চলতি বছরের স্বাধীনতা দিবস থেকে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI) চালু করেছে FASTag Annual Pass। এই পাস চালু হওয়ার পর থেকে অনেক গাড়িচালকই এর খুঁটিনাটি জানতে চাইছেন। কারণ একবার পাস নিলে আর প্রতিবার টোল প্লাজায় দাঁড়িয়ে আলাদা করে টাকা দিতে হবে না। ৩০০০ টাকার এই পাস এক বছরের জন্য কার্যকর, আবার চাইলে ২০০টি টোল প্লাজা পর্যন্ত ব্যবহার করা যাবে।
FASTag Annual Pass কোথায় ব্যবহার করা যাবে?
FASTag Annual Pass মূলত কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের টোল প্লাজাগুলিতে কার্যকর। অর্থাৎ, গাড়িচালকরা যদি দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে বা অন্য কোনও NHAI পরিচালিত রুটে যাতায়াত করেন, সেখানে নিশ্চিন্তে এই পাস ব্যবহার করা যাবে। তবে রাজ্য সরকারের আওতাধীন মহাসড়ক বা এক্সপ্রেসওয়ে-তে এটি কার্যকর হবে না।
FASTag Annual Pass কোথায় কাজ করবে না?
অনেকেই ভাবছেন এই পাস কি সব জায়গায় কাজ করবে। উত্তর হলো না। উদাহরণস্বরূপ, উত্তরপ্রদেশের আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে, পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে এই পাসের আওতায় পড়ছে না। একইভাবে, মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার্গ বা মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে এটি কার্যকর নয়। কারণ এই রাস্তাগুলি রাজ্য সংস্থার অধীনে পরিচালিত হয়। গোয়ার অটল সেতুতেও FASTag Annual Pass ব্যবহার করা যাবে না।
কারা আবেদন করতে পারবে FASTag Annual Pass এর জন্য?
এই পাস শুধুমাত্র ব্যক্তিগত বা অ-বাণিজ্যিক যানবাহনের জন্যই প্রযোজ্য। যেমন প্রাইভেট কার, জিপ বা ভ্যান। শর্ত হলো গাড়িটিকে অবশ্যই FASTag-এ রেজিস্টার্ড থাকতে হবে। তবে এই পাস কোনওভাবেই ট্রান্সফার করা যাবে না। একবার কিনলে সেই নির্দিষ্ট গাড়িতেই ব্যবহার করতে হবে। যেসব যানবাহনের ক্ষেত্রে এই পাস প্রযোজ্য নয় সেগুলি হলো বাণিজ্যিক ট্রাক, ট্যাক্সি, হলুদ প্লেট যুক্ত যানবাহন এবং দুই চাকার বাইক।
কীভাবে সক্রিয় করবেন FASTag Annual Pass?
FASTag Annual Pass সক্রিয় করার জন্য খুব ঝামেলা নেই। ব্যবহারকারীদের রাজমার্গযাত্রা অ্যাপ অথবা NHAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং FASTag আইডি দিয়ে লগইন করতে হবে। তারপর অনলাইনের মাধ্যমে ৩০০০ টাকা পেমেন্ট করলেই সঙ্গে সঙ্গে পাস সক্রিয় হয়ে যাবে। এরপর থেকে টোল প্লাজা পেরোতে আর কোনও ঝামেলা নেই, একেবারে স্মুথলি কাটানো যাবে।
FASTag Annual Pass কেন জনপ্রিয় হচ্ছে?
ভারতের অনেক গাড়িচালক প্রতিদিন অফিস বা ব্যবসার কাজে হাইওয়ে ব্যবহার করেন। প্রতিবার টোল প্লাজায় থেমে টাকা দেওয়া তাদের কাছে সময়সাপেক্ষ এবং বিরক্তিকর হয়ে দাঁড়ায়। সেই সমস্যা কাটাতেই FASTag চালু হয়েছিল। এবার তারই পরবর্তী ধাপ হলো FASTag Annual Pass। যারা নিয়মিত লম্বা দূরত্বে যাতায়াত করেন, তাদের কাছে এই পাস অনেকটাই সুবিধাজনক। একবার টাকা কেটে গেলে পুরো বছর নিশ্চিন্তে যাতায়াত করা যায়।
অবশ্যই দেখবেন: বিদেশি ওষুধে ট্রাম্পের ২০০% শুল্ক, তবে কি বিপাকে পড়বেন আমেরিকান রোগীরা?