অনেকেই বছরের পর বছর ধরে সরকারি চাকরির স্বপ্ন দেখেন স্থায়িত্ব, সুরক্ষা এবং নিধারিত পেনশনের আশায়। কিন্তু বেতন নিয়ে মাঝেমধ্যে সংশয় থাকে অনেকের মনে। নিত্যপণ্যের দাম যখন হু হু করে বাড়ছে, তখন বর্তমান বেতনে সংসার চালানো অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তাই সরকারি কর্মীদের মধ্যে বহুদিন ধরেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—কবে আসবে নতুন পে কমিশন (Pay Commission)? কতটা বদলাবে বেতন ও পেনশন?
৮ম বেতন কমিশনে প্রত্যাশার পাহাড় সরকারি কর্মীদের মধ্যে (Government Employee Expectations)
সপ্তম পে কমিশন (7th Pay Commission) বাস্তবায়নের পর কেটে গেছে প্রায় ৮ বছর। স্বাভাবিকভাবেই এবার নজর আটকে রয়েছে অষ্টম পে কমিশনের (8th Pay Commission) দিকে। প্রতিবারের মতো এবারও আশঙ্কা ছিল, সরকার হয়তো নতুন কমিশন গঠনের পথে হাঁটবে না। কিন্তু সম্প্রতি একটি বড় আপডেট সামনে এসেছে, যা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফোটাতে পারে। সূত্রের খবর, ২০২৫ সালের শুরুতেই কেন্দ্র অষ্টম পে কমিশন লাগু করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে, যা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে পারে।
নতুন ৮ম বেতন কমিশনে থাকবে চমক! (8th Pay Commission Update)
সূত্র অনুযায়ী, অষ্টম পে কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor)। সপ্তম পে কমিশনে এটি ছিল ২.৫৭, এবার তা বাড়িয়ে ২.৮৬ করা হতে পারে। এর অর্থ, যাঁদের বর্তমানে মূল বেতন (Basic Pay) ১৮,০০০ টাকা, তাঁদের বেতন একধাক্কায় বেড়ে দাঁড়াতে পারে ৫১,৪৮০ টাকা! একইভাবে, যাঁদের পেনশন ৯,০০০ টাকা, তা বেড়ে ২৫,৭৪০ টাকায় পৌঁছাতে পারে। তবে এই আপডেট এখনও সরকারি ভাবে ঘোষণা না হলেও কেন্দ্রের তরফে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানা গেছে।
Read More: Lakhsmi Bhandar এর টাকায় বসলো সিসিটিভি, রাতের ভয়ে এবার কাঁপছে না সোনারপুর!
৮ম বেতন কমিশনে কোন লেভেলে কত বাড়বে বেতন? (Salary Hike Level Wise)
নতুন ৮ম বেতন কমিশনের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বিভিন্ন লেভেলের সরকারি কর্মচারীদের বেতনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। যেমন:
- Level 1 (Grade Pay 1800): মূল বেতন হতে পারে ৫৫,৬৪১ টাকা
- Level 3 (Grade Pay 2000): নতুন মূল বেতন হতে পারে ৫৭,৪৫৬ টাকা, মাসিক বেতন প্রায় ৭৪,৮৪৫ টাকা
- Level 6 (Grade Pay 4200): মূল বেতন বেড়ে ৯৩,৭০৮ টাকা হতে পারে, টেক-হোম বেতন ১,০৯,৯৭৭ টাকা পর্যন্ত
- Level 9 (Grade Pay 5400): বেসিক বেতন হতে পারে ১,৪০,২২০ টাকা, মোট বেতন ১,৮১,০৭৩ টাকা
- Level 11 (Grade Pay 6600): সর্বোচ্চ মূল বেতন হতে পারে ১,৮৪,৪৫২ টাকা, যা মাসিক ২,৩৫,৯২০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে
৮ম বেতন কমিশনে সবকিছু নির্ভর করছে সরকারি ঘোষণার উপর (Final Government Declaration Awaited)
যদিও এখনই চূড়ান্ত কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি, তবুও সরকারি মহলের সিগন্যাল ইতিবাচক। বিশেষজ্ঞদের মতে, দেশের এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীর জন্য এই সিদ্ধান্ত বড় সুবিধা বয়ে আনবে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির কর্মচারীদের আর্থিক স্থিতি ও সঞ্চয়ের পরিমাণ বাড়াতে সাহায্য করবে এই পরিবর্তন। তবে ঠিক কত শতাংশ বৃদ্ধি হবে এবং কবে থেকে কার্যকর হবে, সেই সংক্রান্ত বিস্তারিত সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে কর্মীদের।
Read More: Sai Tamhankar Hot : ৩৯-তম জন্মদিনে নেট দুনিয়ায় ভাইরাল সাই তামহঙ্করের বোল্ড বিকিনি ছবি
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |