Ekchokho.com 🇮🇳

এক রাজ্য, দুই আবহাওয়া! দক্ষিণে দাউদাউ গরম, উত্তরে টানা বৃষ্টির জেরে ঠান্ডা!

জুই নাগ, কলকাতা : চলছে এপ্রিলের শেষ সপ্তাহ, কিন্তু শহরের রাস্তাঘাট যেন আগুনে ফাটছে। ছাতা থাকলেও রোদ্দুরের হাত থেকে রক্ষা নেই, আর মাথায় যেন ঝাঁ ঝাঁ করছে গরম বাতাস। সকালে বেরিয়ে বিকেলে বাড়ি ফেরা মানেই ক্লান্তি আর ঘেমে যাওয়া জামাকাপড়। কলকাতা ও শহরতলির বাসিন্দারা একপ্রকার অসহ্য গরমে হাঁসফাঁস করছেন (Heatwave ...

Published on:

Heatwave alert in South Bengal

জুই নাগ, কলকাতা : চলছে এপ্রিলের শেষ সপ্তাহ, কিন্তু শহরের রাস্তাঘাট যেন আগুনে ফাটছে। ছাতা থাকলেও রোদ্দুরের হাত থেকে রক্ষা নেই, আর মাথায় যেন ঝাঁ ঝাঁ করছে গরম বাতাস। সকালে বেরিয়ে বিকেলে বাড়ি ফেরা মানেই ক্লান্তি আর ঘেমে যাওয়া জামাকাপড়। কলকাতা ও শহরতলির বাসিন্দারা একপ্রকার অসহ্য গরমে হাঁসফাঁস করছেন (Heatwave alert in South Bengal)

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ার স্ক্রলে দেখা যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ির পাহাড়ে কুয়াশা ঢাকা পথ, বৃষ্টিতে ভেজা পাইন গাছ আর টিনের চালের টিপটিপ শব্দ। কারও কারও মুখে একটাই কথা— “ওইখানেই চলে যেতে মন চায়।” অথচ, এই একই রাজ্যের দুই প্রান্তে আবহাওয়ার এমন চরম পার্থক্য যেন আরও বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা (Heatwave alert in South Bengal)

তাপমাত্রা বাড়ছে প্রতিদিনই। আবহাওয়া দপ্তরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ (Heatwave alert in South Bengal)। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম সহ প্রায় গোটা দক্ষিণাঞ্চলে পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। দিনের বেলায় রাস্তায় বেরোনো কঠিন হয়ে উঠেছে। তাপমাত্রা বৃদ্ধির পেছনে বাতাসে আর্দ্রতার পরিমাণও বড় ভূমিকা নিচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।

উত্তরবঙ্গে বর্ষার মতো আবহাওয়া (Rain forecast in North Bengal)

একই সময়ে উত্তরবঙ্গে চলেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং— এই সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (rainfall with thunderstorm) চলছে। এর পেছনে রয়েছে পূর্ব-পশ্চিম মৌসুমি অক্ষরেখা (east-west trough) এবং পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance)। কিছু জায়গায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের সম্ভাবনাও তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তাও জারি করেছে কিছু জেলায়।

আবহাওয়ার এমন বৈপরীত্যে রাজ্যজুড়ে সতর্কতা (Weather advisory for West Bengal)

আবহাওয়ার এমন বৈপরীত্যে সাধারণ মানুষের জন্য নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলাকালীন রোদে না বেরনোর পরামর্শ, বেশি করে জলপান, হালকা কাপড় পরা এবং আবশ্যক হলে ছাতা বা হ্যাট ব্যবহারের কথা বলা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রপাতের সময় খোলা মাঠ বা বড় গাছের নিচে না দাঁড়ানো, বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে। সব মিলিয়ে, রাজ্যজুড়ে আবহাওয়ার এমন দুই মেরু অবস্থান রোজকার জীবনে প্রভাব ফেলছে এবং বাড়িয়ে তুলছে সাবধানতার প্রয়োজন।

একদিকে দহন, অন্যদিকে ভেজা হাওয়া— এই দুই অনুভবের মাঝেই এপ্রিল পার করছে পশ্চিমবঙ্গ। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এবং উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি রাজ্যের জনজীবনে আলাদা আলাদা সমস্যা তৈরি করছে। তবে এই আবহাওয়ার বৈচিত্র্য থেকেই স্পষ্ট, প্রাকৃতিক পরিস্থিতি বুঝে এগোতে হবে আমাদের। সচেতন থাকলেই সম্ভব সুরক্ষা, আর সেই কারণেই প্রতিদিনের আবহাওয়া খবর রাখা এখন সবচেয়ে জরুরি। নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।

অবশ্যই দেখবেন: Weather Update : আবার তাণ্ডব আবহাওয়ার! আজ থেকেই ঝড়-বৃষ্টিতে কাঁপবে বাংলা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা