শিয়ালদহ স্টেশনে বিনা টিকিটে ট্রেনে উঠলেই ধরা! রেলের নতুন প্রযুক্তিতে বড় সিদ্ধান্ত!

Sealdah Railway Station: রোজ সকালে হাজারো মানুষের ভিড়ে ঢাকতে ঢাকতে কেউ টিকিট কাউন্টারে যান, কেউ বা সরাসরি প্ল্যাটফর্মে গিয়ে উঠে পড়েন ট্রেনে। কারও হাতে সময় কম, কেউ বা ভাবেন— “একটু দাঁড়ালেই ধরা পড়ব না, এত যাত্রীর মধ্যে কে আর ধরবে?” এই ভাবনা কিন্তু এখন থেকে বদলাতে হতে পারে। কারণ, রেলও ...

Published on:

Sealdah Railway Station

Sealdah Railway Station: রোজ সকালে হাজারো মানুষের ভিড়ে ঢাকতে ঢাকতে কেউ টিকিট কাউন্টারে যান, কেউ বা সরাসরি প্ল্যাটফর্মে গিয়ে উঠে পড়েন ট্রেনে। কারও হাতে সময় কম, কেউ বা ভাবেন— “একটু দাঁড়ালেই ধরা পড়ব না, এত যাত্রীর মধ্যে কে আর ধরবে?” এই ভাবনা কিন্তু এখন থেকে বদলাতে হতে পারে। কারণ, রেলও তার কৌশল বদলাচ্ছে।

অসংখ্য ট্রেন প্রতিদিন যাত্রী নিয়ে ছুটছে, কিন্তু তার একটা বড় অংশ বিনা টিকিটের যাত্রী হলে তা রেলের জন্য দুশ্চিন্তার। শুধু রাজস্ব নয়, যাত্রী পরিষেবার ক্ষেত্রেও এটি বড় বাধা। আর তাই এই সমস্যা সমাধানে বিশেষ প্রযুক্তির সাহায্য নিয়ে কড়া পদক্ষেপ নিল রেল। তবে হঠাৎ কী পদক্ষেপ? এবার প্রযুক্তি দিয়ে ধরা পড়বে বিনা টিকিটের যাত্রীরা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিশেষ মেশিন বসল শিয়ালদা স্টেশনে

নতুন এই ব্যবস্থা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই আনা হয়েছে। অনেকে স্মার্টফোন না থাকায় বা অ্যাপ ব্যবহার করতে না পারায় টিকিট কাটতে হিমশিম খান। এই সমস্যা দূর করতেই শিয়ালদহ স্টেশনের (Sealdah Railway Station:) বিভিন্ন অংশে বসানো হয়েছে মোবাইল ইউটিএস (UTS) মেশিন। এখন সাধারণ মানুষও খুব সহজে এই মেশিন ব্যবহার করে নিজে হাতে টিকিট কাটতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই দেখবেন: Indian Railways : প্রবীণ এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ সিটের ব্যবস্থা রেলের! সস্তায় মিলবে সিট; জানুন বিস্তারিত  

এই মোবাইল মেশিনগুলি শুধু টিকিট দেওয়ার কাজই করছে না, বরং রিয়েল টাইমে রেল কর্তৃপক্ষকে জানাচ্ছে কোন যাত্রী কবে, কোথা থেকে, কোথায় যাচ্ছেন। যার ফলে সন্দেহভাজনদের চিহ্নিত করা সহজ হচ্ছে। এছাড়াও, মেশিনগুলিকে সহজেই স্থানান্তরযোগ্যভাবে বসানো হয়েছে, যাতে রেল চাইলেই প্রয়োজনে এক স্টেশন থেকে অন্য স্টেশনে তা সরিয়ে নিয়ে যেতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অবশ্যই দেখবেন: টলিউড পেরিয়ে এবার বলিউড! খলনায়ক রূপে কামব্যাক সুমিত গঙ্গোপাধ্যায়ের?

তাঁরা জানিয়েছেন, এই উদ্যোগ শিয়ালদহ ডিভিশনের যাত্রীবান্ধব ও ভবিষ্যত পরিকল্পনার অংশ। শুধু প্রবীণ নাগরিক বা প্রযুক্তিতে অভ্যস্ত নন এমন যাত্রীরা নন, সাধারণ যাত্রীদের মধ্যেও যাতে সচেতনতা বাড়ে, সেই লক্ষ্যে এই পদক্ষেপ। মোবাইল ইউটিএস মেশিনের মাধ্যমে এখন টিকিট কাটা যেমন আরও সহজ, তেমনি বিনা টিকিটের যাত্রীদের ধরাও আরও নিশ্চিত। ফলে ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থা রেলের রাজস্ব বৃদ্ধির সঙ্গেও জড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

অবশ্যই দেখবেন: ফের প্রমাণ করলেন ‘দেশভক্ত’! জওয়ানদের জন্য বিশেষ এই কাজ করলেন অক্ষয় কুমার