Ekchokho.com 🇮🇳

DA Hike: বড় খবর! রাজ্যসরকারী কর্মীদের ৪ নয়, এক ধাক্কায় ১০ শতাংশ বাড়তে চলেছে ডিএ !!

DA Hike: রাজ্য জুড়ে কর্মচারীদের মধ্যে ডিএ সংক্রান্ত সমস্যার শেষ নেই। হাইকোর্টে চলছে কেসও। এরই মধ্যে মহার্ঘ্য ভাতা বৃদ্ধি (DA Hike) নিয়ে বড় ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের অর্থ দপ্তর সুত্রে পাওয়া খবর অনুযায়ী যেসব রাজ্য সরকারি কর্মচারীরা এখনও পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে ৪ ...

Published on:

DA Hike

DA Hike: রাজ্য জুড়ে কর্মচারীদের মধ্যে ডিএ সংক্রান্ত সমস্যার শেষ নেই। হাইকোর্টে চলছে কেসও। এরই মধ্যে মহার্ঘ্য ভাতা বৃদ্ধি (DA Hike) নিয়ে বড় ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের অর্থ দপ্তর সুত্রে পাওয়া খবর অনুযায়ী যেসব রাজ্য সরকারি কর্মচারীরা এখনও পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে ৪ শতাংশ নয় এক ধাক্কায় ১০ শতাংশ বাড়তে চলেছে মহার্ঘ্য ভাতা (DA Hike)। জানা যাচ্ছে ২০২৫ সালের ১লা এপ্রিল থেকেই এইসব কর্মচারীরা বর্ধিত হারে ডিএ (DA Hike) পাবেন।

অর্থ দপ্তর সুত্রে পাওয়া খবর অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীরা বর্তমানে ১৬১ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা (DA Hike) উপভোগ করছেন। এবার আরও ১০ শতাংশ ডিএ বৃদ্ধি পেলে চলতি বছরের এপ্রিল থেকে ১৭১ শতাংশ ডিএ উপভোগের সুযোগ আসবে। এই একই সুবিধা পাবেন পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা অবসর প্রাপ্ত কর্মীরাও।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের ক্ষেত্রে ৪ শতাংশই বৃদ্ধি করা হবে ডিএ (DA Hike)। তাঁদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হবেনা বলেই খবর। সরকারী ভাবে নবান্নের তরফে এই বিজ্ঞপ্তি সামনে আনা হয়েছে। এইসব কর্মীদের ডিএ বৃদ্ধি (DA Hike) হলে তারা মোট ১৮ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা উপভোগের সুযোগ পাবেন। এক্ষেত্রেও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও নিয়ম একই রাখা হয়েছে।

এমনিতে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জারি রয়েছে ষষ্ঠ বেতন কমিশন। আর এর আওতায় রাজ্যের কর্মচারীদের বেতন দেওয়া হয়। তবে ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় রয়েছেন। এর উপরে খুব শীঘ্রই কেন্দ্রে অষ্টম বেতন কমিশন বসতে চলেছে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে ২০২৬ সালের জানুয়ারি মাসেই কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন।

এদিকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাড়ানো (DA Hike) নিয়ে যে মামলা চলছিল আজ তার শুনানি হয়েছে। ২০১৬ সাল থেকে চলা এই আইনি লড়াইতে ২০২২ সালে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় যে তিন মাসের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ শোধ করে দিতে হবে। তবে রাজ্য সরকার সেই নির্দেশ না মানলে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা।

আরও পড়ুন। Lakshmi Bhandar Scheme: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চোখ ধাঁধানো পরিবর্তন! এপ্রিল থেকে কার্যকর হবে নতুন নিয়ম!