ভারতে উৎসবের মরসুমে শুধু আনন্দ-উল্লাস নয়, সঙ্গে জুড়ে থাকে ব্যবসার বিশাল সম্ভাবনাও। বিশেষ করে গনেশ চতুর্থী (Ganesh Chaturthi) এমন এক উৎসব যা একদিকে ভক্তির আবহ তৈরি করে, অন্যদিকে ছোট-বড় উদ্যোক্তাদের জন্য আনে আয়ের অজস্র পথ। প্রতি বছর এই সময়ে বাজারে নানা সামগ্রী বিক্রির চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। শুধু বড় ব্যবসায়ী নয়, অনেক তরুণ-তরুণী বা গৃহিণীরাও এই উৎসবকে কাজে লাগিয়ে স্বল্প সময়ে বড় অঙ্কের অর্থ উপার্জনের সুযোগ পান।
গনেশ প্রতিমা ও সজ্জার বাড়তি চাহিদা
উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ গনেশ প্রতিমা (Ganesh Idol)। ছোট থেকে বড় আকারের প্রতিমা বাজারে বিক্রি হয় লাখো টাকার অঙ্কে। মাটি, প্লাস্টার অব প্যারিস কিংবা পরিবেশবান্ধব প্রতিমা—সব কিছুরই আলাদা ক্রেতা রয়েছে। এর পাশাপাশি বাড়ির সাজসজ্জার (Decoration Items) সামগ্রী যেমন—লাইট, ফুল, থিম সাজানো মণ্ডপ, ডেকোরেটিভ ফ্রেম ইত্যাদির চাহিদাও আকাশছোঁয়া। এসব সামগ্রী সহজেই পাইকারি বাজার থেকে কিনে খুচরো বিক্রি করে অল্প সময়ে বড় মুনাফা অর্জন করা সম্ভব। উদ্যোক্তাদের জন্য এটি এক লাভজনক ব্যবসার ক্ষেত্র, যেখানে বিনিয়োগ তুলনামূলকভাবে কম হলেও আয় অনেক বেশি হয়।
মিষ্টি ও খাবারের বিশেষ বাজার
গনেশ চতুর্থীতে মিষ্টির (Sweets) কদর আলাদা। মোদক (Modak) তো অবশ্যই, এর পাশাপাশি সন্দেশ, লাড্ডু, খিরসা ইত্যাদি নানা ধরণের মিষ্টি ভক্তরা কিনে থাকেন প্রচুর পরিমাণে। ফলে মিষ্টির দোকান বা হোমমেড মিষ্টির ব্যবসা এই সময়ে চরম জনপ্রিয় হয়। শুধু তাই নয়, উৎসবের ভিড়ে স্ট্রিট ফুড (Street Food) স্টল দিয়েও উপার্জনের বিশাল সুযোগ থাকে। ঠান্ডা পানীয়, পাকোড়া, চাট, কাবাবের মতো খাবার কয়েক দিনের মধ্যেই বিক্রির দৌলতে ভালো মুনাফা এনে দিতে পারে। এমনকি অল্প পুঁজিতে রাস্তায় একটি ছোট খাবারের স্টল দিয়েও বড় আয়ের সম্ভাবনা তৈরি হয়।
উপহার সামগ্রী ও ধর্মীয় পণ্যের বিক্রি
গনেশ চতুর্থীতে ভক্তরা বাড়িতে কিংবা মণ্ডপে পূজা করেন। তাই পূজার সামগ্রী (Puja Accessories) যেমন ধূপ, প্রদীপ, ফুল, পুজোর থালা, ঘি, নারকেল ইত্যাদি ব্যাপক হারে বিক্রি হয়। এর সঙ্গে গিফট আইটেম (Gift Items) ব্যবসাও জমে ওঠে। বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়দের বাড়িতে ভিজিট করার সময় অনেকেই ছোটখাটো উপহার নিয়ে যান। তাই শো-পিস, রঙিন মোমবাতি, গিফট প্যাক, এমনকি চকলেট হ্যাম্পারের চাহিদাও এই সময়ে বৃদ্ধি পায়। দোকানদার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটি আরেকটি আয়ের বড় সুযোগ।
মাত্র ১০ দিনেই লাখ টাকার আয়
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, গনেশ চতুর্থী ব্যবসা (Ganesh Chaturthi Business) মাত্র ১০ দিন স্থায়ী হলেও এই সময়ের মধ্যে লাখ টাকার আয় করা একেবারেই সম্ভব। প্রতিমা বিক্রি থেকে শুরু করে মিষ্টি, খাবারের স্টল, সজ্জা বা উপহার সামগ্রী—প্রত্যেক ক্ষেত্রেই ক্রেতাদের ভিড় থাকে অগাধ। বিশেষজ্ঞদের মতে, যারা এই উৎসবকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তারা অল্প পুঁজি বিনিয়োগ করেও বড় মুনাফা অর্জন করতে পারেন। তাই গৃহিণী, শিক্ষার্থী কিংবা ছোট উদ্যোক্তা—সবার কাছেই গনেশ চতুর্থী ব্যবসার মৌসুম হয়ে ওঠে সোনালী সুযোগের পথ।
অবশ্যই দেখবেন: Ganesh Chaturthi 2025: গণেশ মূর্তি কোন দিকে রাখবেন? চতুর্থীতে মেনে চলুন এই নিয়মেই মিলবে সাফল্য ও সমৃদ্ধি!