Gold Price Today: সোনা হলো বাঙালি ঘরের লক্ষী। বিশ্বের বাজারে টাকার দাম কমতে থাকলেও ক্রমাগত বাড়ছে সোনার মূল্য। একমাত্র সোনা কিনে রাখলেই তার দাম আগামীতে বাড়তে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করার চেয়ে সোজাসুজি সোনা কেনা খুব উপকার। তবে সোনার দামও ক্রমশ ঊর্ধ্বমুখী। সোনারও ভাগ রয়েছে। ক্যারাট হিসেবে তিন ধরনের ভিন্ন দামের সোনা পাওয়া যায়। চলুন জেনে নিন আজ ৯ই ডিসেম্বর কলকাতায় সোনার দাম কত:
Read More: Sangbad Pratidin
২২ ক্যারাট সোনা:
আজ কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম প্রতি গ্রামে ৭১৩০ টাকা যা গত কালের চেয়ে ১৫ টাকা প্রতি গ্রাম বেশি। আজ প্রতি দশ গ্রামে এই সোনার দাম পড়বে ৭১ হাজার ৩০০ টাকা। যাতে প্রতি কেজির হিসেবে খরচ হবে ৭ লক্ষ ১৩ হাজার টাকা।
২৪ ক্যারাট সোনা:
২৪ ক্যারাট খাঁটি সোনার প্রতি গ্রামের মূল্য ৭৭৭৪ টাকা রয়েছে যা গতকালের চেয়ে ১৬ টাকা বেশি। আজ প্রতি গ্রামে এই সোনার দাম পড়বে ৭৭ হাজার ৭৮০ টাকা। এবং প্রতি কেজিতে এই সোনার দাম পড়বে ৭ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা।
Read More: ব্রহ্মপুত্রে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ বানাচ্ছে চিন! বিপদের মুখে ভারত ও বাংলাদেশ?
১৮ ক্যারাট সোনা:
সস্তার সোনা কিনতে হলে ১৮ ক্যারাট সোনা কেনার সুযোগ রয়েছে। এর প্রতি গ্রামে দাম ৫৮৩৪ টাকা। যা গতকালের তুলনায় ১২ টাকা বেশি। এই সোনার প্রতি দিশ গ্রামের মূল্য হবে ৫৮ হাজার ৩৪০ টাকা এবং প্রতি এক কেজির মূল্য হবে ৫ লক্ষ ৮৩ হাজার ৪০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম:
সোনার বাড়তি মূল্যের পাশে রূপা সাধ্যের মধ্যে থাকায় এই ধাতুকে গয়না বানানোর কাজে ব্যবহার করার বেশ চল হয়েছে। এর দামও গতকালের মতো অপরিবর্তিত রয়েছে। আজ প্রতি গ্রাম রূপার দাম ৯২ টাকা এবং প্রতি দশ গ্রামে এর দাম রয়েছে ৯২০ টাকা। যা প্রতি কেজিতে ৯২০০০ টাকা পড়বে।