একধাক্কায় ৪% DA বাড়তে পারে! কবে ঘোষণা করবে সরকার? জানুন আপডেট

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির বড় ঘোষণা। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW) অনুযায়ী, টানা তিন মাস ধরে মূল্যবৃদ্ধি সূচকের ঊর্ধ্বগতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, চলতি বছরের জুলাই থেকেই ৩-৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি হতে পারে। বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন ...

Updated on:

Dearness Allowance

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির বড় ঘোষণা। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW) অনুযায়ী, টানা তিন মাস ধরে মূল্যবৃদ্ধি সূচকের ঊর্ধ্বগতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, চলতি বছরের জুলাই থেকেই ৩-৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি হতে পারে। বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কর্মীরা, যা বাড়লে পৌঁছবে ৫৮ বা ৫৯ শতাংশে। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) আগে এটিই হতে পারে শেষ গুরুত্বপূর্ণ ঘোষণা। বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

কীভাবে নির্ধারিত হয় মহার্ঘ ভাতা (Dearness Allowance)?

ডিএ বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) হল কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি অতিরিক্ত ভাতা, যা মূল বেতনের সঙ্গে প্রদান করা হয়। মূলত মূল্যবৃদ্ধির প্রভাবে কর্মীদের জীবনযাত্রার মান বজায় রাখার জন্য এই ভাতা চালু করা হয়েছে। প্রতি ৬ মাস অন্তর এই ভাতা পর্যালোচনা করে কেন্দ্র সরকার, এবং মূল্যবৃদ্ধির হার অনুযায়ী বাড়ানো হয় ডিএর হার। ডিএ (Dearness Allowance) নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW), যা শ্রম মন্ত্রকের অধীন সংস্থা প্রকাশ করে।

বর্তমান সূচক এবং সম্ভাব্য বৃদ্ধি

২০২৫ সালের মে মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী, AICPI-IW সূচক ১৪৪-এ পৌঁছেছে। মার্চ মাসে এটি ছিল ১৪৩, এপ্রিল মাসে বেড়ে হয় ১৪৩.৫ এবং এবার মে মাসে আরও ০.৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪-এ। এই ধারাবাহিক বৃদ্ধি ইঙ্গিত করছে যে, ৩ শতাংশ থেকে ৪ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধির প্রস্তাব কার্যকর হতে পারে।

সম্ভাব্য পরিবর্তন:

  • বর্তমান ডিএ: ৫৫%
  • ৩% বৃদ্ধি হলে: ৫৮%
  • ৪% বৃদ্ধি হলে: ৫৯%

কবে থেকে কার্যকর হবে নতুন ডিএ?

সাধারণত, প্রতি বছর দু’বার ডিএ সংশোধন করা হয়:

  • প্রথম দফা: ১ জানুয়ারি থেকে
  • দ্বিতীয় দফা: ১ জুলাই থেকে

এবারের ডিএ (Dearness Allowance) বৃদ্ধিও ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাস্তবায়নের জন্য সরকার জুলাই-অগাস্টের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে। জুলাইয়ের শেষের দিকে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হতে পারে বলে অনুমান করছেন বিশ্লেষকরা।

অতীতের ঘোষণা ও কর্মচারীদের প্রতিক্রিয়া

মার্চ ২০২৫-এ কেন্দ্র সরকার মাত্র ২ শতাংশ হারে ডিএ বাড়ানোর ঘোষণা করেছিল, যা কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছিল। তবে এবার দাম বৃদ্ধি ও নির্বাচনী পরিস্থিতি মাথায় রেখে দ্বিগুণ হারে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সম্ভাবনা বেশি।বিশেষ করে সপ্তম পে কমিশনের অধীন এটি হতে পারে শেষ বড় ডিএ সংশোধন, কারণ ২০২৬-এর জানুয়ারি থেকে চালু হতে চলেছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)।

রাজ্য সরকার বনাম কেন্দ্র: কোথায় দাঁড়িয়ে বাংলা?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য এখনও সুখবর নেই। যদিও কেন্দ্র ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করতে চলেছে, পশ্চিমবঙ্গ সরকার এখনও কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখেনি। বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা বহু গুণ কম হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন, যার ফলে রাজ্যজুড়ে বহুদিন ধরেই আন্দোলন চলছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে, তবে সেই নির্দেশ বাস্তবায়নে সময় নিচ্ছে সরকার।

কতজন কর্মচারী উপকৃত হবেন?

এই ডিএ বৃদ্ধির ফলে উপকৃত হবেন প্রায়:

  • ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী
  • ৬৯ লক্ষ পেনশনভোগী

এই বৃহৎ কর্মী ও পেনশনভোগী শ্রেণির জন্য এই বাড়তি ডিএ একটি বড় স্বস্তির খবর হবে। বিশেষ করে মূল্যবৃদ্ধির বাজারে এটি আর্থিক সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।

ডিএ হিসাবের ফর্মুলা কী?

সপ্তম পে কমিশন অনুযায়ী ডিএ হিসাবের ফর্মুলা:

[(AICPI - 115.76) × 100] ÷ 115.76

এই ফর্মুলা অনুসারে সূচক যদি ১৪৪ পৌঁছায়, তাহলে নতুন ডিএ শতাংশ দাঁড়াতে পারে ৫৮-৫৯ শতাংশে। তবে সরকারি সূত্র অনুযায়ী চূড়ান্ত ঘোষণা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অনুমোদনের পরেই হবে।

অর্থনৈতিক প্রভাব

ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ফলে সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে, তবে সরকার এ বিষয়ে আগে থেকেই পরিকল্পনা করে। প্রতি ১ শতাংশ ডিএ বৃদ্ধিতে সরকারের উপর গড়ে ৭,০০০-৮,০০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হয় বলে অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

অবশ্যই দেখবেন: মাত্র ১ মিনিটে তৎকাল টিকিট! অনলাইনে বিক্রি হচ্ছে IRCTC-এর আধার ভেরিফায়েড আইডি

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জুলাই মাসে একটি বড় সুখবর অপেক্ষা করছে। সমস্ত তথ্য ও সূচকের উপর ভিত্তি করে ধরে নেওয়া যায়, এবার ৩-৪ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সম্ভাবনা প্রবল। এটি শুধু কর্মীদের জন্যই নয়, আগামী অষ্টম বেতন কমিশনের আগে শেষ বড় আর্থিক সংশোধন হিসেবেও গুরুত্বপূর্ণ। অন্যদিকে পশ্চিমবঙ্গের কর্মীরা এখনও সেই সুবিধা থেকে অনেক দূরে, তবে সুপ্রিম কোর্টের রায় পরবর্তী সময় তাদের জন্যও হয়ত কিছু স্বস্তি বয়ে আনবে।

অবশ্যই দেখবেন: এবার কি তৃণমূলের হাত ধরছেন দিলীপ ঘোষ? নিজেই দিলেন স্পষ্ট ইঙ্গিত!

1 জুলাই থেকে নতুন ডিএ কার্যকর ২০২৫ সালের জুলাইয়ে কত শতাংশ ডিএ বৃদ্ধি হবে ৪ শতাংশ ডিএ বাড়ছে কবে 4% DA hike latest update ৪% DA বৃদ্ধি 7th Pay Commission DA hike 7th Pay Commission DA news 7th Pay Commission latest news AICPI IW May 2025 AICPI সূচকের ভিত্তিতে ডিএ হিসাব AICPIN index DA formula Central government DA news Central Govt Employees DA DA arrears payment date DA arrears update DA calculation as per pay matrix DA effect on salary 2025 DA hike before Durga Puja DA hike cabinet approval date DA hike for central government employees 2025 DA hike latest update DA hike news DA hike news in Bengali DA hike notification PDF DA increase for government employees DA increase in 7th Pay Commission DA increase latest update DA increase latest update Bengali DA merger news DA news for pensioners DA order notification 2025 DA revision news Dearness Allowance dearness allowance hike dearness allowance july 2025 Expected DA hike 2025 Festive bonus and DA hike Government employee benefits Inflation-based allowance Salary increase for government employees State government DA hike Upcoming DA hike month-wise update West Bengal government DA hike news When will DA hike be announced? অষ্টম পে কমিশনের আগে শেষ ডিএ রিভিশন অষ্টম বেতন কমিশন ২০২৬ কেন্দ্র বনাম রাজ্য DA কেন্দ্র সরকার কর্মচারী বেতন কেন্দ্রীয় কর্মচারীদের সুখবর কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধির খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ২০২৫ কেন্দ্রীয় সরকারের নতুন ডিএ ঘোষণা ২০২৫ জুলাই মাসে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা কত বাড়বে ডিএ কত শতাংশ বাড়বে জুলাইয়ে ডিএ ক্যালকুলেশন ফর্মুলা ডিএ ঘোষণা কবে হবে ডিএ নতুন ঘোষণা ২০২৫ পশ্চিমবঙ্গ কর্মীদের ডিএ বকেয়া পেনশনভোগীদের ডিএ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা সপ্তম পে কমিশন ডিএ সপ্তম বেতন কমিশন DA

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon