DA Case News: সম্প্রতি মহার্ঘ ভাতা (DA) মামলার নিয়ে শুনানি একটা নতুন মোড় নিয়েছে। এই মামলাটি আবারও রাজ্য সরকারি কর্মচারীদের মনে এক আশার আলো জাগিয়েছে। বিচারপতিদের পর্যবেক্ষণ এবং রাজ্য সরকারের যুক্তি, পাল্টা যুক্তির মধ্যে দিয়ে মামলাটি এক নতুন পথের গতি নিয়েছে চলুন দেখে নেওয়া যাক এই মামলাটির খুঁটিনাটি বিষয়গুলি।

বিচারপতিদের মত
বিচারপতিদের মতে, বঞ্চিত রাজ্য সরকার কর্মচারীদের সাথে এক ধরনের বৈষম্যমূলক আচরণ হচ্ছে , রাজ্যের বাইরে কর্মরত কর্মচারীরা ডিএ পেলেও রাজ্যের কর্মচারীরা সেই ডিএ থেকে বঞ্চিত হচ্ছে। বৈষম্য দূর করার জন্য সরকারকে বলেন যে “আপনারা কিছু করুন”। ইতিমধ্যে বিচারপতিরা মামলার রায়ের আশা না করেই মৌখিকভাবে রাজ্য সরকারকে আর কিছু পরিমাণ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তেমনভাবে কোন নির্দিষ্ট শতাংশ উল্লেখ না করলেও “যে কোন পরিমাণ দিন” বলে বিচারপতিরদের দাবি। রাজ্য সরকারের প্রতিনিধিদের মতে এই ডিএ কোন নৈতিক অধিকার নয় , এটি সম্পূর্ণ রাজ্যের বিবেচনার উপর নির্ভরশীল। রাজ্য সরকারের প্রতিনিধিরা ২০০৯ সালের ROPA রুলসের উল্লেখ করে বলেন যে, সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক (AICPI) এবং রাজ্যের নতুন ডিএ নিয়মের মধ্যে সমতা আনা হয়েছে।
কী প্রশ্ন তুললেন বিচারপতি
ইতিমধ্যেই বিচারপতিরা AICPI এবং রাজ্য সরকারের নতুন ডিএ নিয়ম নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা ডিএ নতুন নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন। কি করে রাজ্য সরকার AICPI এর বাইরে গিয়ে নিজেদের মতো করে ডিএ নিয়ম তৈরি করেছে,সেটা নিয়ে প্রশ্ন করেছেন বিচারপতিরা।
কবে মিলবে ডিএ?
সম্ভবত, আগামী দুদিনের মধ্যেই এই মামলার চূড়ান্ত রায়ের ঘোষণা করা হবে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। রাজ্য সরকারের যুক্তি পেশের পর মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে । আশা করা যায়, আগামীকাল বা পরশুর মধ্যেই পরবর্তী মামলা অনুষ্ঠিত হবে। এরপর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের বিস্তারিত যুক্তি পেশ করবে।
অবশ্যই দেখবেন: মাত্র কয়েক মিনিটেই ধ্বংস! উত্তরকাশীর গ্রাম ধূলিসাৎ, মৃত ও নিখোঁজের সংখ্যা চমকে দেবে!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |