অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী আগস্টের ১৪ তারিখ বড় পর্দায় মুক্তি পাবে দেব-শুভশ্রী (Dev-Subhasree) অভিনীত ছবি ধুমকেতু। দশ বছর আগে এটাই ছিল দেব শুভশ্রী অভিনীত শেষ ছবি। তারপর থেকে দুজনকে আর একসাথে কখনো বড় পর্দায় দেখা যায়নি। ব্যক্তিগত জীবনের ঝামেলার ছায়া পড়েছিল কর্মজীবনেও। অভিনয় জগতে আসার পর দেব (Dev) এবং শুভশ্রী একে অপরের প্রেমে পড়েন। কিন্তু সেই প্রেম বছর ঘুরতে না ঘুরতেই ভেঙ্গে যায়। সম্পর্কে এতটাই তিক্ততা তৈরি হয়েছিল যে একে অপরের মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছিলেন।

এখনো পর্যন্ত তাদের একসাথে কোথাও দেখা যায়নি। তবে দেব-শুভশ্রীর (Dev-Subhasree) ভক্তরা তো আজও দুজনকে একসঙ্গে পর্দায় দেখতে চায়। তাদের কেমিস্ট্রি ভীষণভাবে মিস করেন দর্শক। তাই ধুমকেতু ছবি নিয়ে দর্শক ভীষণভাবে উৎসাহী। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির প্রচার কার্য। কিন্তু ছবির প্রচারের দুজনকে আলাদা আলাদা ভাবে দেখা যাচ্ছে। একসঙ্গে ছবির প্রচার করছেন না দেব শুভশ্রী (Dev-Subhasree)।
শুভশ্রীকে নিয়ে কি মন্তব্য করলো দেব
কিছুদিন আগেই ধুমকেতু ছবির একটি গানের লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব। কিন্তু শুভশ্রীর অনুপস্থিতি সকলের নজর কেড়েছিল। আর সেই অনুষ্ঠানে শুভশ্রীর অনুপস্থিতির সুযোগে তার নামে বড়োসড়ো মন্তব্য করে বসলেন দেব। অনেক বাধা বিপত্তি পেরিয়ে ৯ বছর পর অবশেষে মুক্তি পেতে চলেছে ছবিটি। এ বিষয়ে দেব বলেন, ‘ওই সময়ে শুভশ্রীর জন্যই ধূমকেতু করতে রাজি হয়েছিলাম। এই ছবি টায় ও যেরকম অভিনয় করেছে, দারুণ! এখন যদিও ওর অভিনয় অনেক পরিণত, তবু বলব’।
অবশ্যই দেখবেন: সিনেমা প্রেমীদের জন্য সুখবর! রাজ্যে তৈরি হবে একশো সিনেমা হল, মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা
দেব ওইদিন আরও বলেন, ‘গত ৯ বছরে আমরা একে অপরের সঙ্গে একটাও কথা বলিনি। কাজ তো দূরের কথা। তবে যদি আমাদের মধ্যে আবার কথা হয়, তাহলে আমি সত্যিই জানি না আমি কী বলবো? কী বলা উচিত আমি জানি না! আমরা প্রথমবার একসঙ্গে বসলে ঠিক কী রিয়েকশন দেব, আমরা নিজেরাই জানি না। কিছু কথা রয়েছে যা বলা বাকি থেকে গেছে? নাকি কোনো কথা নেই যেটা বলা উচিত নয়, সত্যিই আমার কোনো আইডিয়া নেই।’
অবশ্যই দেখবেন: ভারতের সুরাপ্রেমীদের জন্য রইলো দারুণ সুখবর! এবার থেকে জলের দরে বিক্রি হবে স্কচ উইস্কি!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |