e-commerce Site Selling Pakistan Flag: গত মাসে কাশ্মীরের পহেলগাঁওতে ঘুরতে যাওয়া পর্যটকদের উপর হামলা চালায় কিছু পাক জঙ্গি। এই হামলায় প্রাণ গিয়েছে ২৬ জন নিরীহ ভারতীয়ের। এই নারকীয় ঘটনার প্রতিশোধ হিসাবে চলেছে অপারেশন সিঁদুর। আঘাত হানা হয়েছে ৯টির বেশি জঙ্গি ঘাঁটিতে। যার ফলে প্রাণ গিয়েছে প্রায় ১০০ জনেরও বেশি জঙ্গির। আপাতত সেই অপারেশন স্থগিত রেখেছে ভারত সরকার। অনেকেই একে যুদ্ধবিরতি আখ্যা দিচ্ছেন। যদিও পাকিস্তানের প্রতি ক্ষোভ মানুষের এক বিন্দুও কমেনি। পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরবর্তীতে যে কোনো জঙ্গি হামলা যুদ্ধ হিসাবে দেখা হবে এবং তখন ভারত আর চুপ করে থাকবে না।
অনলাইনে দেদার বিক্রি পাকিস্তানের পতাকা:
এমতাবস্থায়, কিছু মুনাফা লাভের আশায় পাকিস্তানের পতাকা বিক্রি করছে ফ্লিপকার্ট, আমাজনের (Amazon) মতো বেশ কিছু ই-কমার্স সংস্থা। আর তাতেই চটেছেন ক্রেতা সুরক্ষা মন্ত্র। ইতিমধ্যেই দেশের একাধিক ই-কমার্স সাইট গুলিকে কেন্দ্রের তরফে কড়া নোটিস দেওয়া হয়েছে।
পাকিস্তানের পতাকা বিক্রির অভিযোগ:
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশের বিভিন্ন ই-কমার্স সংস্থা যেমন, ফ্লিপকার্ট, আমাজন, ইউবিআই ইন্ডিয়া, দ্য ফ্ল্যাগ কর্পোরেশন, দ্য ফ্ল্যাগ কোম্পানি সহ একাধিক ই-কমার্স সাইটগুলি দেদার পাকিস্তানের পতাকা বিক্রি করছে। সম্প্রতি এ বিষয়ে, কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ জোশী নিজের X হ্যান্ডেলে জানিয়েছেন, ‘ফ্লিপকার্ট, সিসিপিএ, আমাজন, ইটসি, দ্য ফ্ল্যাগ কোম্পানি ও ফ্ল্যাগ কর্পোরেশনের মতো বেশ কিছু ই-কমার্স সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। এই সকল সংস্থার বিরুদ্ধে পাকিস্তানের পতাকা বিক্রির অভিযোগ রয়েছে।
সংস্থাগুলি যে কাজ করেছে তা আমাদের ভাবাবেগে আঘাত করে।’ ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ওই মন্ত্রী আরও জানান, দেশের স্বার্থে আঘাত করে এমন জিনিসপত্রর বিক্রি বন্ধ করতে হবে। দেশের অনলাইন ব্যবসায়ীদের ভারতীয় আইন মেনে ব্যবসা করার কথাও মনে করিয়েছেন প্রহ্লাদ।
Read more: ব্যাঙ্কে 1 টাকা না থাকলেও UPI পেমেন্ট সম্ভব: NPCI-এর নতুন ক্রেডিট লাইন চালু
বন্ধ হবে ফ্লিপকার্ট, আমাজনের মতো ই-কমার্স সংস্থা?
ক্রেতা সুরক্ষা মন্ত্রকের বড় পদক্ষেপের পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ভুয়ো তথ্য ছড়িয়েছে। একাধিক সামাজিক হ্যান্ডেলে দাবি করা হচ্ছে, পাকিস্তানের পতাকা বিক্রির অভিযোগে এবার চিরতরে বন্ধ হতে পারে ফ্লিপকার্ট ও আমাজনের ব্যবসা! যদিও এই ধরনের প্রচার সত্য নয়। কেন্দ্রের তরফে ই-কমার্স সংস্থাগুলিকে শুধুমাত্র নোটিস দেওয়া হয়েছে অর্থাৎ আগামীতে তারা ভারত বিরোধী কোনও দেশ বিশেষত পাকিস্তানের পতাকা বিক্রি যাতে না করে।
উল্লেখ্য, বিভিন্ন অনলাইন ই-কমার্স সাইটগুলিতে পাকিস্তানের পতাকা বিক্রি হওয়ার ঘটনাটি প্রথম নজরে আসে ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের। গত মঙ্গলবার সেই সংগঠনের তরফে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। চিঠিতে দ্রুত সেই সকল অনলাইন প্লাটফর্মগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। আর এরপরই ই-কমার্স সাইটগুলিকে নোটিস পাঠানো হয় ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তরফে।
Read More: ব্যাঙ্কে 1 টাকা না থাকলেও UPI পেমেন্ট সম্ভব: NPCI-এর নতুন ক্রেডিট লাইন চালু
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |