লেটেস্ট খবর বিনোদন অফবিট রাশিফল পশ্চিমবঙ্গ ভারত খেলা চাকরি টাকা পয়সা টেক আবহাওয়া পলিসি

Bank Holidays: ফেব্রুয়ারিতে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক, আটকে থাকবে দরকারি কাজ! দেখুন RBI-র তালিকা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank Holidays: ২০২৫ সাল পড়েছে আবার বেশ কিছুদিন হয়েছে। এর অল্প কিছুদিন পরেই তার এক মাস পূর্ণ হবে। তারপরেই রয়েছে ফেব্রুয়ারি। এর সাথেই রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই বছরটি লিপ ইয়ার না থাকায় ফেব্রুয়ারি মাস রয়েছে ২৮ দিনের। এই ২৮ দিনেও রয়েছে একাধিক ছুটি। ব্যাংক হলো মানুষের প্রত্যাহিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা। যেখানে প্রায় সকলেরই ব্যবহারের একাউন্ট রয়েছে। টাকা লেন দেন বা ঋণ নেওয়ার ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অসীম। তবে শোনা যাচ্ছে ফেব্রুয়ারিতেই ১৪ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক। পূর্ণ দিবস ছুটি (Bank Holidays) না পাওয়া গেলেও বেশিরভাগ দিনই থাকছে অর্ধদিবস ছুটি। যার ফলে ঠিকঠাক সময় না জানলে প্রয়োজনীয় কাজ নিয়ে ব্যাংকে গেলেও ফিরে আসতে হতে পারে।

ফেব্রুয়ারিতে ১৪ দিন ছুটি থাকছে ব্যাংক (Bank Holidays)

সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) কতৃক দেওয়া একটি বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক। তবে সব রাজ্যেই যে একই নিয়ম মেনে ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে এমনটাও নয় বলে জানা যাচ্ছে।কারণ ভারত বৈচিত্র্যের দেশ। তার একেক দিকে ছড়িয়ে রয়েছে একেক বৈচিত্র্য। স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির উপর নির্ভর করে রাজ্য বিশেষে ছুটির দিন রাখা হয়। শুধু মাত্র রবিবারই ভারতের প্রতিটি ব্যাংকে ছুটি থাকে। এছাড়াও মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারও বন্ধ থাকে ব্যাংক। এগুলো ছাড়া বাদবাকি কিছু আঞ্চলিক ছুটি ধার্য্য করা থাকে। চলুন জেনে নিই ফেব্রুয়ারি মাসে কবে কবে বন্ধ থাকে ব্যাংক।

ফেব্রুয়ারির ব্যাংকের ছুটির তালিকা (Bank Holidays)

১. ৩রা ফেব্রুয়ারি, সোমবার সরস্বতী পুজো উপলক্ষ্যে ছুটি থাকবে ব্যাংক। পাঞ্জাব, হরিয়ানা, ওড়িশা, ত্রিপুরা, আগরতলা এবং পশ্চিমবঙ্গ জুড়ে এই ছুটি থাকে।

২. ১১ই ফেব্রুয়ারি থাই পুষম উৎসব উপলক্ষে চেন্নাইতে ব্যাংক বন্ধ (Bank Holidays) থাকবে।

৩. ১২ই ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তী উৎসব উপলক্ষে পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশে ব্যাংক ছুটি থাকবে।

৪. ১৫ই ফেব্রুয়ারি লুই নাই নি নামক এক আঞ্চলিক উৎসবের জন্য মনিপুরে বন্ধ থাকবে ব্যাংক।

৫. ১৯শে ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজীর জন্ম তিথি উপলক্ষে বেলাপুর, মুম্বই এবং নাগপুরে ব্যাংকের ছুটি (Bank Holidays) থাকবে।

৬. ২০শে ফেব্রুয়ারি আইজল এবং ইটানগর স্টেটহুড ডে উপলক্ষে ব্যাংক ছুটি থাকবে।

৭. ২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্র উপলক্ষে আহমেদাবাদ, পশ্চিমবঙ্গ, তিরুবনন্তপূরম, শ্রীনগর, সিমলা, রাঁচি, রায়পুর, নাগপুর, মুম্বই, লক্ষ্ণৌ, কোচি, কানপুর, জম্মু, জয়পুর, হায়দরাবাদ, দেরাদুন, চন্ডিগড়, ভুবনেশ্বর, ভোপাল, বেলাপুর, বেঙ্গালুরু ও আইজলে ছুটি থাকবে।

৮. ২৮শে ফেব্রুয়ারি লেসারের জন্য গ্যাংটকের ব্যাংকে থাকবে ছুটি (Bank Holidays)।

তবে ব্যাংক বন্ধ থাকলেও এর বিরাট প্রভাব পড়বে না সমস্ত ব্যাংকের গ্রাহকদের উপর। কারণ ব্যাংক যদিও বা বন্ধ থাকে অনলাইন লেনদেন পরিষেবা বন্ধ থাকবে না। এর মাধ্যমে অনলাইনে টাকা পাঠানোর সাথে সাথে ATM পরিষেবাও গ্রাহক করতে পারবেন গ্রাহকরা।

আরও পড়ুন: TRAI: ১০ টাকায় ৩৬৫ দিনের রিচার্জ! TRAI-এর নতুন নিয়মে গ্রাহকদের জন্য চমক

About Author