Dhumketu Box Office Collection: দেব-শুভশ্রীর ধূমকেতু তোলপাড় করল বক্স অফিস, দ্বিতীয় দিনের কালেকশন দেখে চমকে যাবেন!

কলকাতা: রমরমিয়ে বক্স অফিসে চলছে ধূমকেতু (Dhumketu Box Office Collection)। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় যেখানে দেব এবং শুভশ্রী গাঙ্গুলি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। দুই দিনেই বক্স অফিসে ৫ কোটি টাকা আয় করেছে বলে নির্মাতারা শুক্রবার জানিয়েছেন। দেবের প্রযোজনা ব্যানার দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস আরও জানিয়েছে, ছবিটি দ্বিতীয় দিনে কোনও বাংলা ছবির জন্য ...

Updated on:

Dhumketu Box Office Collection

কলকাতা: রমরমিয়ে বক্স অফিসে চলছে ধূমকেতু (Dhumketu Box Office Collection)। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় যেখানে দেব এবং শুভশ্রী গাঙ্গুলি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। দুই দিনেই বক্স অফিসে ৫ কোটি টাকা আয় করেছে বলে নির্মাতারা শুক্রবার জানিয়েছেন।

দেবের প্রযোজনা ব্যানার দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস আরও জানিয়েছে, ছবিটি দ্বিতীয় দিনে কোনও বাংলা ছবির জন্য একদিনে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ডও তৈরি করেছে। নির্মাতাদের মতে, ধূমকেতু বৃহস্পতিবার ২.১২ কোটি টাকা এবং শুক্রবার ৩.০২ কোটি টাকা আয় করেছে, যার ফলে মোট আয় ৫.১৪ কোটি টাকা হয়েছে।

Dhumketu Box Office Collection
Dhumketu Box Office Collection

উল্লেখ্য শুধু ১৫ অগস্ট নয়, ১৬ এবং ১৭ অগস্ট শনি ও রবিবার। ফলে লম্বা উইকএন্ড, অনেকেরই টানা ছুটি থাকবে। অনেকে আবার পরপর দু’দিন ছুটি পাবেন। ফলে প্রথম সপ্তাহেই ধূমকেতুর বক্স অফিস কালেকশন (Dhumketu Box Office Collection) যে লাফিয়ে লাফিয়ে বাড়বে তা তো বলাই বাহুল্য।

Read More: মাসের সেরা অফার! মাত্র ১ টাকায় Airtel দিচ্ছে অতিরিক্ত 14GB ডেটা

এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সকলে। বিশেষ করে এই জুটির সাথে যাদের ছোটবেলার যাদের বেড়ে ওঠা জড়িয়ে রয়েছে তারা তো এত বছর পর দুজনকে একসঙ্গে দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। আমার প্রত্যেকেই জানি আজ থেকে নয় বছর আগে দেব শুভশ্রীর সম্পর্কের বিচ্ছেদ হয় যার ফলে এতগুলো বছর তাদের মুখ দেখাতে বন্ধ ছিল। অবশেষে সেই সব দূরত্ব কেটে গিয়েছে তাদের। আবারো সোশ্যাল মিডিয়াতে একে অপরকে ফলো করলেন দুজনে, আবার একসাথে নাচ করলেন। তাই এই ছবির সাফল্য নিশ্চিত।

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon