এক বিষয়ে ফেল? চিন্তা নেই! জুনের শেষে বড় সুযোগ দিচ্ছে সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের!

উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ফল প্রকাশের পর অনেক ছাত্রছাত্রীর চোখে আনন্দের জল যেমন ছিল, তেমনই কেউ কেউ হতাশায় ডুবে গিয়েছিল। বিশেষ করে যাঁরা মাত্র একটিমাত্র বিষয়ে ফেল করেছেন, তাঁদের অবস্থা সবচেয়ে করুণ। পাশ করার পরও যেহেতু স্বপ্নের পথে বাধা এসে দাঁড়িয়েছে, তাই পড়ুয়াদের একটা বড় অংশ এখন ভবিষ্যৎ নিয়ে ...

Updated on:

এক বিষয়ে ফেল? চিন্তা নেই! জুনের শেষে বড় সুযোগ দিচ্ছে সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের!

উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ফল প্রকাশের পর অনেক ছাত্রছাত্রীর চোখে আনন্দের জল যেমন ছিল, তেমনই কেউ কেউ হতাশায় ডুবে গিয়েছিল। বিশেষ করে যাঁরা মাত্র একটিমাত্র বিষয়ে ফেল করেছেন, তাঁদের অবস্থা সবচেয়ে করুণ। পাশ করার পরও যেহেতু স্বপ্নের পথে বাধা এসে দাঁড়িয়েছে, তাই পড়ুয়াদের একটা বড় অংশ এখন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

‘বেস্ট অফ ফাইভ’-এ পাশ, কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের! (Best of Five Rule in WBCHSE)

বর্তমানে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নিয়ম অনুযায়ী ‘বেস্ট অফ ফাইভ’ (Best of Five) ভিত্তিতে পড়ুয়াদের মূল্যায়ন হয়। অর্থাৎ ছয়টি বিষয়ে পরীক্ষায় বসলেও ভাষা-সহ যেকোনও পাঁচটি বিষয়ে পাশ করলেই পরীক্ষার্থী উত্তীর্ণ বলে ধরা হয়। এই প্রক্রিয়ায় অনেকে পাশ করলেও মূল সমস্যা দেখা দেয় যখন জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance) বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা ওঠে। কারণ সেসব পরীক্ষায় নির্দিষ্ট বিষয়গুলিতে (যেমন পদার্থবিদ্যা, রসায়ন, গণিত) উত্তীর্ণ হওয়া আবশ্যিক। তাই কোনও একটি বিষয় ফেল করলেই আটকে যাচ্ছে স্বপ্নের পথ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সংসদের তরফে নতুন ব্যবস্থা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের (New System Introduced by WBCHSE)

এই সমস্যার সমাধানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ৯(২) রেগুলেশনের (Regulation 9(2)) আওতাভুক্ত পড়ুয়াদের জন্য নিয়ে এসেছে এক অভিনব উদ্যোগ। এবার থেকে এই রেগুলেশনের মধ্যে থাকা পরীক্ষার্থীরা চাইলে আবার দ্বাদশ শ্রেণির (Class 12) সমস্ত বিষয়ে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন। বিশেষত যে বিষয়ে কম নম্বর বা ফেল করেছেন, সেই বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে। তবে আবেদন করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Read MOre: দৈনিক ৫০ টাকায় ৩৫ লক্ষ! পোস্ট অফিসের বাম্পার ‘গ্রাম সুরক্ষা’ স্কিম(Gram Suraksha Yojana)

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে(Deadline Extended for Re-exam Application)

সংসদের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু প্রত্যাশার তুলনায় অনেক কম সংখ্যক পড়ুয়া আবেদন করেছে। তাই এবার বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা (Extended Deadline)। ৩০ জুন পর্যন্ত (30th June) সংসদের অফিশিয়াল ওয়েবসাইট (Official Website) খোলা থাকবে এই প্রক্রিয়ার জন্য। শিক্ষার্থীরা যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই কারণেই আবেদনগ্রহণ আবার চালু করা হয়েছে।

সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বিশেষ বার্তা (President’s Message for Students)

এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) বলেন, “আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই এই পদক্ষেপ নিয়েছি। প্রায় ১০০টি আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। কিন্তু অনেকেই এখনও আবেদন করেনি। তাই নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। পড়ুয়াদের অনুরোধ, কেউ যেন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে।”

অর্থাৎ, এক বিষয়ে ফেল করলেও আর পড়ুয়াদের এক বছর বসে থাকতে হবে না। নতুন ব্যবস্থায় এবার ফের পরীক্ষা দিয়ে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাই যারা ৯(২) রেগুলেশনে পাশ করেও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাঁরা যেন নির্ধারিত সময়ের মধ্যে অবিলম্বে আবেদন করেন।

Read More: দৈনিক ৫০ টাকায় ৩৫ লক্ষ! পোস্ট অফিসের বাম্পার ‘গ্রাম সুরক্ষা’ স্কিম(Gram Suraksha Yojana)

2025 higher secondary exam dateblue star higher secondary schoolblue stars higher secondary schoolboard of higher secondary education delhicohsem higher secondary examinationcombined higher secondary 10 2 level examinationcombined higher secondary level examination 2025council of higher secondary educationcouncil of higher secondary education manipurcouncil of higher secondary education west bengaldirectorate of higher secondary educationdirectorate of higher secondary education thiruvananthapuramdon bosco higher secondary schooldon bosco matriculation higher secondary schoolfaculty higher secondary schoolgovernment girls higher secondary schoolgovernment higher secondary schoolgovt higher secondary schoolhigher secondaryhigher secondary board namehigher secondary educationhigher secondary education west bengalhigher secondary exam date 2025higher secondary exam result datehigher secondary exam routine 2025higher secondary meaning in hindihigher secondary meanshigher secondary means 10th or 12thhigher secondary resulHigher Secondary ResultHigher Secondary Result 2025higher secondary result 2025 datehigher secondary result 2025 west bengalhigher secondary result 2025 west bengal boardhigher secondary result date 2025higher secondary result sitehigher secondary routine 2025higher secondary schoolhigher secondary school certificatehigher secondary school codehigher secondary school meanshigher secondary schools near meinstitute of higher secondary educationnational gems higher secondary schoolssc combined higher secondary levelssc combined higher secondary level exam resultst joseph higher secondary schoolst mary's higher secondary schoolstaff selection commission combined higher secondary levelvanavani matriculation higher secondary schoolvocational higher secondary courseswb higher secondary education resultWB higher Secondary Resultwbresults nic in higher secondarywbresults.nic.in 2025 higher secondarywest bengal board of higher secondary educationwest bengal board of higher secondary examination class 12 examwest bengal board of secondary and higher secondary educationwest bengal council of higher secondary educationwest bengal council of higher secondary education examinationwest bengal council of higher secondary education resultwest bengal higher secondarywest bengal higher secondary boardwest bengal higher secondary board namewest bengal higher secondary education councilwest bengal higher secondary education council new noticewest bengal higher secondary education council official websitewest bengal higher secondary exam date 2025West Bengal Higher Secondary ResultWest Bengal Higher Secondary Result 2025west bengal secondary and higher secondary education boardwest bengal secondary and higher secondary education board resultwest bengal state board of secondary and higher secondarywest bengal state board of secondary and higher secondary educationwest bengal state board of secondary and higher secondary education punewhat is higher secondarywhat is higher secondary education