Eid Kolkata Weather Update: উষ্ণতার রেকর্ড? নাকি ঝড়বৃষ্টি? বাংলার আবহাওয়া নিয়ে কী ভবিষ্যদ্বাণী আবহাওয়া দফতরের?

Eid Kolkata Weather Update: ইদের (Eid) আর মাত্র কয়েকদিন বাকি। নতুন জামা, সুগন্ধি আতর, সুস্বাদু সেমাই—সব মিলিয়ে বাঙালির ঘরে ঘরে চলছে উৎসবের প্রস্তুতি। বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে মিলিত হওয়ার দিন এটি। কিন্তু এমন বিশেষ দিনে যদি আবহাওয়া (Weather) বাঁধা হয়ে দাঁড়ায়? কলকাতা (Kolkata) সহ গোটা বাংলার মানুষ তাই আগেভাগেই জানতে চাইছেন, ...

Published on:

Eid Kolkata Weather Update: ইদের (Eid) আর মাত্র কয়েকদিন বাকি। নতুন জামা, সুগন্ধি আতর, সুস্বাদু সেমাই—সব মিলিয়ে বাঙালির ঘরে ঘরে চলছে উৎসবের প্রস্তুতি। বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে মিলিত হওয়ার দিন এটি। কিন্তু এমন বিশেষ দিনে যদি আবহাওয়া (Weather) বাঁধা হয়ে দাঁড়ায়? কলকাতা (Kolkata) সহ গোটা বাংলার মানুষ তাই আগেভাগেই জানতে চাইছেন, ইদের দিন আকাশের মুখ কী রকম থাকবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইদের দিনে আবহাওয়ার কেমন থাকবে মেজাজ?

 উৎসবের দিনটা যদি ঝড়-বৃষ্টির (Thunderstorm) কবলে পড়ে, তাহলে ভোগান্তির শেষ থাকবে না। রাস্তাঘাটে জল জমে গেলে বা বজ্রবিদ্যুৎ হলে ইদের আনন্দ ম্লান হতে পারে। সেই চিন্তাতেই অনেকেই আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাসের দিকে তাকিয়ে। তবে আশার খবর, দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের চিন্তার তেমন কিছু নেই। কিন্তু উত্তরবঙ্গের (North Bengal) কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দক্ষিণবঙ্গে রোদের দাপট, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

 আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবারের ইদে দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain) নেই। উলটে গরম বাড়বে। কলকাতার (Kolkata Temperature) পারদ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, আর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তা ৩৮-৪০ ডিগ্রি ছুঁতে পারে। তবে উত্তরবঙ্গে কিছুটা ভিন্ন চিত্র দেখা যাবে। বৃহস্পতিবার থেকে পাহাড়ি এলাকায় (Hilly Areas) হালকা বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) ও জলপাইগুড়িতে (Jalpaiguri) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কবে কোথায় কতটা বৃষ্টি?

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইদের দিন অর্থাৎ ৩১ মার্চ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) রোদের দাপট থাকবে। কিন্তু উত্তরবঙ্গে (North Bengal Rain) বিশেষত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে মেঘলা আকাশ ও বৃষ্টি হতে পারে। তবে খুব বেশি বৃষ্টির আশঙ্কা নেই, শুধুমাত্র পাহাড়ি এলাকাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবারও দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উৎসবের দিনে কীভাবে থাকবে সাবধান?

 যারা দক্ষিণবঙ্গে আছেন, তারা গরমকে মাথায় রেখে উৎসবের পরিকল্পনা করুন। প্রচুর জল পান করুন, ঢিলেঢালা পোশাক পরুন। উত্তরবঙ্গের বাসিন্দারা অবশ্য বৃষ্টির ছিটেফোঁটা থেকে বাঁচতে ছাতা সঙ্গে রাখতে পারেন। আবহাওয়া যেমনই হোক, ইদের উৎসব যেন মাটি না হয়, সেটাই সবার কাম্য।

অবশ্যই পড়ুন। Weather Update: বইবে ঝোড়ো হাওয়া, রয়েছে বৃষ্টির সম্ভবনাও! এক নজরে আজকের আবহাওয়া

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More