-বাদামি ডিটেইলিং দিয়ে গাছের নকশা করা।
- তৃতীয়টিতে সোনালি তারার মতো বর্ডার, যা তাঁকে দিয়েছে রাজকীয় আভা।
৫. পার্টি লুক আবায়া
আজকাল আবায়াও পার্টি ওয়্যার হিসেবে জনপ্রিয় হচ্ছে। সানার একটি ব্লু আবায়ায় সিকুইন তারার কাজ এবং নিচে ফেদার প্যাটার্ন ছিল, যা তাঁকে দিয়েছে গ্ল্যামারাস অথচ শালীন লুক।
মাতৃত্ব ও পারিবারিক জীবন
সানা খানের (Sana Khan) নিকাহর পর কেটে গেছে পাঁচ বছর। আজ তিনি দুই সন্তানের মা। মাতৃত্বকালীন দায়িত্ব সামলেও নিজের স্টাইল বজায় রাখা তাঁর বিশেষত্ব।
- তিনি খুব কমই বোরখা পরেন, তবে হিজাব-আবায়া তাঁর প্রতিদিনের পোশাক।
- পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ধর্মীয় জীবনকে গুরুত্ব দেওয়া তাঁর অগ্রাধিকার।
- স্বামী আনাস সাঈদের সঙ্গে তাঁর ছবি ইনস্টাগ্রামে নিয়মিত ভাইরাল হয়।
ব্যবসায়ী রূপে সানা খান
গ্ল্যামার দুনিয়া ছেড়ে দিলেও সানা (Sana Khan) একেবারে থেমে যাননি। বরং তিনি হয়েছেন সফল উদ্যোক্তা।
- Face Spa by Sana Khan: একটি জনপ্রিয় বিউটি ব্র্যান্ড।
- Haya by Sana Khan: তাঁর নিজস্ব আবায়া ব্র্যান্ড, যা মুসলিম নারীদের মধ্যে বেশ জনপ্রিয়।
এই দুটি ব্র্যান্ড তাঁকে অর্থনৈতিকভাবে যেমন শক্তিশালী করেছে, তেমনই দিয়েছে নতুন পরিচয়।
সানার জনপ্রিয়তা ও প্রভাব
সানা খানের (Sana Khan) এই পরিবর্তন শুধুমাত্র ব্যক্তিগত জীবনকেই সমৃদ্ধ করেনি, বরং সমাজের অনেক নারীকে অনুপ্রাণিত করেছে।
- তিনি প্রমাণ করেছেন যে একজন নারী চাইলে গ্ল্যামার ছাড়াও সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারেন।
- হিজাবি ফ্যাশনকে তিনি নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
- তাঁর ব্যবসায়ী পরিচয় তাঁকে করেছে স্বাধীন ও স্বাবলম্বী।
সানা খান (Sana Khan) আজ বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী নন, বরং একজন ফ্যাশন আইকন, ব্যবসায়ী ও প্রেরণাদায়ী নারী। গ্ল্যামার ছেড়ে ধর্মীয় জীবন বেছে নিলেও তিনি আজও সমান আলোচিত। হিজাব ও আবায়ার মাধ্যমে যে সৌন্দর্য আর আভিজাত্য প্রকাশ করা যায়, তা সানা প্রমাণ করে দিয়েছেন। তাঁর জীবনযাত্রা শুধু তাঁর ভক্তদের নয়, বরং সমাজের নারীদের জন্যও অনুপ্রেরণা।
অবশ্যই দেখবেন: TRP List: টিআরপিতে পাল্টে গেল খেলা! এগিয়ে ‘পরশুরাম’, পিছিয়ে পড়ল ‘রানী ভবানী’