সেপ্টেম্বরে হচ্ছে বছরের প্রথম এবং শেষ চন্দ্রগ্রহণ! জেনে নিন কোথায় কখন দৃশ্যমান হবে এই গ্রহণ!

কলকাতা: বছরে কবে কখন চন্দ্রগ্রহণ হবে সেই নিয়ে অনেক মানুষেরই কৌতুহল থাকে। তারা পঞ্জিকা দেখে দিনক্ষণ দেখতে থাকেন। চলুন আজকের প্রতিবেদনে আপনাদের সেই বিষয়ে বিস্তারিত জানাবো। কবে কখন গ্রহণ লাগবে, কখন গ্রহণ ছাড়বে সব জেনে নিন এই প্রতিবেদনে। চলতি বছর ২০২৫ সালে সেপ্টেম্বরে প্রথম এবং শেষ চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2025) ...

Published on:

Chandra Grahan 2025

কলকাতা: বছরে কবে কখন চন্দ্রগ্রহণ হবে সেই নিয়ে অনেক মানুষেরই কৌতুহল থাকে। তারা পঞ্জিকা দেখে দিনক্ষণ দেখতে থাকেন। চলুন আজকের প্রতিবেদনে আপনাদের সেই বিষয়ে বিস্তারিত জানাবো। কবে কখন গ্রহণ লাগবে, কখন গ্রহণ ছাড়বে সব জেনে নিন এই প্রতিবেদনে। চলতি বছর ২০২৫ সালে সেপ্টেম্বরে প্রথম এবং শেষ চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2025) হতে চলেছে। যা ভারত সহ অনেক দেশেও দৃশ্যমান হবে। শাস্ত্র অনুসারে জানা গিয়েছে রাহু এবং কেতুর কারণে সূর্য ও চন্দ্রের উপর গ্রহণের প্রভাব পড়ে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Chandra Grahan 2025
Chandra Grahan 2025

কখন শুরু হবে চন্দ্রগ্রহণ?

চলতি বছর আগামী ৭ই সেপ্টেম্বর রবিবার রাতে ভারতের সকল প্রান্তে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে রাত ৯টা ৫৭ মিনিটে। পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে রাত ১১টা ০১ মিনিটে এবং মধ্যবর্তী সময় হবে রাত ১১টা ৪২ মিনিটে। পূর্ণগ্রহণ চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2025) দুপুর ১২টা ২৩ মিনিটে শেষ হবে। চন্দ্রগ্রহণ রাত ১টা ২৬ মিনিটে শেষ হবে। এর মোট সময়কাল ৩ ঘন্টা ২৯ মিনিট বলে জানা গেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সূতক সময়কাল কখন শুরু হবে?

এই চন্দ্রগ্রহণের (Chandra Grahan 2025) সূতক সময়কাল ৯ ঘণ্টা স্থায়ী হয়। আগামী ৭ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সূতক সময়কাল দুপুর ১২টা ৫৭ মিনিটে শুরু হবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই সময়কালে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সকলকেই। এইসময় জপ, ধ্যান, স্নান এবং দান-খয়রাতের মতো ধর্মীয় কার্যকলাপকে পুণ্য হিসেবে বিবেচনা করা হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অবশ্যই দেখবেন: পিছিয়ে গেল OBC মামলার সময়! উচ্চশিক্ষা ভর্তির সময়সীমা বাড়ালো রাজ্য সরকার!

এই সময়ে তিল, সাদা পোশাক, শস্য, মরসুমি ফল, রুপো এবং ঘি দান করলে বিশেষ ফল পাওয়া যায়। এই সময়ে, মূর্তি স্পর্শ করা, খাওয়া, ঘুমানো, নখ কাটা এবং সেলাইয়ের মতো কাজ এড়িয়ে চলুন। গর্ভবতী মহিলাদের শাকসবজি কাটা, পাপড় স্যাঁকা এবং ধারালো জিনিস থেকে দূরে থাকা উচিত।

অবশ্যই দেখবেন: মহাদেবের আশীর্বাদে জীবন বদলে যাবে এই ৪ রাশির! আজকের রাশিফল, ২৮ জুলাই

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More