২০২৫ সালের স্বাধীনতা দিবসের আগে BSNL কোম্পানি নিয়ে এলো অবিশ্বাস্য এক দুর্দান্ত অফার। জনপ্রিয় নেটওয়ার্ক গুলির মধ্যে অন্যতম একটি নেটওয়ার্ক পরিষেবা হচ্ছে BSNL। বর্তমান দুর্মূল্যের বাজারে একমাত্র BSNL টেলিকম সংস্থাই সবথেকে কম দামে প্রদান করছে আনলিমিটেড কলিং পরিষেবার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা । মাত্র ১ টাকার অসাধারণ একটি রিচার্জের মাধ্যমে মিলবে প্রতিদিন ১০০ SMS, প্রতিদিন ২ জিবি করে 4G ডেটা এছাড়াও পাওয়া যাবে একদিন সম্পূর্ণ বিনামূল্যে সিমকার্ড পর্যন্ত। তবে আবারো একবার BSNL সংস্থা প্রমাণ করেছে যে বর্তমান বাজারেও জনসাধারণের সুবিধার্থে কম খরচে বেশি সুবিধা প্রদান করতে তাদের জুড়ি মেলা ভার। তবে কি এই অফারটি মূল কারণ ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে । আসুন পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়া যাক BSNL সংস্থার এই বিশেষ অফারটি সম্বন্ধে।
এই বিশেষ অফার আসলে কি ?
ভারত সরকারের মালিকানাধীন BSNL (Bharat Sanchar Nigam Limited) টেলিকম সংস্থা এই বিশেষ অফারটি শুরু করেছে ১ আগস্ট থেকে । তবেই অফারটি ৩১ আগস্ট পর্যন্ত থাকবে বলে জানা গেছে। যে কোনদিন BSNL সিমে রিচার্জ করলেই ১ টাকার বিনিময় পাওয়া যাবে ৩১ দিনের আনলিমিটেড কল তার সাথে থাকছে ১০০SMS এছাড়াও প্রতিদিন ২ জিবি করে 4G ডেটা। বলা যেতে পারে এই অফারটি মূল উদ্দেশ্য হলো ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষকে কেন্দ্র করে।
অবশ্যই দেখবেন: দক্ষিণে চার জেলায় ভারী বৃষ্টি, উত্তরে দুর্যোগের বার্তা! আবহাওয়া দফতরের সতর্কতা জারি
আপনি যদি BSNL এর নতুন গ্রাহক হয়ে থাকেন তবে জেনে রাখুন পুরো আগস্ট মাস ধরেই চলবে এই অফার। মাত্র ১টাকা রিচার্জের মাধ্যমে আপনি পেয়ে যাবেন অসাধারণ একটি পরিষেবা পুরো এক মাসের জন্য। এই অফারটি বেশিরভাগ জনের কাছে অবিশ্বাস্য হলেও এটি সম্পূর্ণ সত্যি যে BSNL টেলিকম সংস্থা অফারটি নিয়ে এসেছে। বিশেষত নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে এবং যোগাযোগ বৃদ্ধি করতে।
এই বিশেষ অফারটি কাদের জন্য
এই বিশেষ অফারটি মূলত প্রযোজ্য হয়েছে নতুন BSNL গ্রাহকদের জন্যই। তবে আপনার কাছে এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে যদি আপনি BSNL এর নতুন গ্রাহক কিংবা এর সিম ব্যবহার করে থাকেন। আবার আপনি যদি পোর্ট এর মাধ্যমে অন্য সিম থেকে BSNL এ আসে সেক্ষেত্রেও এই অফারটি আপনার জন্য প্রযোজ্য হবে।
অবশ্যই দেখবেন: আগামী সপ্তাহেই বাংলায় প্রথম এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে! কোথা থেকে কোথায় চলবে? জেনে নিন সব কিছু
কিভাবে এই রিচার্জ করতে হবে
এই রিচার্জটি আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে বা মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারবেন না। এই রিচার্জের জন্য আপনাকে BSNL অফিসে যেতে হবে। প্রয়োজন পড়বে আপনার আসল ডকুমেন্টের।BSNL অফিস বা রিটেল এর মাধ্যমে পেয়ে যাবেন এই অফারটি মূলত যারা BSNL সিম কার্ড বিক্রি করে।
প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি
বর্তমান বাজারে এত কম দামে রিচার্জ চালু করার ফলে BSNL সংস্থাকে বিভিন্নভাবে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়েছে। Jio, Airtel প্রভৃতি প্রাইভেট অপারেটর গুলি প্রচন্ড ক্ষুদ্র এই বিষয়টিতে। ইতিমধ্যেই Jio , Airtel সংস্থার প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে BSNL সংস্থাটিকে।
তবে সরকারের অনুমতি প্রাপ্ত BSNL সংস্থার পরিষেবা ভারতবর্ষে প্রায় প্রত্যেকটি জেলাতেই ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি মহারাষ্ট্র, কেরেল,তামিলনাড়ু, উত্তর প্রদেশ সহ অধিকাংশ রাজ্যে এখন মিলছে BSNL সিম কার্ড।
বর্তমানে ভারতবর্ষে টেলিকম সংস্থাগুলির মধ্যে একমাত্র BSNL টেলিকম সংস্থা বিপ্লব ঘটিয়েছে মাত্র এক টাকার বিনিময় একাধিক সুবিধার ক্ষেত্রে। এক কথায় বলা যেতে পারে BSNL সংস্থাটি যেভাবে জনসাধারণের জন্য সুবিধা প্রদান করছে তা সত্যি প্রশংসনীয়।
অবশ্যই দেখবেন: স্টেশনে ওঠার ১৫ মিনিট আগেও মিলবে কনফার্ম টিকিট! রেলের দুরন্ত সিদ্ধান্তে খুশি যাত্রীরা
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |