দেশে উৎসবের মরসুম শুরু হতে চলেছে আর তার আগেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করল নতুন GST Rates। এবার থেকে জিএসটির মাত্র দুটি হার থাকবে—৫ শতাংশ এবং ১৮ শতাংশ। দীর্ঘ আলোচনার পর জিএসটি কাউন্সিল ১২ ও ২৮ শতাংশ হার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে অতি বিলাসবহুল জিনিসপত্রের ক্ষেত্রে ৪০ শতাংশ GST বহাল থাকবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে, ঠিক নবরাত্রির প্রথম দিনেই।
জিএসটি হার কমল নিত্যপ্রয়োজনীয় জিনিসে
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৈঠকের পর জানিয়েছেন যে এই পরিবর্তনের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে। রুটি, দুধ, মাখন, ঘি, পনির এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যের উপর এখন আর আগের মতো বেশি কর দিতে হবে না। GST Rates ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একইসঙ্গে শুকনো বাদাম, বিস্কুট, নিমকি, আইসক্রিম, পেস্ট্রি, জ্যাম, ফলের জেলি ইত্যাদির উপরও নতুন করে মাত্র ৫ শতাংশ GST বসবে।
অবশ্যই দেখবেন: শুধু ৩২ হাজার নয়, নজরে আসছে এবার ৪২ হাজার প্রার্থী! কারা পড়তে চলেছে বিপাকে?
এছাড়া ছোট গাড়ি, তিনচাকার গাড়ি, ৩৫০ সিসির কম মোটরসাইকেলের উপর আগে ২৮ শতাংশ কর লাগত, এবার তা নেমে হচ্ছে ১৮ শতাংশ। এসি, টিভি, ডিশওয়াশারের মতো জিনিসের ক্ষেত্রেও একইভাবে GST Rates কমানো হয়েছে। ফলে উৎসবের কেনাকাটায় অনেকেই খানিকটা স্বস্তি পাবেন।
স্বাস্থ্য ও বীমার উপর বড় সিদ্ধান্ত
নতুন GST Rates-এ জীবনবীমা এবং স্বাস্থ্য বীমাকে পুরোপুরি করমুক্ত করা হয়েছে। আগে এই পরিষেবাগুলিতে কর দিতে হত, কিন্তু এবার সেই ঝামেলা থেকে মুক্তি মিলছে। পাশাপাশি বাদাম, কাজু, পেস্তা, খেজুরের মতো শুকনো ফলের উপর করও ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
মোদী সরকার GST সিদ্ধান্তে দাম বাড়ছে যেসব জিনিসে
সব জিনিসের দাম যে কমছে তা নয়। মোদী সরকার GST সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি ক্ষেত্রে করের হার বেড়েছে। বিলাসবহুল গাড়ি, বড় মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কারের উপর এখন ৪০ শতাংশ GST দিতে হবে। একইভাবে সিগারেট, চুরুট, পান মশলা, তামাকজাত পণ্য এবং অতিরিক্ত চিনি মেশানো কার্বনেটেড পানীয়তেও ৪০ শতাংশ কর ধার্য হয়েছে।
কয়লার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে ৫ শতাংশ GST দিতে হত, এখন থেকে ১৮ শতাংশ হারে কর দিতে হবে। ১২০০ সিসির বেশি পেট্রোল গাড়ি এবং ১৫০০ সিসির বেশি ডিজেল গাড়ির ক্ষেত্রেও ৪০ শতাংশ হার প্রযোজ্য হবে।
অবশ্যই দেখবেন: দেশের কোন কোন এক্সপ্রেসওয়েতে চলবে না FASTag Annual Pass? দেখে নিন চমকপ্রদ তালিকা!
উৎসবের আগে মানুষের বাজেটে প্রভাব
নতুন GST Rates কার্যকর হলে অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমে যাবে। আবার বিলাসবহুল জিনিস কেনার খরচ বেড়ে যাবে। উৎসবের সময় সাধারণ ক্রেতারা খাবারদাবার ও দৈনন্দিন জিনিসপত্র কম দামে কিনতে পারবেন, তবে যারা দামি গাড়ি বা বিলাসপণ্য কিনতে চাইবেন, তাদের ক্ষেত্রে খরচ বাড়বে।
অবশ্যই দেখবেন: বিদেশি ওষুধে ট্রাম্পের ২০০% শুল্ক, তবে কি বিপাকে পড়বেন আমেরিকান রোগীরা?