মে মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’? বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ নিয়ে জোর জল্পনা, বাংলায় কতটা প্রভাব পড়বে?

গ্রীষ্মের শেষে মে মাস এলেই পশ্চিমবঙ্গের বহু মানুষ আতঙ্কে থাকেন—কবে যে আচমকা আকাশ কালো করে ঝড় ধেয়ে আসে, বলা মুশকিল। আয়লা, আমফান, ইয়াসের মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলো ঠিক এই মে মাসেই তাণ্ডব চালিয়েছে। সেই অভিজ্ঞতা আজও আতঙ্কের মতো ঘুরে বেড়ায় মানুষের মনে। সাধারণ মানুষ যেমন তাদের ঘর-বাড়ি বাঁচাতে চায়, ঠিক তেমনই ...

Published on:

Shakti

গ্রীষ্মের শেষে মে মাস এলেই পশ্চিমবঙ্গের বহু মানুষ আতঙ্কে থাকেন—কবে যে আচমকা আকাশ কালো করে ঝড় ধেয়ে আসে, বলা মুশকিল। আয়লা, আমফান, ইয়াসের মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলো ঠিক এই মে মাসেই তাণ্ডব চালিয়েছে। সেই অভিজ্ঞতা আজও আতঙ্কের মতো ঘুরে বেড়ায় মানুষের মনে। সাধারণ মানুষ যেমন তাদের ঘর-বাড়ি বাঁচাতে চায়, ঠিক তেমনই চাষিরাও শঙ্কায় থাকেন—ফসল নষ্ট হবে কি না তা নিয়ে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বঙ্গোপসাগর নিয়ে বাড়ছে চিন্তা (Bay of Bengal Alert)

এই সময় বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠে, আর তা থেকেই ঘূর্ণিঝড়ের জন্ম। গ্রামের মানুষ হোক কিংবা শহরের, আবহাওয়া সংক্রান্ত আপডেট এখন সবার মোবাইলে। কারণ একটাই—জানতে হবে কোথা থেকে আসছে বিপদ, আর তার জন্য কী প্রস্তুতি নিতে হবে। এবারেও যেন সেই দুর্যোগের ইঙ্গিত মিলছে। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি আসছে নতুন ঝড়?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘শক্তি’ (Possible Cyclone Name: Shakti)

বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করছে, বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ (Low Pressure Zone), যা ভবিষ্যতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি তা সত্যি হয়, তবে এই সম্ভাব্য ঝড়ের নাম হবে ‘শক্তি’ (Cyclone Shakti), যেটি শ্রীলঙ্কার দেওয়া নাম। আগামী ১৬ থেকে ২২ মে-র মধ্যে এই নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে বলে খবর। তবে এটি আদৌ ঘূর্ণিঝড় হবে কি না, তা নিয়ে নিশ্চিত কিছু বলেনি ভারতের আবহাওয়া দফতর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাংলাদেশ আবহাওয়া দফতরের সতর্কতা (Bangladesh Weather Warning)

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (BMD) এবং আবহাওয়া পর্যবেক্ষণ দল (BWOT) জানিয়েছে, বঙ্গোপসাগরের উত্তরাংশে একটি সিস্টেম গঠনের সম্ভাবনা প্রবল। এই আবহাওয়া সঞ্চালন ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ফলে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতের RMC এখনও পর্যন্ত কোনো সরাসরি সতর্কতা জারি না করলেও, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

পশ্চিমবঙ্গে কী প্রভাব পড়তে পারে? (Impact in West Bengal)

এই সম্ভাব্য ঘূর্ণিঝড় যদি বাস্তবে রূপ নেয়, তবে তার অভিমুখ হতে পারে ওড়িশা বা পশ্চিমবঙ্গ উপকূল। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি (Heavy Rainfall), ঝড়ো হাওয়, এবং সামুদ্রিক বিপদ (Sea Danger) দেখা দিতে পারে। তবে এখনই আতঙ্কিত না হয়ে সকলকে পরিস্থিতির ওপর নজর রাখতে এবং সরকারি নির্দেশিকা মানতে অনুরোধ জানানো হয়েছে। মূল সিদ্ধান্ত ও সতর্কতা জারি হবে ১৮ মে-র পরে, যখন স্পষ্ট হবে এই নিম্নচাপের গতিপথ ও শক্তি।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।   

অবশ্যই দেখবেন:  মে মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’? বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ নিয়ে জোর জল্পনা, বাংলায় কতটা প্রভাব পড়বে?