অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি ₹৫৫০০, নবান্নর সিদ্ধান্তে খুশির হাওয়া সরকারি কর্মীদের ঘরে!

প্রতিদিনের বাজারে পকেটের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন রাজ্যের বহু মানুষ। ভাড়াবাড়ির ভাড়া হোক বা বাজারের দর, সবকিছুই যেন ছুঁয়ে ফেলছে সাধারণ মানুষের সহ্যের সীমা। এই পরিস্থিতিতে মাসের শেষে যদি বেতন ছাড়াও কিছু বাড়তি টাকা (Dearness Allowance) হাতে আসে, তাহলে তা নিঃসন্দেহে অনেকটা স্বস্তির নিঃশ্বাস এনে দিতে পারে। WhatsApp Group Join ...

Published on:

Dearness Allowance:

প্রতিদিনের বাজারে পকেটের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন রাজ্যের বহু মানুষ। ভাড়াবাড়ির ভাড়া হোক বা বাজারের দর, সবকিছুই যেন ছুঁয়ে ফেলছে সাধারণ মানুষের সহ্যের সীমা। এই পরিস্থিতিতে মাসের শেষে যদি বেতন ছাড়াও কিছু বাড়তি টাকা (Dearness Allowance) হাতে আসে, তাহলে তা নিঃসন্দেহে অনেকটা স্বস্তির নিঃশ্বাস এনে দিতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারি চাকরি মানেই নিশ্চিন্ত জীবন, তাও কি আর আগের মতো আছে? (Job Security vs Income Pressure)

আজকাল সরকারি চাকরি থাকলেও মাসের শেষে টান পড়ে বহু পরিবারের ঘরে। কারণ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়লেও, বেতন বাড়ছে ধীরে। ফলে সাধারণ কর্মচারীরা প্রত্যাশা করেন সরকারের তরফে কিছু বাড়তি আর্থিক সহায়তা। বিশেষ করে গ্রামীণ কর্মীদের পেশাগত অবদান অনেক হলেও, তার আর্থিক মূল্যায়ন বহু ক্ষেত্রেই পিছিয়ে ছিল এতদিন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নবান্নর বিজ্ঞপ্তিতে মিলল নতুন চমক (WB Govt Notification Surprise)

সম্প্রতি নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে রাজ্যের নির্দিষ্ট একটি শ্রেণির কর্মীদের ভাতা (Allowance) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এই সিদ্ধান্ত ২০২৪ সালের জানুয়ারি মাস থেকেই কার্যকর হয়েছে। তবে কী পরিমাণ ভাতা বাড়ানো হয়েছে এবং কারা এই বাড়তি টাকা (Extra Salary) পাবেন, সে বিষয়টি বিস্তারিত জানানো হয়েছে বিজ্ঞপ্তির শেষে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গ্রামীণ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য সুখবর (Salary Update for Rural Workers)

এই সুবিধা পাবেন প্রাণীসম্পদ বিকাশের সঙ্গে যুক্ত প্রাণীবন্ধু এবং প্রাণীমিত্র কর্মীরা। যারা রাজ্যের গ্রামে গিয়ে পশুদের চিকিৎসা, টিকাকরণ ও প্রজনন সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকেন। এতদিন তাঁরা মাসে ₹৫,০০০ টাকা করে ভাতা পেতেন, কিন্তু এবার তাঁদের মাসিক ভাতা বেড়ে দাঁড়াচ্ছে ₹৫,৫০০। অর্থাৎ মাসে ₹৫০০ অতিরিক্ত আসবে সরাসরি তাঁদের অ্যাকাউন্টে (Bank Account)। এই ঘোষণা ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং রাজ্যের প্রতিটি জেলার সংশ্লিষ্ট কর্মীরা এই টাকা পেতে শুরু করেছেন।

একসঙ্গে বোনাস ও ভাতা বৃদ্ধি, স্বস্তিতে সরকারি কর্মীরা (Combined Bonus & Allowance Benefits Dearness Allowance)

এই সিদ্ধান্তের ফলে, মোটামুটি ১,৫০০–২,০০০ জন প্রাণীবন্ধু ও প্রাণীমিত্র উপকৃত হবেন। সরকার এই পদক্ষেপের মাধ্যমে তাঁদের অবদানের স্বীকৃতি দিল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। একইসঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) ১৮% হারে বৃদ্ধির সিদ্ধান্ত আগেই ঘোষণা হয়েছে। অর্থাৎ এবার রাজ্যের বহু কর্মীর পকেটে আসছে একসঙ্গে অতিরিক্ত টাকা, যা তাঁদের দৈনন্দিন খরচের চাপে কিছুটা হলেও স্বস্তি দেবে।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।   

অবশ্যই দেখবেন: বড় ধাক্কা! ১ মে থেকে বদলে যাচ্ছে এলপিজি, এটিএম সহ ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম! দেখে নিন