কলকাতা: বর্তমান সময়ে সকলেই ট্রেন্ডে গা ভাসাতে ভালোবাসে। সকলেই কমবেশি নানান ট্রেন্ডে নিজেদের জড়িয়ে ফেলে। আর গত সোমবার রাত থেকে ফেসবুকজুড়ে (Facebook) একটি পোস্ট বেশ ভাইরাল হচ্ছে চারিদিকে। কোনো ইউজার ফেসবুক বা মেটাকে কোনওরকম ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছেন না। কিন্তু সত্যিই কি মেটা ছবি বা তথ্য ব্যবহার করত? এই পোস্ট শেয়ার করলে তার ফলে কি তা বন্ধ হবে? ব্যাপারটা ঠিক কী তা না জেনেই পোস্টটি কপি-পেস্ট করছেন ব্যবহারকারীরা। আসুন জেনে নেওয়া যাক, ব্যাপারটা ঠিক কী।
মেটা তাঁদের টার্মসেই জানিয়েছে সকল ব্যবহারকারীর তথ্য তাঁদের কাছে সুরক্ষিত। যখন কোনো ব্যক্তি ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করেন সেই সময় যা যা শর্ত দেওয়া হয় সেখানেই উল্লেখ করা থাকে কোনওভাবেই অনুমতি ছাড়া কারও ব্যবহারকারীর নাম, ইমেল বা ফোন নম্বর বিক্রি করা হবে না কারোর কাছে। ফলে সোশ্যাল মিডিয়া যে পোস্ট ঘিরে সরগরম, তা এককথায় অযৌক্তিক। এর কোনওরকম কোনও ভিত্তি নেই।
‘আমি এই মর্মে ঘোষণা করছি যে’ ভাইরাল পোস্ট

কিন্তু তাহলে কেন এই পোস্ট? এই পোস্টটি প্রথম কে শুরু করেছে তা এখনো অজানা। তবে এইবার প্রথম নয়, এর আগেও বহুবার ফেসবুকে এমন পোস্ট দেখা গেছে। বছরঘুরে আবারও ফিরে এসেছে সেই ট্রেন্ড। কেউ যদি এই পোস্ট দেখে তথ্য সুরক্ষিত কি না, তা নিয়ে চিন্তায় পড়েন, তাহলে জেনে রাখুন, সমস্যার কিছু নেই। প্রসঙ্গত, ২০১৮ সালে এক সর্বভারতীয় সংবাদপত্রে দাবি করা হয়েছিল ফেসবুকের বহু ইউজারের তথ্য ফাঁস হয়েছে। তা নিয়ে নাকি ক্ষমাও চেয়েছেন জুকারবার্গ।
অবশ্যই দেখবেন: চালু হল e-Aadhaar অ্যাপ! এবার ঘরে বসেই হবে আধার আপডেট, বড় ঘোষণা UIDAI-এর
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |