পেট্রোল-ডিজেলের দাম হোক বা দৈনন্দিন বাজারের খরচ, সবকিছুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খরচের বোঝা। কিন্তু রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মীদের রোজগার সেই জায়গাতেই দাঁড়িয়ে। কর্মীদের দাবি—এটা শুধু টাকার বিষয় নয়, এটা সম্মানেরও প্রশ্ন। মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে, অথচ বকেয়া ডিএ (Dearness Allowance) মেটানোর কোনও সদিচ্ছাই দেখাচ্ছে না সরকার। এখন এই প্রশ্নটাই উঠে এসেছে—সরকার আদৌ কর্মীদের পাশে আছে তো?
কর্মীদের ধৈর্যের বাঁধ ভাঙছে, প্রশ্ন উঠছে সরকারের Dearness Allowance মেটানোর সদিচ্ছা নিয়েই (Government Intention for DA questioned by Employees)
যখন দেশের অন্যান্য রাজ্যগুলির কর্মীরা সময়মতো DA পাচ্ছেন, তখন বাংলার কর্মীরা সেই অধিকার থেকেই বঞ্চিত। এই বৈষম্যই এখন রাগের আগুনে ঘি ঢালার কাজ করছে। রাস্তায় নামছেন সরকারি কর্মীরা, চলছে আন্দোলন, ধর্না—তা সত্ত্বেও রাজ্য সরকার যেন নির্বিকার। তারা সময় চাইছে, কিন্তু সেই সময়েই কর্মীদের জীবনে নেমে আসছে অনিশ্চয়তা।
Read More: Heart Attack এ রুখে দিন ছোট কিছু অভ্যাসে! UC Davis Health জানাচ্ছে হৃদরোগ ঠেকানোর ৮ সহজ উপায়!
সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও দেয়নি ডিএ, অভিযোগে বিস্ফোরক মলয় মুখোপাধ্যায় (Supreme Court Order ignoreda about DA, says Maloy Mukhopadhyay)
শেষ পর্যন্ত বিষয় গড়িয়েছে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িস-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের অভিযোগ, সুপ্রিম কোর্ট আগেই রাজ্য সরকারকে ৫০% বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। আগামী শুনানির দিন ধার্য করা হয়েছিল ৪ আগস্ট, ২০২৫। কিন্তু রাজ্য সরকার তা মানেনি। বরং আদালতের নির্দেশকে উপেক্ষা করে সময়ক্ষেপণ করতে ‘এম.এ পিটিশন’ (MA Petition) দায়ের করেছে। মলয়বাবুর মতে, এটি আদালতের নির্দেশ অমান্য করারই সামিল।
একসঙ্গে চলছে এসএসসি ও ডিএ মামলা, আদালত অবমাননার মামলা দায়ের (SSC and DA Cases clubbed, Contempt Petition filed)
মলয় মুখোপাধ্যায় আরও জানান, ডিএ-এর পাশাপাশি রাজ্যের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অবৈধ নিয়োগ সংক্রান্ত এসএসসি (SSC Case) মামলাও একসঙ্গে শুনছে সুপ্রিম কোর্ট। আইনজীবী ফিরদৌস শামিম এই দুটি মামলার পক্ষে আদালত অবমাননার মামলা করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, বেআইনি নিয়োগ হওয়া কর্মীদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার নির্দেশ ছিল। কিন্তু সেই নির্দেশও পালন করেনি রাজ্য সরকার। ফলে প্রশ্ন উঠছে—সরকার কি তবে দুর্নীতিগ্রস্তদের পক্ষেই দাঁড়াচ্ছে?
Read More: নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা! আজ দক্ষিণবঙ্গের ২ জেলায় তাণ্ডবের পূর্বাভাস
‘সরকার দুর্নীতিগ্রস্তদের পাশে, আমাদের থেকে বঞ্চিত করছে অধিকার’ (State supports corruption, says Employees’ Union)
এই বিষয়ে মলয় মুখোপাধ্যায়ের সাফ কথা, “যদি বেআইনিভাবে বেতন পাওয়া কর্মীদের কাছ থেকে টাকা ফিরিয়ে নিত সরকার, তা হলে সেই টাকা দিয়ে আমাদের ডিএ মেটানো সম্ভব হত। কিন্তু সরকার সেই পথে হাঁটেনি। বরং নিজেদের বাঁচাতে নতুন করে এম.এ পিটিশন দায়ের করে শুধু সময় নষ্ট করছে। এই কর্মকাণ্ডের দায় সরকারকে ভবিষ্যতে বইতে হবে।” পরিষ্কার ইঙ্গিত, রাজ্য সরকারের এমন পদক্ষেপ শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, বরং আদালতের অবমাননারও শামিল, যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে।
Read More: ৫ কোটির মালিক থেকে ফের শূন্য! ‘কেবিসি’ জেতা সুশীল কুমারের জীবনে চরম মোড়!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |
অন্যরকম স্বপ্নপূরণ! দ্বিতীয়বার সাদা গাউনে বিয়ে অনুরাগ কন্যা আলিয়ার, বর শেনের চোখে জল!