সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! জুলাইয়ে DA বৃদ্ধিতে বেতন কতটা বাড়বে?

বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মধ্যবিত্ত কর্মচারীদের অবস্থা রীতিমতো সঙ্কটজনক। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিনকে দিন বেড়েই চলেছে। চাল, ডাল, সবজি থেকে শুরু করে রান্নার গ্যাস—সবকিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের একমাত্র ভরসা হলো মহার্ঘ ভাতা (DA)। WhatsApp Group Join Now Telegram Group Join Now প্রতি ...

Published on:

DA

বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মধ্যবিত্ত কর্মচারীদের অবস্থা রীতিমতো সঙ্কটজনক। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিনকে দিন বেড়েই চলেছে। চাল, ডাল, সবজি থেকে শুরু করে রান্নার গ্যাস—সবকিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের একমাত্র ভরসা হলো মহার্ঘ ভাতা (DA)।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রতি বছর দু’বার, কিন্তু এবার আশা অনেক বেশি (Twice a Year DA Revision – July Brings More Hope)

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য প্রতি বছর দু’বার মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করা হয়—জানুয়ারি ও জুলাই মাসে। সেই অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসেও একবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই বছরের জুলাই মাস নিয়ে কর্মীদের আশা একটু বেশিই, কারণ চলতি বছরে মূল্যবৃদ্ধি রীতিমতো মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু এবার ঠিক কতটা বাড়তে পারে এই ভাতা? এই প্রশ্নেই এখন উত্তেজনা তুঙ্গে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই মুহূর্তে কত শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মীরা? (Current DA Percentage and Expectation)

এই মুহূর্তে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য DA রয়েছে ৫০%। জানুয়ারি ২০২৫-এ ৪% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। এরপর AICPI (All India Consumer Price Index) অনুযায়ী মার্চ পর্যন্ত যে হিসেব পাওয়া গেছে, তাতে আরও একটি ৪% বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ, এই জুলাই মাসে মহার্ঘ ভাতা বেড়ে হতে পারে ৫৪%—তবে তা নির্ভর করছে এপ্রিলে ও মে মাসে মূল্যবৃদ্ধির উপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কতটা টাকা বাড়বে বেতন, জানুন বিশদে (How Much Salary Hike Possible After DA Increase)

যদি ৪% হারে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি পায়, তাহলে একজন কর্মচারী যাঁর বেসিক বেতন ₹৩০,০০০, তিনি অতিরিক্ত ₹১,২০০ টাকা পর্যন্ত বেশি পেতে পারেন প্রতি মাসে। এছাড়া পেনশন (Pension), পিএফ (PF Contribution), ও অন্যান্য ভাতার উপরেও এই বৃদ্ধি প্রভাব ফেলবে। অর্থাৎ, সামগ্রিকভাবে মাসিক আয় কিছুটা হলেও বাড়বে, যা মূল্যবৃদ্ধির বাজারে বড় স্বস্তি হতে পারে।

চূড়ান্ত সিদ্ধান্ত কবে, আর কারা পাবেন সুবিধা? (Final DA Decision and Beneficiaries)

DA বৃদ্ধির এই সিদ্ধান্ত কার্যকর হবে মূলত জুলাই মাসে, তবে কেন্দ্রের তরফে এই ঘোষণা আসতে পারে জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে। এই ভাতা বৃদ্ধি কেন্দ্রীয় সরকারী কর্মচারী ছাড়াও পেনশনভোগী (Pensioners), সেনাবাহিনীর কর্মী ও রেল কর্মীদেরও প্রভাবিত করবে। তাই এখন নজর রয়েছে আগামী AICPI ইনডেক্সের উপর। যদি জুন মাস পর্যন্ত মূল্যবৃদ্ধির হার অনুকূলে থাকে, তাহলে জুলাইয়ে সুখবর নিশ্চিত।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।      

অবশ্যই দেখবেন: Government Holiday 2025: মে মাসে টানা ৪ দিন ছুটি! বন্ধ থাকবে স্কুল-কলেজ ও সরকারি অফিস, ঘুরতে যাওয়ার আদর্শ সুযোগ