Bhumika Chawla: সুপারহিট ছবি দিয়েই বলিউডে পা, তবু হারিয়ে গেলেন কাপুর পরিবারের প্রিয় অভিনেত্রী

Bhumika Chawla: বলিউডে অনেক নায়িকাই এসেছেন, কেউ বা স্থায়ী আসন গড়ে নিয়েছেন, আবার কেউ বা আলো ঝলমলে এই দুনিয়ায় বেশিদিন টিকতে পারেননি। সেই তালিকারই অন্যতম নাম ভূমিকা চাওলা (Bhumika Chawla)। সালমান খানের বিপরীতে তাঁর প্রথম হিন্দি ছবি ‘তেরে নাম’ তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। তবে হিট ছবি দিয়েও কেন ধীরে ...

Updated on:

Bhumika Chawla

Bhumika Chawla: বলিউডে অনেক নায়িকাই এসেছেন, কেউ বা স্থায়ী আসন গড়ে নিয়েছেন, আবার কেউ বা আলো ঝলমলে এই দুনিয়ায় বেশিদিন টিকতে পারেননি। সেই তালিকারই অন্যতম নাম ভূমিকা চাওলা (Bhumika Chawla)। সালমান খানের বিপরীতে তাঁর প্রথম হিন্দি ছবি ‘তেরে নাম’ তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। তবে হিট ছবি দিয়েও কেন ধীরে ধীরে তিনি বলিউড থেকে হারিয়ে গেলেন, তা আজও অনেকের অজানা।

সাধারণ পরিবার থেকে চলচ্চিত্র জগতে ভূমিকার পথচলা

১৯৭৮ সালের ২১ আগস্ট নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন ভূমিকা চাওলা (Bhumika Chawla)। তাঁর পরিবার ছিল পাঞ্জাবি এবং বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার। ছোট থেকেই অভিনয়, নাচ এবং গ্ল্যামার জগতের প্রতি ঝোঁক ছিল তাঁর। তিন ভাইবোনের মধ্যে ভূমিকা ছিলেন সবচেয়ে ছোট। সেনাবাহিনীর পোস্টিং-এর কারণে বিভিন্ন রাজ্যে ঘোরাফেরা করতে করতে বেড়ে ওঠেন তিনি। ১৯৯৭ সালে স্বপ্ন নিয়ে মুম্বই আসেন। প্রথমে টিভি বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেন। এরপর ধীরে ধীরে টিভি সিরিয়াল থেকে দক্ষিণী চলচ্চিত্রে প্রবেশ ঘটে তাঁর।

দক্ষিণী ছবিতে অভিষেক ও সাফল্য

ভূমিকা ২০০০ সালে তেলুগু ছবি ‘যুবকুডু’ দিয়ে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতেই পান তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার। এরপর একে একে ‘কুশি’, ‘ওক্কাডু’, ‘সিমহাদ্রি’-র মতো সুপারহিট ছবি তাঁকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা দেয়। তামিল সিনেমাতেও তিনি কাজ করেন, যেমন ‘বদ্রী’ এবং ‘সিল্লু ওরু কাধাল’, যা প্রচুর প্রশংসা কুড়িয়েছিল।

বলিউডে ঝড় তুলেছিল ‘তেরে নাম’

২০০৩ সালটা ভূমিকার জীবনে মাইলফলক হয়ে ওঠে। সালমান খানের সঙ্গে ‘তেরে নাম’-এ অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং সালমানের কেরিয়ারের পাশাপাশি ভূমিকাকেও (Bhumika Chawla) আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। তাঁর সরল অভিনয়, সাধারণ স্টাইল এবং সহজাত সৌন্দর্যে দর্শক তাঁকে মনে গেঁথে ফেলেছিল। এই ছবির জন্য তিনি সেরা নবাগত পুরস্কারও পান।

হারানো সুযোগ: কেন হাতছাড়া হল বড় বড় ছবি?

‘তেরে নাম’-এর পরই বলিউডে তাঁর জন্য একের পর এক বড় ছবির প্রস্তাব আসে। ‘জব উই মেট’, ‘মুন্নাভাই এমবিবিএস’, এমনকি ‘বাজিরাও মাস্তানি’-র মতো ছবির অফার পেয়েছিলেন তিনি।

  • প্রথমে ‘জব উই মেট’ ছবির নাম ছিল ‘ট্রেন’। সেই সময় ববি দেওলের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল ভূমিকার। কিন্তু প্রযোজনা সংস্থা বদলানোর পর ছবির নাম পাল্টায়, নায়ক-নায়িকাও বদলে যায়। ভূমিকার জায়গায় আসেন করিনা কাপুর।
  • একইভাবে, ‘মুন্নাভাই এমবিবিএস’ থেকেও শেষ মুহূর্তে তাঁকে সরিয়ে দেওয়া হয়।

এই ঘটনাগুলি তাঁর বলিউড ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। যেসব ছবিতে তিনি কাজ করার সুযোগ হারান, সেগুলিই পরবর্তীতে ব্লকবাস্টার হয়ে ওঠে।

বলিউডে দীর্ঘস্থায়ী না হলেও দক্ষিণী ছবিতে নিয়মিত

বলিউডে যদিও বড়সড় ক্যারিয়ার গড়ে উঠতে পারেনি, তবুও দক্ষিণী সিনেমা তাঁকে নিয়মিত কাজ এবং সাফল্য দিয়েছে। তিনি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম এবং পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন।

অর্জিত পুরস্কার ও সম্মাননা

  • তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার – প্রথম ছবিতেই অর্জন।
  • নন্দী অ্যাওয়ার্ডস – তেলুগু ইন্ডাস্ট্রিতে অসাধারণ অভিনয়ের জন্য।
  • জি সিনে অ্যাওয়ার্ডস – হিন্দি ছবিতে কৃতিত্বের স্বীকৃতি।
  • তেরে নাম-এর জন্য সেরা নবাগত নায়িকার পুরস্কার।

ভূমিকা চাওলার (Bhumika Chawla) কেরিয়ার একেবারেই আলাদা। একদিকে দক্ষিণী ছবিতে অসাধারণ সাফল্য, অন্যদিকে বলিউডে সুযোগের অভাব। তিনি যদি ‘জব উই মেট’ বা ‘মুন্নাভাই এমবিবিএস’-এ অভিনয় করতেন, তবে হয়তো বলিউডেও দীর্ঘস্থায়ী হতেন। তবুও তাঁর নাম চিরকাল মনে থাকবে ‘তেরে নাম’-এর সরল অথচ গভীর অভিনয়ের জন্য।

অবশ্যই দেখবেন: Ration Card: ফ্রি রেশনে কড়া পদক্ষেপ! ১.১৭ কোটি মানুষের নাম কেটে দিতে চলেছে কেন্দ্র

 

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon