DA Before Durga Puja: মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness Allowance) নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের ক্ষোভের অন্ত নেই। আর এরই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রয়েছে সুখবর। ইতিমধ্যে মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের সরকারি কর্মীরা। তবে রাজ্য সরকার এর আগেই সুপ্রিম কোর্টে গিয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি।
পূজোর আগেই বাড়তে চলেছে ডিএ | DA to increase before Puja
এইসবের মাঝে পূজোর আগেই সুখবর পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কারণ আরো এক দফা ডিএ ঘোষণা করতে পারে মোদি সরকার। সম্প্রতি লেবার ব্যুরোর প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের প্রত্যাশিত ডিএ আর ডিআর আরও একদফা বর্ধির করা হবে।আর নতুন করে এই ডিএ ঘোষণা করা হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর পরিমাণ দাঁড়াবে ৫৮ শতাংশ। রাজ্যের সরকারি কর্মীদের তুলনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর পরিমাণ আরো অনেকটাই বেড়ে যাবে।
জানুন, কবে বাড়বে মহার্ঘ্য ভাতা? | Know when the dearness allowance will increase?
কেন্দ্রীয় সরকার সধারণত বছরে জানুয়ারি আর জুলাই মাসে ডিএ ঘোষণা করে থাকে। গত মার্চে কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ ঘোষণা করেছিল। এই বছরে দ্বিতীয় দফায় পূজার আগে আগস্ট বা সেপ্টেম্বর মাসে ডিএ ঘোষণা করতে পারে মোদি সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। পরবর্তীতে ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হতে পারে। শোনা যাচ্ছে আগামী ২০২৬ সালে অষ্টম বেতন কমিশন লাগু হতে পারে। বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। নূন্যতম বেতন হতে পারে ৫০ হাজার টাকার বেশি।
বড় আন্দোলনের পথে হাটতে রাজ্যের সরকারি কর্মীরা | State government employees walk the path of a major movement
বর্তমানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কর্মীদের মধ্যে ডিএ-র ফারাক রয়েছে ৩৭ শতাংশ। নতুন ডিএ ঘোষনা হলে সেই ফারাক আরও বাড়বে। বর্তমানে রাজ্যের সরকারি কর্মীদের দাবি বকেয়া ২৫ শতাংশ ডিএ। সেই কারণে আইনি লড়াইয়ের পাশাপাশি বড় আন্দোলনেরও পরিকল্পনাও নিয়েছে রাজ্যের সরকারি কর্মীরা।
অবশ্যই দেখবেন: আবারও ছুটির মেজাজ! টানা তিনদিন বন্ধ থাকবে থাকবে স্কুল, কলেজ, অফিস, আদালত! জানুন বিস্তারিত
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |