GST কমল! ঠিক কতটা সস্তা হলো AC-TV? দেখুন সম্পূর্ণ হিসেব

দুর্গাপুজো ও দীপাবলির আগে গ্রাহকদের জন্য বড় উপহার দিল কেন্দ্র। GST স্ল্যাবে পরিবর্তনের ফলে এবার AC, TV, ফ্রিজ ও ডিশওয়াশারের দাম কমবে। নতুন হারে ১৮% GST কার্যকর হওয়ায় উৎসবের মরশুমে মিলবে সাশ্রয়ের সুযোগ।

Updated on:

GST

উৎসবের মরশুমে দেশের সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকারের বড় উপহার। GST রিফর্ম-এর ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি ইলেকট্রনিক জিনিসের দামও এবার কমবে। বিশেষ করে AC, TV, ডিশওয়াশার এবং অন্যান্য গৃহস্থালী জিনিসপত্র অনেকটাই সস্তা পাওয়া যাবে। GST Rates-এ এই পরিবর্তন কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে, দেবীপক্ষের প্রথম দিনেই।

GST রিফর্মে কী বদল হল?

বুধবার নয়াদিল্লিতে আয়োজিত GST কাউন্সিলের বৈঠকে নতুন GST Rates ঘোষণা করা হয়। এতদিন পর্যন্ত AC, TV, ডিশওয়াশারের মতো ইলেকট্রনিক জিনিসের উপর ২৮ শতাংশ GST ধার্য ছিল। এবার সেই হার কমিয়ে আনা হয়েছে ১৮ শতাংশে। এর ফলে সাধারণ ক্রেতারা কেনাকাটার সময় বড় অঙ্কের টাকা বাঁচাতে পারবেন।

AC দাম কতটা কমবে?

GST রিফর্ম-এর পর এখন AC কেনার খরচ আগের তুলনায় কমে যাবে। যদি একটি ১ টনের AC-এর বেস প্রাইজ ৩০ হাজার টাকা হয়, আগে দাম পড়ত প্রায় ৩৮ হাজার ৪০০ টাকা। নতুন GST Rates অনুযায়ী এখন দাম দাঁড়াবে ৩৫ হাজার ৪০০ টাকা। অর্থাৎ ক্রেতাদের প্রায় ৩ হাজার টাকা সাশ্রয় হবে।

দেড় টনের AC যার বেস প্রাইজ ৪০ হাজার টাকা, আগে সেটির দাম হত ৫১ হাজার ২০০ টাকা। এখন নতুন হারে দাম দাঁড়াবে ৪৭ হাজার ২০০ টাকা। একইভাবে ২ টনের AC যদি ৫০ হাজার টাকায় পাওয়া যায়, আগে দাম হত প্রায় ৬৪ হাজার টাকা, এখন সেটি নামবে ৫৯ হাজারে। অর্থাৎ সরাসরি ৫ হাজার টাকা কমবে।

TV দাম কমছে কতটা?

একইভাবে TV দামেও পরিবর্তন আসছে। যদি কোনও টিভির বেস প্রাইজ ১০ হাজার টাকা হয়, আগে ২৮ শতাংশ GST যোগে দাম দাঁড়াত ১২ হাজার ৮০০ টাকা। নতুন GST Rates কার্যকর হওয়ার পর দাম দাঁড়াবে ১১ হাজার ৮০০ টাকা। অর্থাৎ গ্রাহকদের ১ হাজার টাকা কম খরচ হবে।

অবশ্যই দেখবেন: উৎসবের আগে নতুন GST রেটে সস্তা হচ্ছে TV-AC, কিন্তু কোন জিনিসের দাম বাড়ছে জানেন?

ডিশওয়াশার দামেও সাশ্রয়

ডিশওয়াশার মেশিন যেটি এখন অনেক বাড়িতে এবং রেস্তোরাঁয় ব্যবহার হচ্ছে, সেটির দামও এবার কমবে। আগে যদি কোনও ডিশওয়াশারের বেস প্রাইজ ১০ হাজার টাকা হত, ২৮ শতাংশ GST যোগে দাম দাঁড়াত ১২ হাজার ৮০০ টাকা। নতুন GST Rates অনুসারে দাম হবে ১১ হাজার ৮০০ টাকা। ফলে গ্রাহকদের প্রায় ১ হাজার টাকা বাঁচব

মনিটর ও প্রোজেক্টরও আসছে সস্তায়

GST রিফর্ম কেবল AC, TV বা ডিশওয়াশার দাম কমায়নি। এবার মনিটর এবং প্রোজেক্টরের মতো ইলেকট্রনিক জিনিসেও ১৮ শতাংশ GST কার্যকর হবে। আগে এই দ্রব্যগুলিতে ২৮ শতাংশ হারে কর ধার্য থাকত। এর ফলে বিশেষ করে তরুণ প্রজন্ম ও কনটেন্ট ক্রিয়েটাররা এই পরিবর্তনের সুবিধা পাবেন।

উৎসবের মরশুমে কেনাকাটার বাড়তি সুযোগ

দুর্গাপুজো ও দিওয়ালির মরশুমে সাধারণত বাজারে ইলেকট্রনিক জিনিসের কেনাকাটা বেড়ে যায়। এবার GST রিফর্ম সেই কেনাকাটার খরচ অনেকটাই কমিয়ে দেবে। ফলে যারা এই সময় AC, TV বা ডিশওয়াশার কিনতে চাইছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর।

WhatsApp Icon