BSNL Recharge Plan: প্রতিদিন মাত্র ৩ টাকা খরচে পেয়ে যাবেন ৩০০ দিনের ভ্যালিডিটি! আজই জানুন BSNL- এর এই আকর্ষণীয় রিচার্জ প্ল্যান সম্পর্কে

BSNL Recharge Plan: বর্তমানে ভারতের বেসরকারি টেলিকম সংস্থারগুলির সঙ্গে পাল্লা দিতে একের পর এক আকর্ষণীয় প্ল্যান লঞ্চ করছে সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এই সংস্থা তার গ্রাহকদের জন্য বেশ কিছু লাভজনক ও দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান অফার করেছে। সাধারণত বিএসএনএল-এর লঞ্চ করা প্ল্যানগুলি সাশ্রয়ী ...

Published on:

BSNL Recharge Plan: প্রতিদিন মাত্র ৩ টাকা খরচে পেয়ে যাবেন ৩০০ দিনের ভ্যালিডিটি! আজই জানুন BSNL- এর এই আকর্ষণীয় রিচার্জ প্ল্যান সম্পর্কে

BSNL Recharge Plan: বর্তমানে ভারতের বেসরকারি টেলিকম সংস্থারগুলির সঙ্গে পাল্লা দিতে একের পর এক আকর্ষণীয় প্ল্যান লঞ্চ করছে সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এই সংস্থা তার গ্রাহকদের জন্য বেশ কিছু লাভজনক ও দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান অফার করেছে। সাধারণত বিএসএনএল-এর লঞ্চ করা প্ল্যানগুলি সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করে। যার কারণে গত কয়েক মাসে এই সংস্থার নতুন গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমানে বিএসএনএল তার গ্রাহকদের জন্য ২৬ দিন থেকে ৩৯৫ দিন পর্যন্ত ভ্যালিডিটির নানান প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই সকল প্ল্যানগুলির মধ্যে গ্রাহকরা পেয়ে যাবেন সীমাহীন কলিং, বিনামূল্যে জাতীয় রোমিং এবং ডেটা সুবিধা। এই টেলিকম সংস্থাটি সর্বদাই সাশ্রয়ী মূল্যে রিচার্জ প্ল্যান অফার করে থাকে গ্রাহকদের। সম্প্রতি বিএসএনএল একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। আজকের প্রতিবেদনে রইল এই প্ল্যান সম্পর্কিত বিস্তারিত আলোচনা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

BSNL-এর ৭৯৭ টাকার টাকার রিচার্জ প্ল্যান:

BSNL- এর এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০০ দিন। এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিন ৩ টাকার কম খরচে আনলিমিটেড কলিং, ডেটা এবং এসএমএস- এর সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া এই প্ল্যানের আকর্ষণীয় বিষয় হলো এই প্ল্যানে গ্রাহকরা প্রথম ৬০ দিন দেশের যে কোনো নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কলিং এবং ইন্টারন্যাশনাল রোমিং সুবিধা পাবেন। পাশাপাশি, এই প্ল্যানটিতে প্রথম ৬০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা। তবে পরে ৪০kbps গতিসম্পন্ন হবে। এই প্ল্যানের অধীনে ব্যবহারকারীরা প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস- এর সুবিধা পাবেন। সাশ্রয়ী মূল্যে একাধিক সুবিধা পাওয়ার জন্য BSNL- এর এই প্ল্যানটি সেরা বিকল্প হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Read More: Jio New Plan: মাসে মাসে রিচার্জ করার ঝামেলা শেষ! জিওর একবারের প্ল্যানে পুরো বছরের নিশ্চিন্ত ব্যবহার!

BSNL-এর 4G পরিষেবা:

বিএসএনএল তার গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য 4G পরিষেবা চালু করার প্রস্তুতি নিয়েছে। বর্তমানে, সংস্থাটি ৫০,০০০টি নতুন 4G টাওয়ার স্থাপন করেছে, যার মধ্যে ৪১,০০০টি চালু করা হয়েছে। এর মধ্যে ৫,০০০টি টাওয়ার এমন অঞ্চলে স্থাপন করা হয়েছে, যেখানে অন্যান্য টেলিকম অপারেটরের পরিষেবা পৌঁছায় না। বিশেষজ্ঞরা আশা করছেন যে, আগামী বছরের জুন মাসে বাণিজ্যিকভাবে এই 4G পরিষেবা চালু করবে BSNL। সরকারের তরফে জানানো হয়েছে, ১ লক্ষ নতুন টাওয়ার স্থাপনের লক্ষ নির্ধারণ করা হয়েছে, যা দেশের সেরা টেলিকম অপারেটরের তালিকায় বিএসএনএলকে শক্তিশালী করে তুলবে।

Related: Airtel New Plan: বারবার রিচার্জের ঝামেলা শেষ! Airtel আনলো এমন অফার, আজ রিচার্জ করালেই 2026 পর্যন্ত নিশ্চিন্তে থাকুন

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More